নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

জাফর ইকবাল কেন সব সময় ট্রলিং এর শিকার হন?

১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮



১. জাফর ইকবাল স্যার বিজ্ঞান বই লিখেন নি। উনাকে সাইনবোর্ড হিসেবে রাখা হয়েছে সম্পাদনার জন্য, হয়তো বা অলংকার হিসেবে। তাই তেনার পক্ষে সব লেখা সার্চ করে মৌলিক কিনা বের করা সম্ভব না। যুগ যুগ ধরে যেসব বিজ্ঞান বই আমাদের স্কুল-কলেজে পড়িয়েছে, সেগুলোও কেউ না কেউ ইংরেজি বই থেকেই কপি বা অনুবাদ করেছে...

২. আসলে কোন এক ক্লাসের বিজ্ঞান বইতে সমকামিতা ও বিবর্তনবাদ নিয়ে লেখা হয়েছে। সেগুলো নিয়ে বিতর্ক ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেটা নিয়ে চর্চার মধ্যেই কেউ আবিস্কার করেছে ৭ম শ্রেণীর বিজ্ঞান বইতে গুগল ট্রান্সলেট করে ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইট থেকে লেখা কপি করে ছেপে দিয়েছে...

৩. আসলে উনাকে নিয়ে এই প্রতিবাদ বা ট্রলিং শুধুমাত্র এই ঘটনা বের হওয়ার কারণে হয়নি। এর সাথে আরো অনেক কিছু জড়িত। উনি হলেন, victim of the circumstance. অনেক কারণেই তা হতে পারে। যেমন -
* মুক্তিযুদ্ধে না গিয়েও মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করা
* ঢালাওভাবে আওয়ামী বিরোধীদের স্বাধীনতার বিপক্ষ শক্তি মনে করা
* উনি ধর্মহীন বা নাস্তিক যা আমাদের মুসলিম সমাজে গ্রহণযোগ্য নয়
* উনি ছাত্রলীগের প্রশংসা করে কলাম লিখেছেন
* উনি মাদ্রাসা বিরোধী
* উনি কট্টর আওয়ামী বুদ্ধিজীবি যিনি আজীবন ইসলামোফোবিয়ায় ভুগেন
* উনার বিজ্ঞান কল্পকাহিনীগুলোও বিদেশী অনেক গল্প, সিনেমা থেকে কপি করা
* উনি ড্রোন প্রকল্প, পিপিলিকা প্রকল্প ইত্যাদিতে ক্রেডিট নিয়েছেন অতীতে যা আদতে উনার পাওয়ার কথা ছিল না
* উনি বিতির্কিত ইভিএম-এর পক্ষে সাফাই গেয়েছেন
* লাস্ট বাট নট দি লিস্ট - উনি একজন আওয়ামী সুশীল যিনি জাতীয় ইস্যুতে গর্তে লুকিয়ে থাকেন...

৪. দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতায় নেই। তাদের সমর্থকরাও অনেকদিন ধরে নাখোশ। তাই এখন তারা নুরা পাগলাকে নিয়ে ক্ষমতায় যেতে চায়, যে কোন ছোট খাটো ইস্যুতে ফেসবুক যুদ্ধ, টক শো বিপ্লব ঘটাতে চায়। জাফর ইকবাল তার সর্বশেষ শিকার...

মন্তব্য ৫৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:


জাফর ইকবাল সাহেব শেখ হাসিনার "অন্ধ সাপোর্টার"; তিনি সঠিক সাপোর্টার হলে শেখ হাসিনাও উপকৃত হতেন, দেশের মানুষও উপকৃত হতেন।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্ধ সাপোর্টার হতে গিয়ে তিনি ছাত্রলীগের প্রশংসা করেছেন...

২| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:


উনার উচিত ছিলো, শেখ হাসিনাকে বুদ্ধি দেয়ার, কিভাবে ছাত্রলীগকে বিলুপ্ত করে, ওদেরকে আওয়ামী লীগে নেয়ার ব্যবস্হা করার জন্য।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি বুদ্ধি দিলে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে উনাদের মনস্তাত্বিক ভাবে খুব খারাপ সময় যায়...

