নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

উত্তর কোরিয়ার গণতন্ত্র...

১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৬



১. উত্তর কোরিয়ায় অনেক বছর আগে গণতন্ত্র ছিল। তখন ভোট দিয়ে পছন্দের দলকে ক্ষমতায় নিয়ে আসা যেত। যদিও কারচুপিও হত কম বেশী। তবে জনগণ রায় মেনে নিত। যাই হোক, তখন হরতাল, অবরোধ খুব কঠোর হত। এক দল, আরেক দলকে সৎ ভাইয়ের মত দেখত। ক্যাম্পাসে প্রায়ই মারামারি হত। এসব দেখে সুপ্রীম লিডার কিম জং উন-এর খুব চিন্তা হত। তিনি চিন্তা করলেন, কেমন হবে যদি গণতন্ত্রই না থাকে! মানে নামে থাকবে গণতন্ত্র, কিন্তু ভেতরে ভেতরে চলবে এক দলের শাসন...
২. তেনার চিন্তার ফসল থেকেই তিনি দেশ চালানোর সময় ভিন্নমতকে কঠোর ভাবে দমন করতে থাকেন। তেনাকে সমর্থন দেয়ার সব ম্যাকানিজম যথা বিচার বিভাগ, পুলিশ, আর্মি, আমলা, ব্যবসায়ী সব ক্ষেত্রে তিনি নিজের লোকদেরই বসান। যার ফলে ১৫ বছর ধরে দেশে এক রকম শান্তিই বিরাজ করছে…
৩. হরতাল কেউ মানে না, অবরোধ কেউ মানে না। ক্যাম্পাসে মারামারি নেই। সাথে আছে উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। ভালই চলছিল সব। দীর্ঘদিন কোন চ্যালেঞ্জ না ঠেকাতে ঠেকাতে কিম জং উন-ও নিজেকে নির্ভার মনে করতেন। সেই সাথে তেনার দলের নেতা কর্মীরাও বিপক্ষ দলের কাউকে আর হুমকি মনে করতেন না…
৪. কিন্তু সব উলট পালট হয়ে যায় কিছু প্রতিবাদী ছাত্রের মৃত্যুর পর। তাদের সাথে বিপক্ষ দলের লোকরাই হোক, স্যাবোটাজ ওয়ালারাই হোক, প্রতিশোধ পরায়ণ ছাত্র জনতাই হোক যোগ দেয়াতে কিম জং উন-এর হিসাব ভুল হতে শুরু করে। নিজ দলের ছাত্র নেতারা তো মার খাওয়া শুরু করেছেই, তার সাথে বড় নেতা, বুদ্ধিজীবি সব গর্তে লুকালো। অবস্থা বেগতিক দেখে কিম জং উন আর তেনার নেতারা ছাত্রদের সব দাবী মেনে নিল। তবে দেশের অবস্থা যাতে আরো খারাপের দিকে না যায়, সেজন্য কারফিউ দিল আর ইন্টারনেট বন্ধ করে দিল। খুবই বিচক্ষণ সিদ্ধান্ত। প্রায় ১ সপ্তাহ পর ইন্টারনেট ফেরত এল। এখন সব স্বাভাবিক হতে শুরু করেছে…

(লেখাটি ৫ আগস্টের ৩/৪ দিন আগে লিখেছিলাম। কিন্তু ভয়ে পোস্ট করিনি)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৭

আহলান বলেছেন: আমদের ভাবনাতেও ছিলো দেশ উত্তর কোরিয়ার স্টাইলে চলতে যোচ্ছে ...



১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ পরপর ৪ বার আসার মত দল না, বিএনপি পরপর ৪ বার হারার মত দল না...

২| ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৪

ডার্ক ম্যান বলেছেন: হামিদ কারজাইয়ের আফগানিস্তানে স্বাগতম

১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.