নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ঐক্য ফ্রন্ট-কে জিতাইয়া দিয়া সিইসি-কে প্রমাণ করিতে হইবে তিনি নিরপেক্ষ ছিলেন...

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮



১. রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প 'জীবিত ও মৃত'-র কাহিনী অনেকে না জানলেও সেই গল্পের বিখ্যাত লাইন - 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই' সম্পর্কে অনেকেই জানে। সংক্ষেপে গল্প টা হল - কাদম্বিনী মারা যাওয়ার পর শ্মশানে রাখার পর তার জান ফেরত আসে। তখন ব্রাহ্মণরা ভয় পেয়ে মনে করে ভূত। নানা ঘটনার পর সে আবার যখন নিজের বাড়িতে ফেরত আসে কেউ বিশ্বাস করে না সে জীবিত। সে যতই বোঝাতে চায় সে মারা যায়নি ততই সবাই তাকে নির্যাতন করে। এক সময় সে পুকুরে ডুবে মারা যায়। তখন সবাই বিশ্বাস করে সে আসলেই জীবিত ছিল...

২. সিইসি নুরুল হুদাকে জনকন্ঠ, ভোরের কাগজ, ৭১ টিভি ছাড়া কেউ মনে করার কথা না তিনি বিগত নির্বাচনগুলোতে নিজের দায়িত্ব ঠিক ভাবে পালন করেছিলেন। বিশেষ করে উপজেলা নির্বাচনে ও গত সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারী দলের কেমন তান্ডব ছিল ভোটকেন্দ্রে তা প্রথম সারির সব মিডিয়ার মাধ্যমেই জনগণ জেনেছে। তবুও এবার বিএনপি তেনার অধীনেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে...

৩. আমরা যারা ব্লগ, ফেসবুকে অন্যায়ের প্রতিবাদ করি তখন আমরা মনে মনে বলি, আমি যদি ঐ দায়িত্বে থাকতাম তাহলে দেখিয়ে দিতাম। এই ধরনের দেখিয়ে দেয়ার সুযোগ রকিব উদ্দিনের ছিল। কিন্তু তিনি কলংক নিয়েই ইতিহাসে স্থান পেয়েছেন। এবার সুযোগ নুরুল হুদার। তিনি কিন্তু লতায় পাতায় ছাত্রলীগের নেতা ছিলেন। বিএনপি'র সাথে লতায় পাতায় জড়িত থাকার কারণে কে এম হাসানকে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মেনে নেয়নি। কিন্তু বিএনপি নুরুল হুদাকে মেনে নিয়েছে...

৪. অনেক সময় নিরপেক্ষ থাকতে গিয়ে 'এলবিডব্লু'র ক্ষেত্রে আম্পায়ার নিজের দেশের বোলারের ক্ষেত্রে ন্যায্য আউট দেন না, আবার সমালোচনার ভয়ে নিজের দেশের ব্যাটসম্যান 'নট আউট' হলেও 'আউট' দিয়ে দেন। সিইসি-কে এত কষ্ট করতে হবে না। তিনি শুধু সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবেন। যদি তেনাকে রানিং প্রধানমন্ত্রীর গালিও শুনতে হয় এবং তেনাকে যদি দায়িত্ব থেকে সরানোও হয় তিনি ইতিহাসের পাতায় স্থান পাবেন নির্বাচন না করেও! বল এখন উনার কোর্টে। যদিও এখনও পর্যন্ত বিটিভি-তে সরকারী প্রচারণা উনি বন্ধ করেননি। মনোনয়ন শো ডাউনের বেলাতেও উনি দুই দলের সাথে সমান আচরণ করেননি...

৫. স্মৃতি হাতড়ে একটা কথা মনে পড়ল। প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী ছিলেন। তিনি একবার বলেছিলেন, আমরা সবাই বুঝি ডেভিল আর ঐ ১০ জন হলেন এঞ্জেল! নুরুল হুদা কী ডেভিল হবেন না এঞ্জেল হবেন সেটা উনিই প্রমাণ করবেন। কারণ, সুষ্ঠু ভোটে পর পর ৩ বার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন, সেটা শেখ হাসিনা নিজেও বিশ্বাস করেন না...

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

তারেক_মাহমুদ বলেছেন: বিএনপি যাকে চাকুরী থেকে বরখাস্ত করেছিলেন আর শেখ হাসিনা যাকে সিইসি বানিয়ে পুরস্কৃত করেছেন বুঝুন সিইসি কার পক্ষে কাজ করবে, তবে বিএনপির জন্য একটা আশার কথা সিইসি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছিলেন, দেখা যাক সময়ই বলে দেবে।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম রাষ্ট্রপতি বললে কি সিইসি আর থাকতেন তিনি? আসলে তিনি জিয়াকে বলেছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। যেই কথা শুনে কাদের সিদ্দিকী গোসসা হয়েছিলেন। কারণ, তাহলে বঙ্গবন্ধুকে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে বোঝানো হয়। সেই কাদের সিদ্দিকী আবার এখন বিএনপির পক্ষের জোটে। আহা! রাজনীতি...