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

গেঁয়ো ভূত বলেছেন: তিনি বইটি সম্পাদনারও দায়িত্বে ছিলেন সে হিসেবে তিনি ব্যার্থতার দায় স্বীকার করে নিয়েছেন। তবে বিতর্কিত ঐ অংশটুকু তিনি লিখেননি বলে জানিয়েছেন।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটু আগের খবর দেখলাম...

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

কামাল১৮ বলেছেন: বিবর্তনতত্ত্ব বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত সত্য।সমকামিতা জাতিসংঘ কতৃক স্বীকৃত।পৃথিবীর অনেক দেশই এটাকে অপরাধ মনে করে না।বিজ্ঞানের যে কোন বিষয় একই রকম হবে।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিবর্তনবাদ বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত সত্য নয়। সমকামিতা বিষয়ে লেখা মাধ্যমিকের বইয়ে দেয়া উচিত হয় নি...

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১০

চারাগাছ বলেছেন:
অনেক ক্ষেত্রেই জাফর ইকবাল স্যার কে অপদস্থ করা হয়।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার বিবিধ কর্মকান্ডও এর জন্য কম দায়ী নয়...

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৫

চারাগাছ বলেছেন:
উনার অবস্থান অন্যরকম হতে পারতো।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই। লোকজন জাতীয় ভাবে সেলিব্রিটিদের দলকানা হিসেবে দেখতে চায় না...

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৬

চারাগাছ বলেছেন:
উনার উচিত ছিল রুপপুর পরমাণু কেন্দ্র নিয়ে ভাবা।
ওয়াজেদ সাহেবের প্রকল্পে মাথা ঘামানো।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি বিজ্ঞানের চেয়ে রাজনীতি, মুক্তিযুদ্ধ, মৌলবাদ, ইসলাম, মাদ্রাসা, আওয়ামী লীগ নিয়ে বেশি চিন্তা করতেন...

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: জাফর স্যার ভাল মানুষ। লোভহীন একজন মানুষ। দেশের প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে।
এই টুকু আমি মনে প্রানে বিশ্বাস করতে চাই।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি সব কিছু সাদা চোখে দেখেননা। উনি দেখেন আওয়ামীলীগের চোখে...

৯| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: সোনাগাজী বলেছেন: জাফর ইকবাল সাহেব শেখ হাসিনার "অন্ধ সাপোর্টার"; তিনি সঠিক সাপোর্টার হলে শেখ হাসিনাও উপকৃত হতেন, দেশের মানুষও উপকৃত হতেন।

আমার মনে হয় জাফর স্যার শেখ হাসিনার সাপোর্টার নয়। উনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন। দেশকে ভালোবাসেন।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার কলাম নিয়মিত পড়লেই বোঝা যায় উনি কতটা অন্ধ...

১০| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
যুক্তিগুলো খুব সুন্দর হয়েছে।
একজন আওয়ামী বিরোধী হয়েও অযথা বিরোধীতা না করে সুন্দর সুন্দর পার্ফেক্ট যুক্তি তুলে ধরেছেন।
অন্ধ জাতীয়তাবাদিরা আপনার উপর ক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে।

১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছু নিরপেক্ষ দৃষ্টিতে দেখার মানসিকতা থাকতে হবে...

১১| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: উনার বিরুদ্ধে যে অভিযোগ এটা সত্য নাকি মিথ্যা। আপনি কী মনে করেন।

১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি নিজে লেখক ছিলেন না। উনি সম্পাদনায় ছিলেন। উনার পক্ষে সম্ভব না সব লেখা ক্রস চেক করা...

১২| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৬

বিটপি বলেছেন: বিবর্তনবাদ যদিও বিজ্ঞানসম্মত, সমকামিতা কোনভাবেই নয়। সমকামিতার প্রবণতা কোন বিজ্ঞানের বাবা দ্বারাও প্রমাণ করা যাবেনা। জাতিসংঘ স্বীকৃতি দিক আর যাই করুক - এটা একরকম যৌন বিকৃতি। এই জিনিস যদি পাঠ্যবইয়ে জায়েজ করা হয়ে থাকে - তবে জাফর ইকবালকে ট্রোল কেন, আমার মনে হয় চাবকানো উচিৎ।

১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাফর ইকবালকে বিবর্তনবাদ আর সমকামিতা বিষয়ক লেখার জন্য ট্রল করা হচ্ছে না। করা হচ্ছে অন্য একটা আর্টিকেল কপি করা নিয়ে। যদিও উনি সম্পাদক হিসেবে দুঃখ প্রকাশ করেছেন...

