![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবিন্দু আলোক রশ্মি, চারপাশে বিস্তৃত ধুম্রজাল এর পথ ধরে জীবনের গন্তব্য খুজতেই বাতাসে মিলিয়ে যায়, যেন তার কোনো অস্তিত্ব কখনোই ছিলনা। মনে হয় কল্পনাই ছিলো সেই আকাবাকা পথগুলো। জীবন আসলেই মনে হয় হয় তেমনি । একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবোনা। অতীতের জন্য আফসোস করে করে, ভবিষ্যতের সুন্দর সোনালি স্বপ্ন দেখে, অজানা অন্ধকার পথে বর্তমানের বোঝা বয়ে চলার নামই বোধহয় জীবন। একমাত্র বাধা, তাও আবার অজানা অনিশ্চিত, যায় নাম মরন। ইহাই সত্য, বাস্তব। মৃত্যুর কাছে জীবন বড়ই অসহায় ।
বর্তমান যেন একটি যুদ্ধক্ষেত্র, সমগ্র প্রতিকুলতার বিরুদ্ধে আমি ক্লান্ত সৈনিক । ভবিষ্যতের অনিশ্চিত দুশ্চিন্তা .....দুর্বিষহ । ধরনী কারাগারে আমি কারাবন্দি ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬
ইনজামইফরাদ বলেছেন: মৃত্যুর কাছে জীবন বড়ই অসহায় ।