নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

সময়ের ব্যবধান ৮০ বছর...

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০২




১. হিটলার এন্ড দি নাজিস - এভিল অন ট্রায়াল সিরিজটা শেষ করলাম গত সপ্তাহে। ১৯৪৫ সালের এপ্রিলের শেষ দিকে জার্মানী যখন একের পর এক যুদ্ধে হারতে লাগল। হিটলার তখন তার বাংকারে। তার অফিসার দের মধ্যে কয়েকজন তাকে বোঝালো জার্মানী পরাজিত হবে। আত্মসমর্পণ করতে। কিন্তু হিটলার তখনও মনে করতেন, জার্মানী যুদ্ধে জয়ী হবে...
২. ভাগ্যের কী নির্মম পরিহাস! সিরিজের শেষ পর্ব দেখার ১ সপ্তাহ পর বাস্তব সময়কাল হিসেবে প্রায় ৮০ বছর পর অন্য এক দেশের প্রায় হিটলারকেও তার উপদেষ্টারা বোঝানোর চেষ্টা করেছিল, তার পরাজয় হবে। কিন্তু তিনি তখনও মনে করতেন, তেনার কিছু হবে না...
৩. আসল হিটলার অবশ্য সবার কাছ থেকে শেষ বিদায় নিয়ে নিজে আত্মহত্যা করে সবাইকে পালানোর কিংবা আত্মসমর্পনের জন্য মানসিকভাবে প্রস্তুত করে যান। কিন্তু নকল হিটলার ২/৩ ঘন্টা আগেও তার অনুসারীদের জানতে দেয়নি, তিনি পদত্যাগ করছেন। কারণ, তিনি কারো কথা শুনছিলেন না। পরে ছোট বোন আর ছেলের কথায় রাজি হন দেশ ছাড়তে। যদিও তখন ভাষণ রেকর্ড করাতে চেয়েছিলেন, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৭

রানার ব্লগ বলেছেন: আরে দেশে কোন বড় দরের আলীগ নেতা নাই। এরা নিজেদের পিট বাচাতে আবল তাবল বকছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসল ঘটনা জানা যাবে হয়তো ২০/২৫ বছর পর...

২| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৩

রানার ব্লগ বলেছেন: নাহ, অতো সময় লাগবে না। আসল ঘটনা অল্পদিনেই প্রকাশ পাবে। ক্ষমতা মানুষ কে অন্ধ করে, অন্ধ মানুষের কাছে হাতিও যা পিপিলিকাও তাই।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইতিহাসের বড় শিক্ষা হল, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না...

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২

মেঠোপথ২৩ বলেছেন: প্রথমালোতে পড়লাম যে, উনি আর্মির উপড়ে বেজায় নাখোশ। পুলিশ বাহিনী তার হুকুম পালন করেছে , কিন্ত আর্মিকে এত কিছু দেয়ার পরেও তারা হুকুম তালিম করছে না !! আসলে গত কয়েকদিনের আন্দোলনে এটা পরিষ্কার বোঝা গেছে যে আর্মির সৈনিকেরা পুলিশের মত ছাত্রদের বুকে গুলি ছুড়তে রাজী না।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা বরাবরই প্রমাণিত, তুলনামূলকভাবে বেশী দেশপ্রেমিক হল আমাদের সেনাবাহিনী...

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৯

সোনাগাজী বলেছেন:



উনি এসেছিলেন শেখের হত্যাকারীদের ঝুলাতে, কিন্তু আওয়ামী লীগের লোকজন অসৎ হয়ে উনাকে বেশী সময় ধরে রেখে দিয়েছিলো

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অতীত থেকে কেউ শিক্ষা নেয়নি। উনি ভেবেছিলেন চীন, উত্তর কোরিয়া ফর্মূলায় দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন। তবে শেষ বিদায় বাদ দিলে উনার রাজনৈতিক অর্জন কম নয়। পিতার খুনীদের তো ফাঁসি দিয়েছেন, তার উপর প্রধান শত্রু বিএনপি-কে ১৫ বছর চ্যালেঞ্জ জানাতে দেননি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.