১৩| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮

বিটপি বলেছেন: কপি করে থাকলে তো আরও বড় অন্যায় করেছেন উনি। তার মত একজন ডক্টরেট ডিগ্রীধারী বিদ্বান বিজ্ঞানীকে পাঠপুস্তক সম্পাদনার দায়িত্ব দেয়া হয়েছে কি কপি করার জন্য? ওনার এত বড় মাথায় কোন গ্রে ম্যাটার নেই? আমরা ছোটখাটো ব্লগারেরা কোন ফেসবুক থেকে কয়েক লাইন কপি করলে সব শিয়াল একত্রে রা করে ওঠে। আর এতবড় জ্ঞানী মানুষ দু'কলম না লিখে যদি কপি করে মেরে দেয়, মানুষ এমনি এমনি ছেড়ে দেবে?

১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একজন বসের পক্ষে সম্ভব না তার অধীনস্তদের সকল কাজের প্রতি নজর রাখা...

১৪| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

জুল ভার্ন বলেছেন: আসলে উনার কোনো দোষ নাই, উনি সময়ের অভাবে বইটি না পড়েই সম্পাদনা করেছেন!

১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই। আর লেখা পড়লেও ক্রস চেক করার মত সময় উনার থাকার কথা নয়...

১৫| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি কি ওনার ছাত্র ? না উনি আপনার বস ? যদি না কোনটাই না তাহলে ছ্যার ছ্যার করছেন ক্যান ?
এখন আবার সাফাই গাইবেন না যে। স্যার এর বাংলা জনাব , জনাব হিসাবে সবাইকে স্যার বলা যায় ।

তৈলাক্ত লেহন ব্লগারদের মানায় না । ওনারা সেই পাবলিক , যুদ্ধের সময় যারা বুইডা দামরা থাকলেও ৭১ যুদ্ধে যায় নাই কিন্তু স্বাধীনতা ভাঙ্গিয়ে পূর্ণ ফায়দা লুটছে ।

আকাম কুকর্ম করলে , নিজের বাপের ও সমালোচনা হবে । শুনুন ভাই আমজনতা যতোই নির্যাতন আর অত্যাচারের শিকার হোক না কেন , সমাজের চাটুকারদের তারা খুব সহজেই চিনতে পারে ।

১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

১৬| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯

জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন: সেটাই। আর লেখা পড়লেও ক্রস চেক করার মত সময় উনার থাকার কথা নয়...

বুঝেছি- খুবই ব্যস্ত! একটা দলের বুদ্ধিজীবী কি এমনি এমনিই হয়েছে!

১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সারা জীবন গেল ইসলাম, মৌলবাদ, দাড়ি, টুপি, হিজাব, স্বাধীনতা বিরোধীদের কথা বলতে বলতে...

১৭| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৩

নীল আকাশ বলেছেন: আচ্ছা চুরি করার ব্যাপার কি এটাই উনার প্রথম? দিনের পর দিন বিদেশি লেখকদের সায়েন্স ফিকশন বই থেকে টুকলিফাই করে দেশে বই ছাপিয়ে যাচ্ছেন এটা অনেকেই জানে। এই চোর চুরি করবেই। কুত্তার লেজ কোনোদিনও সোজা হবে না।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগের ঘটনাগুলো(কপি) এখানে প্রভাব ফেলেছে অবশ্যই...

১৮| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯

রানার ব্লগ বলেছেন: সাখাওয়াত হোসেন বাবন @ একজন শিক্ষক কে স্যার বলাটা নিশ্চয়ই অসভ্যতা না নিতীবিরুদ্ধপূর্ন কোন কাজ নয় । আপনি যে জিঘাংসা নিয়ে কমেন্ট করেছেন তাতে মনে হচ্ছে ডঃ জাফর ইকবাল স্যার আপনার জনম জনমের শত্রু ।

উনি পুর্ন বয়ষ্ক হওয়া সত্বেও মুক্তিযুদ্ধে যান নাই ইহাই যদি আপনার জিঘাংসার কারন হয়ে থাকে তবে জানুন ওই সময় অনেক মানুষ মুক্তিযুদ্ধে যান নাই তারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়িয়েছে তাই বলে তারা রাজাকারিতে নামও লেখান নাই ।

