![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা - - -
আমি তোমায় ভালোবাসি - - -
চিরদিন তোমার আকাশ,
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে - - -,
ও মা আমার প্রাণে বাজায় বাঁশি।
সোনার বাংলা - - -
আমি তোমায় ভালোবাসি - - -
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে
পাগল করে - - - -
মরি হা য়, হায় রে
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে -
পাগল করে - - - -
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কি দেখেছি - -
আমি কি দেখেছি মধুর হাসি।
সোনার বাংলা - - -
আমি তোমায় ভালোবাসি - - -
কী শোভা, কী ছায়া গো -
কী স্নেহ, কী মায়া গো -
কী আঁচল বিছায়েছো বটের মূলে,
নদীর কূলে কূলে - - -
মা তোর মুখের বাণী আমার কানে লাগে -
সুধার মতো - - - -
মরি হা য়, হায় রে
মা তোর মুখের বাণী আমার কানে লাগে -
সুধার মতো - - - -
মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়ন - -
ও মা আমি নয়ন জলে ভাসি।
সোনার বাংলা - - -
আমি তোমায় ভালোবাসি - - -
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০৫
জংলী বিড়াল বলেছেন: সাধারন মানুষকে রাজনীতিবিদ বানিয়ে দিলে মনে হয় বিষয় টার সমাধান হয়ে যায় ।
২| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫
গোবর গণেশ বলেছেন: ভাই একটু রিমিক্স কইরা কিছু ইকো লাগায়া রিভার্ব দিয়া আধুনিক কইরা দেন, তাহলে তথাকথিত সভ্য/আধুনিক জেনারেশন প্র্যাকটিস করতে সুবিধা হবে।
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০৫
জংলী বিড়াল বলেছেন: তথাকথিত সভ্য/আধুনিক জেনারেশনের নিকুচি করি ভাই !!!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৪
হাসিব০৭ বলেছেন: এগুলো একজন সাধারন মানুষ ভালই পারে, পারলে এগুলো একটু রাজনীতিবিদদের শিখান