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: হায়! বেলা বয়ে যায়! কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলা শেষ নাহি হয়। নির্বাচন খুব কাছ থেকেই দেখি আর দেখতে হয় সুতরাং ভালোমন্দ বুঝতেই হয় কিন্তু মিডিয়ার আজব সব প্রচারণা মাঝে মাঝে খুবই হাস্যকর মনে হয়। কারণ, তারা কালোকে সাদা আর সাদাকে কালো বলে ধুঁয়োধ্বনি দিতেই আছে। প্রিয় ভাই, ওয়েইটিং ইজ আ গুড স্টাফ ফর হিলিং আপ আওয়ার টেনশান্স।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব কম লোকই আছে সাদাকে সাদা আর কালো কে কালো বলতে পারে...

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: ডিসেম্বর পর্যন্ত এরকক একের পর এক নাটক চলতেই থাকবে।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব মজাই পাচ্ছি এসব নাটকে...

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
কিবরিয়া হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সুত্রে।
দুটোই সেইম আর্জেস গ্রেনেড দিয়ে,

সিলেটে সেইম আর্জেস গ্রেনেড দিয়ে সমসাময়িক হামলা হয়েছিল আরো অনেকগুলো। সব হামলাই আওয়ামী লীগ নেত্রীবৃন্দ ও সমর্থকদের উপর। মুক্তিযুদ্ধপক্ষ নেতৃত্ত শুন্য করার হাওয়া ভবনের মিশন ছিল।

সিলেট শাহাজালাল মাজারে,
সিলেটে আনোয়ার চৌ উপর আবার শাহাজালাল মাজারে
সিলেট মহিলা আওয়ামীলীগ সভায়।
সিলেট পৌর কর্পরেশনের নিচতালা পার্কিংলটে কামরানকে লক্ষ করে।

সব প্রাণঘাতি হামলা হয়েছিল সেই পাকিস্তানি আর্জেস গ্রেনেড দিয়েই। মুফতি হান্নানও সেরকমই বলেছিল।

২ টা হামলাই যে একই সুত্রে গাথা এটা বুঝতে খুব বেশী পণ্ডিত হবার প্রয়োজন পরে না।

এরপরও কুলাঙ্গার পুত্র সামান্য ক্ষমতার লোভে বাপের খুনিদের দলে?

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী জানি ভাই। তবে কিবরিয়ার ছেলে গণফোরামে যোগ দিয়েছে, বিএনপি-তে নয়। সাবের হোসেন চৌধুরীর ভাই-ও নাকি বিএনপি থেকে নমিনেশন কিনেছে। কেউ তাদের দীর্ঘদিনের নীতিতে অটল থাকছে না...

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: 1 থেকে 4 পর্যন্ত সরকার ও বিরোধীপক্ষের কথা হলেও 5 নম্বরে যেন নিজের কথাটাই বলে দিলেন । সহমত আপনার সঙ্গে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনই কাম্য । পোস্টে লাইক।

শুভকমনা জানবেন ।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ...

৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: সিইসি পক্ষপাতিত্ব করলে আজীবন জনগণের গালি খাবে আর নিরপেক্ষ থাকলে জাতি মনে রাখবে। অন্ততঃ ৫ বছর পরপর তিনি উদাহরণ হিসেবে আলোচনায় আসবেন।
দেখা যাক তিনি কি করেন।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা আমাদের দলকানা সিইসি গণ যদি মনে রাখতেন তাহলে দেশের ও রাজনীতির অনেক ভাল হত। তেনাদের ক্ষমতা কিন্তু কম নয়। কিন্তু তেনারা প্রয়োগ করেন না...

৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: বর্তমানে ত সব ক্ষমতার অধিকারী সিইসি। শুনলাম আজ পুলিশপ্রধানকে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার, মামলা দিতে বারন করেছেন। দেখা যাক

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনাকে বুঝতে হবে। উনি এখন প্রতাপশালী। এটার ব্যবহার করতে গিয়ে সরকারী দলের রোষাণলে পড়লেও উনাকে জনগণ সমর্থন দিবে...

৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চারদিন পূর্বে তাকে কেউ মনে করিয়ে দেয় নাই, এতে দোষের কি আছে ? ;)

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাক, এখন থে‌কে যেন ম‌নে থা‌কে...

৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

নজসু বলেছেন:


৩০ ডিসেম্বরের চমকের অপেক্ষায় আছি আমরা।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার আগেও অনেক চমক দেখা দিতে পারে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.