বাংলাদেশে অনেক বিখ্যাত লেখক ইংরেজী সাহিত্য থেকে বাংলা অনুবাদ করে নিজের নামে বই প্রকাশ করেন তাদের বেলায় আপনাদের অবস্থান কই থাকে জানাবেন। যেমন ধরুন রাকিব হাসানের তিন গোয়েন্দা, কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা এর সবই ইংরেজী সাহিত্য থেকে হুবাহু টুকলিফাই। এরপরেও যদি আপনার সমস্যা হয় দয়া করে এমন একটা উন্নতমানের টুকলিফাই উপন্যাস আপনিও লিখুন দেখি কয়জন তা পড়ে ।

সমস্যা কি জানেন উনি আওমিলীগপন্থী একজন বুদ্ধজিবী । ওনাকে মারার কম চেষ্টা করে নাই জামাত শীবির । না পেরে অসভ্যের মতো দাত কেলীয়ে খ্যা খ্যা করেছে । ভাবখানা জামাত শীবির দুধে ধোয়া তারা মাত্র মঙ্গল গ্রহো থেকে নেমেছে । এমন কাজ তারা জীবনেও করে নাই । আজ যদি তিনি বি এন পি তথা খালেদা জিয়া ও তারেক চোর কে সাধুকুল শিরোমণি বলে বিবৃতি দেন দেখবেন কাল থেকে এই ব্লগে যাদের শারীরিক চুলকানী হচ্ছে তাকে নিয়ে তাদের সমস্ত চুলকানী নিমিষে খতম হয়ে যাবে ।

দেখুন এমাজুদ্দিন কে নিয়ে সোনাগাজী ভাইয়ের পোষ্টে যারা তাকে আহা উহু দিয়ে ভড়িয়ে দিচ্ছেন মহান পুরুষ বলে চোখের পানি ফেলছেন এই মহান পুরুষ তারা মেয়ে কে প্রথম শ্রেনী পাইয়ে দেবার জন্য রাস্ট্রবিজ্ঞান স্নাতকোত্তর পর্যায়ে সেই সালে ব্যাপক হারে প্রথম শ্রেনীতে পাশের রেকর্ড গরেন যার ফলে অদ্যাবদি রাস্ট্রবিজ্ঞান বিভাগে কেউই প্রথমশ্রেনী পাচ্ছেনা । কেনো পাচ্ছেন না আমি একজন কে জিজ্ঞাসা করেছিলাম তার ভাষয় ছিলো প্রথম শ্রেনী পাওয়ার একটা কোটা থাকে তা সেই সালে পুর্ন করে ফেলা হয়েছিলো যতো দিনে না সেই কোটা আবার স্বাভাবিক পর্যায় আসছে রাস্টবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে কেউই আপাততো প্রথম শ্রেনী পাচ্ছে না। ভাবুন এমাজুদ্দিন কি কাহিনী করে রেখেছেন তার নিজের স্বার্থে।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমাজুদ্দিন আহমেদ বা জাফর ইকবাল রা এত বেশী দলের প্রতি অনুগত হয়ে যায়, তখন বিরোধী পক্ষ তাদের নূন্যতম সম্মান আর দিতে চায় না...

১৯| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১

শেরজা তপন বলেছেন: হুমায়ুন আহমেদ উনার ভাই হওয়াতে লাভ লস দুটোই হয়েছে। সেটা না হলে উনাকে এত মানুষ চিনত না এবং চিল্লা হল্লা ও করত না নিশ্চিত।
ভাল মন্দ মিলিয়েই মানুষ। উনাকে বরাবর ভাল মানুষ হিসেবে জেনে এসেছি- ভাল মানুষ হিসেবেই মনে থাকুক।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মীয় কারণে উনাকে সাধারণ জনগণের অনেকে পছন্দ করেনা...

২০| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: জাফর স্যার একজন উন্নত মানুষ। উন্নত চিন্তার অধিকারী। উনি কোনো অন্যায় করতে পারেন না।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে কোন মানুষই অন্যায় করতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই...

