নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বাঁচতে শেখাচ্ছে ‘মৃত্যুর অভিনয়’

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩



১. আজকের প্রথম আলো-তে এই শিরোনামের রিপোর্ট টা পড়লাম। মূল বিষয় হচ্ছে - দক্ষিণ কোরিয়াতে আত্মহত্যার হার অন্য দেশগুলোর চেয়ে দ্বিগুণ। তাদের তরুণদের মধ্যে হতাশাগ্রস্থ অনেক বেশী। তাই এই অভিনব পদ্ধতি(মৃত্যুর অভিনয়) শুরু করেছে একটি সংস্থা। তারা অংশগ্রহণকারীদের কৃত্রিম শেষকৃত্য আয়োজন করে থাকে। যেখানে নিজের কফিনে কিছুক্ষণ শুয়ে মৃত্যু চিন্তা করা যায়। আর এতে অবধারিত ভাবেই মনে একটা পরিবর্তন আসে। আত্মহত্যার প্রবণতা থেকে সরে আসা যায়। জীবনে ব্যর্থতা থাকলে নতুন ভাবে শুরু করার প্রেরণা পাওয়া যায়...

২. হুমায়ুন আহমেদ ছিলেন খেয়ালী। তেনার এক লেখায় পড়েছিলাম, তিনিও কোন এক সময় কারো জন্য খোঁড়া কবরে কিছুক্ষণ শুয়ে কিছু উপলব্দি করেছিলেন। তিনিও মৃত্যু নিয়ে সবসময় ভাবতেন। তিনি জীবিত থাকতেই তেনার ‍নুহাশ পল্লীতে একটা কবরের(সম্ভবত নিজের কবরের ডিজাইন করা) ছবি ছিল, যেটা তিনি বলেছিলেন ফান করে, নিজের কবর কেমন হবে তা জীবিত থাকতেই দেখার ইচ্ছে হিসেবে। বলা বাহুল্য তিনিও জীবনটা উপভোগ করেই গিয়েছিলেন...

৩. মৃত্যু অবশ্যম্ভাবী। কখন আসবে কেউ বলতে পারে না। এই যে গতকাল চট্টগ্রামে ৭ পথচারী অন্যের সৃষ্ট কারণে মারা গেল কিংবা নোয়াখালীতে মোটর সাইকেল আরোহী ৩ বন্ধু মারা গেল তাদের মনের অবস্থা কেমন ছিল আমরা কি একটু ভাবতে পারি না? তবুও কেন লোভ, ঘুষ, দুর্নীতি কমছে না? ইচ্ছাকৃত ভাবে পেঁয়াজের দাম বাড়িয়ে কয়েক হাজার কোটি টাকা যারা লুটপাট করল তারা কয় টাকা নিয়ে যেতে পারবে কবরে?

৪. যে কারণে এই পোস্টের অবতারণা সেটা বলি। দক্ষিণ কোরীয়রা এখন যেটা শুরু করেছে সেটা আমাদের ইসলামেরও শিক্ষা। তাও ১৪০০ বছর আগের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণের তাগিদ দিয়েছেন। হাদীসে আছে - ‘এক ব্যক্তি বললো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকদের মধ্যে অধিক বুদ্ধিমান, জ্ঞানী ও সতর্ক ব্যক্তি কে? উত্তরে নবীজী(ﷺ) বললেন, লোকদের মধ্যে যারা মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং তার জন্য যে সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে, সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান ও হুশিয়ার লোক। তারাই দুনিয়ার সম্মান ও পরকালের মর্যাদা উভয়ই লাভ করতে পারে।’

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৪

হাবিব বলেছেন: আত্মহত্যা করে শুধুমাত্র বোকারা।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক বলেছেন...

২| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: কোনো মানুষই শখ করে আত্মহত্যা করে না।
দক্ষিন কোরিয়ার মানুষরা বেশি ভালো আছে তো তাই তাদের গায়ে লাগছে না।

১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদের আত্মহত্যার পরিমাণ অন্য দেশগুলোর দ্বিগুণ। রিপোর্ট-এ লেখা আছে...

৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: জানলাম!

১৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.