নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিসে এক মুরুব্বী শ্রমিক এসে জিজ্ঞেস করল, "ভারত-পাকিস্তান যুদ্ধ কি শুরু হয়েছে? বাংলাদেশ নাকি ভারতের সাথে থাকবে? পাকিস্তান বলেছে, বাংলাদেশ যদি ভারতের পক্ষে থাকে তাহলে আগে বাংলাদেশে আক্রমণ করা হবে! আক্রমণ তো করাই উচিত! মুসলিম হয়ে হিন্দুদের সাথে কীভাবে যায়?"
আমি তেনাকে শান্ত ভাবে জিজ্ঞেস করলাম, ভারতকে যে হিন্দুদের দেশ বললেন, ভারতে কি মুসলমান নেই? আপনি কি জানেন, ভারতে কয় কোটি মুসলমান আছে?
উনি বললেন, জানি না।
আমি বললাম, বাংলাদেশ ও পাকিস্তানের চেয়ে বেশী মুসলমান ভারতে আছে। ওরা কি মুসলমান নয়?
উনি চুপ করে থেকে বললেন, ও তাই!
উনাকে বললাম, ৭০ বছর একটা দেশে থেকেও(কাশ্মির) যদি সে দেশকে কেউ আপন করে না নিতে পারে, স্বাধীনতার জন্য তাকিয়ে থাকে আরেক দেশের দিকে তাহলে তাদের মাইর-ই খাওয়া উচিত।
উনি আমার সাথে আর এগুতে পারবে না বুঝে আমার অফিস থেকে বের হয়ে গেলেন...
২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখনও মাথায় আসেনি এসব...
২| ২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: শুধু ঐ মুরুব্বি কেন, এ দেশে বহু শিক্ষিত মুসলিমও ভুলে যায় ভারতে বাংলাদেশ ও পাকিস্তানের চেয়ে বেশি মুসলিম বাস করে। ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে এর প্রভাব যে বাংলাদেশেও পড়বে, সেটাও ভুলে যায়।
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশের বেশীর ভাগ মানুষ নিজের দেশ রেখে বাইরের দেশ বিশেষ করে ভারত পাকিস্তান নিয়ে বেশী গবেষণা করে...
৩| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১০
ঠাকুরমাহমুদ বলেছেন: কাশ্মীরের কি হবে জানিনা তবে বাংলাদেশ কাশ্মীর কাশ্মীর মুসলিম মুসলিম করে একটি জঙ্গি দেশে পরিনত হবে তাতে কোনো সন্দেহ নাই।
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে এ ব্যপারে...
৪| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: আপনি চমৎকার বলেছেন মুরুব্বীকে।
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ মন্তব্য'র জন্য...
৫| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তাদের জন্য মোনাজাত বেষ্ট অপশন। এরা মোনাজাতের মাধ্যমে দিন দুনিয়াবি হাছিল করে। মুখ দিয়ে বারো কূয়া মাটি কাটে, অথচ এদের কাজের বেলায় শূন্য।
#আমি কাশ্মীরি জনগণের পক্ষে।
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজ দেশের মানুষ নীরব দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে, সে দিকে তেনাদের খেয়াল নেই...
৬| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের দেশের বেশিরভাগ মুসলিমই ঘরের পাশের মুসলিমদের খুজখবর নেওয়ার প্রয়োজনীয়তা মনে করেন না।কিন্তু দেশের বাইরের মুসলিম নিয়ে সারাদিন হাউকাউ করেন।
শিক্ষা, ধর্মের সঠিক বোধ না থাকলে যা হয় আরকি!
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক বলেছেন...
৭| ৩১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে...
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
অনলাইনে রোহিঙ্গা প্রিতি দেখে মনে হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশের মুসলিম জামাই।
জামাই মাত্র চারটা রসোগোল্লা খেলেন? না না তাতো হবেনা আরো চারটা খেতেই হবে, আমার বাংলাদেশী মুসলিম আমাদের কতো নাম ডাক, কোনো কাগজে আরবীতে হাম্মাম(বাথরুম) লেখা থাকলে তার অর্থ না বুঝেই আমরা মাথায় নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পরি। আর আপনারা রোহিঙ্গা হচ্ছেন বাংলাদেশের আদরের জামাই !!! !!! !!! জামাইদের ভক্ষনপর্ব চলছে গপ-গপ-গপা-গপ, গপ
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা আদিখ্যেতা দেখাচ্ছে তাদের কথা বাদ দিলাম। যেসব মানবাধিকার কর্মী, এন জি ও ওদের জন্য মায়াকান্না করছে তারা যদি অন্তত একজন রোহিঙ্গাকে নিজের ঘরে/দেশে থাকার ব্যবস্থা করত তাহলে খুশী হতাম...
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১০
তন্ময় সাগর বলেছেন: অবস্থা আরো ভয়াবহ। আমরা যা ভাবছি। তার চেয়েও ভয়াবহ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি...
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
১৯৭২ সাল থেকে লেখাপড়া কেন যে ফ্রি করা হয়নি, আমি আজো কারণ বের করতে পারিনি।