২১| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩

কলাবাগান১ বলেছেন: ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় জাতীয় লোকজন যখন কোয়ান্টাম ফিজিস্ক জানা প্রফেসর এর বিরূদ্ধে লাগে, তখন বুঝতে ভুল হয় না আসল দ্বন্ধ টা কোন জায়গায় অন্তত জ্ঞানের জায়গায় না। .তাদের তো জ্ঞানের লেভেলে দ্বন্ধ করার ও সমর্থ তো থাকতে হবে, তাই এসব মুর্খদের অস্ত্র হয়ে দাড়ায় ব্যক্তিগত আক্রমন, খিস্তিখেউড়....উপাধি- "গর্ত থাকা মানুষ"

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

২২| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: মানুষ নিজেকে যতই জ্ঞানী-ক্ষমতাশালী দেখাক/ভাবুক না কেন, কোন কোন সময় পরিবেশ/পরিস্থিতি চোখে আংগুল দিয়ে তার
সীমাবদ্ধতা সম্পর্কে দেখিয়ে দেয়।

জাফর ইকবাল তার সর্বশেষ উদাহরন।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

২৩| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৯

নীল আকাশ বলেছেন: চোরকে চোর বললে যদি কারো গায়ে লাগে তাহলে তার ভেতরেই চৌর্যবৃত্তিক মনোভাব লুকিয়ে আছে।
সুযোগ পেলেই এই কাজ করবে। এর জলজ্যান্ত প্রমান হলো ১৮ নাম্বার মন্তব্য। সব রসুনের গোড়া একই জায়গায় থাকে।

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি চৌর্যবৃত্তি ছাড়াও আরও অনেক কারণে অনেকের কাছে প্রিয়পাত্র নন...

২৪| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৬

রানার ব্লগ বলেছেন: কাজী আনোয়ার হোসেন এর মাসুদ রানা, রকিব হাসানের তিন গোয়েন্দা। কি ধরনের বাংলা উপন্যাস?!

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওসব বইতে লেখা থাকে 'বিদেশি গল্প অবলম্বনে'...

২৫| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৮

নূর আলম হিরণ বলেছেন: কপি ছাড়া ডক্টর জাফর ইকবালের কয়েকটি স্টেটমেন্টের কথা বলুন, যেটা শোনার/পড়ার পর মনে হবে উনি ভালো মানুষ নন।

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পোস্টে কয়েকটি পয়েন্ট উল্লেখ করা আছে...

২৬| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: মানী লোককে সম্মান করতে হয়।
দূর্নিতিবাজদের বকুন। গালি দেন। কোনো সমস্যা নাই।

২৭| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১২

শিশির চৌধুরী বলেছেন: Click This Link

২৮| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

শিশির চৌধুরী বলেছেন: * নিজে মুক্তিযুদ্ধ নিয়ে এত এত বুলি কপচালেও নিজে যুবক হওয়া সত্বেও যুদ্ধে যান নি বরং গর্তের মধ্যে সেচ্ছাবন্দী ছিলেন তার অগ্রজ হুমায়ুন আহমেদ অন্তত নিজের আত্মজীবনিতে নিজের অপারগতার কথা স্বীকার করেছেন তবে জাফর ইকবাল কোথাও করেছেন বলে জানি না । হুমায়ুন আহমেদের একাধিক বইতে তার এই গর্তজীবি হওয়ার কথা উল্লেখ আছে। হুমায়ুন আহমেদ লিখেছিলেন, "১৬ ডিসেম্বর, ভোর। ১৯৭১। আমার বুক ধক ধক করছে। বাজিছে বুকে সুখের মতো ব্যথা। বিশ্বাসই হচ্ছে না, আমরা স্বাধীন। এখন আর মাথা উঁচু করে হাঁটতে সমস্যা নেই। নিজের দেশের মাটি/দবদবাইয়া হাঁটি। আমি দবদবিয়ে হাঁটার জন্যে বের হলাম। প্রথমে খুঁজে বের করতে হবে আমার ছোট ভাইকে (জাফর ইকবাল)। শুনেছি, সে যাত্রাবাড়ীতে আছে। গর্তে বাস করে। যাত্রাবাড়ীতে আমার দূরসম্পর্কের এক মামা বাড়ির পেছনে গর্ত করেছেন। তিনি তাঁর স্ত্রী এবং দুই ছেলে নিয়ে গর্তে বাস করেন। জাফর ইকবাল যুক্ত হয়েছে তাদের সঙ্গে"। - কত না অশ্রুজল।

* রাজাকারদের নিয়ে এত এত লেক্চার দিলেও নিজে কখনো এটা acknowledge করেন নি যে তার নিজের নানা এক্জন রাজাকার ছিলেন । এ সংক্রান্ত একাধিক বর্ননা আছে তার ভাই হুমায়ুন আহমেদ আর তার মা আয়েশা ফয়েজের লেখা আত্মজীবনীতে ।

* কোটা সংস্কার আন্দোলনের সময় তার ভুমিকা। কোটা আন্দোলনের ছাত্ররা ন্যায্য দাবীর জন্য রাস্তায় নেমে আন্দোলন করলে জাফর ইকবালের মানুষের দুর্দশার কথা মাথায় আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার অনুষ্ঠানে জাফর ইকবাল যখন সহরোওয়ার্দী উদ্যানে আকাশ বাতাস প্রকম্পিত করে জয় বাংলা স্লোগান দিছিলেন, ঠিক সেই সময়ে বাংলামোটরে প্রচণ্ড জ্যামের মধ্যে ছটপট করছিলো একজন প্রসূতি মা। এমন ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদ দেশের বিবেকবান সকল মানুষ করলেও, জাফর ইকবাল সেদিন ব্যাস্ত ছিলেন "বঙ্গবন্ধু উপর থেকে আমাদের সব অর্জন দেখছে" কলাম লিখায়

* সরকারের তোষামোদিতা আর আওয়ামি সরকারের অন্যায় দেখেও না দেখার ভান করা । তার নিজের স্ত্রী যখন ছাত্র লীগের বখাটে ছেলেদের দ্বারা আক্রান্ত আর লাঞ্ছিত হয় আর বিশ্ব বিদ্যালয় তাদের বিরুদ্ধে ব্যাব্স্থা নিতে গেলে যখন তাদের লীগ পরিচয় জানা যায় তখন তাদের বিরুদ্ধে ব্যাব্স্থা না নিয়ে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে বোঝাতে চান

* সবাইকে নিজের ভাষা সংস্কৃতির গুরুত্ব আর English medium এর নিয়ে ক্ষতিকর দিক নিয়ে লেকচার দিলেও নিজের সন্তানদের পরিয়েছেন সেই স্কুলে । এমন কি শোনা যায় যে নিজের ছেলে ও মেয়ে কেউই ঠিক মতো বাংলা বলতে পারেনা

* সন্তান দের বিদেশে পড়াশোনা ও শেখানে স্থায়ীভাবে বাস করার বিপক্ষে একাধিক কলাম লিখেও আবার তার নিজ সন্তানরা বিদেশে settled. ইন ফ্যাক্ট সানন্দে তার মেয়ের বিয়ে দিয়েছেন একজন আইরিশ ছেলের সাথে । কোমলমতি বাচ্চাদের ঘৃনা আর জাতিবিদ্বেষ শেখান এই বলে যে প্রতিবার পাকিস্থান নাম উচ্চারন করলে যেন তারা দাত মেজে নেয় । পাকিস্থানি ছেলে হলে নিশ্চিত হার্ট এ্যাটাক করবেন যিনি, ১৯০ বছর ধরে আমাদের পুর্ব্পুরুষদের নির্যাতন আর হত্যাকারীদের সাথে সম্পর্ক করতে তার চেতনা নষ্ট হয় না !

* জাফর ইকবাল তাঁর বিবেক বন্ধক রেখে, মুক্তিযুদ্ধের চেতনা নামের এক কালী দিয়ে কলাম লিখেন একটি স্বীকৃতি প্রাপ্ত স্বৈরাচার সরকারের জন্য। তাই উনার লিখায় কেবল স্বৈরাচারের স্বার্থ উঠে আসে, উঠে আসে নিজের স্বার্থের কথা। যেখানে উনি উল্লেখ করেন না, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে এখন ভিক্ষা করা বীর আব্দুর রাজ্জাক শেখের কথা। সেখানে উনি কোনদিন উল্লেখ করে না স-মিলের ভ্যান চালিয়ে সংসার চালানো বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.