নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাস্ত মাথা!!

রহস্যের সন্ধানে .............

বিদ্রোহী অন্তর

সময়ের প্রতিবাদ

বিদ্রোহী অন্তর › বিস্তারিত পোস্টঃ

তীব্র প্রতিবাদ

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৬

শুনলাম স্টার জলসা, জি-বাংলা নাকি বন্ধ হতে যাচ্ছে । স্টার জলসা এবং জি-বাংলা এর মত আত্মঘাতি, সংসারঘাতি, সমাজঘাতি নৈতিক ব্যধিতে আক্রান্ত, ময়লা ভর্তি টিভি চ্যালেনের বন্ধের আভাস পেয়েও ভক্তনারীরা লজ্জ্বায় চুপটি করে আছে ।

কারন এই ডাস্টবিন মার্কা সিরিয়ালের পক্ষে নেমে কোনো ডাষ্টবিন মার্কা নারী তার ডাষ্টবিনীয়তা জনসম্মুখে প্রকাশ্যে আনতে চায় না ॥



অপরদিকে,

আমার ধারনা, যে, সকল

স্ব-পরিচালক পুরুষগন উল্লাস প্রকার করেছে এবং জোর আবেদন করিতেছে ।

এবং ইতিমধ্যেই অনেক সারা পাওয়া গেছে, যা শুরু হয়েছিল অনেক আগেই !



প্রিয় মা ও বোনেরা,

চোখের কোনা থেকে স্টার জলসা, জি-বাংলার লোগোটি মুছে ফেলুন ।

আপনি যা কিছু দেখতেছেন সব কিছু সিরিয়লের ঘটনার অনুরুপ প্রত্যাশা করেন ।

শুনেন,

বিনোদনের জন্য জীবন নয় ।

আর জীবনের জন্যও বিনোদন নয় ॥

এটা জীবনের কোনো অংশই না ।

অথচ এই অনর্থক একটা বিষয়ের জন্য, নারী আজ জীবন বিসর্জন দেয় !!

তারা ভাবলো যে এই অংশটা না থাকলে জীবনের কোনো অস্তিত্ব নেই ।

চিন্তা করতে পারেন? যে তারা নিজেদের অস্তিত্বকে কতটা নিচে নামিয়েছে ?

একটা ড্রেসকে যেই পরিমান মূল্য দিলো, জীবন টাকে সেই পরিমান মূল্য দিলো না ।

ছিহ্ঃ !!

ধিক্কার ঐসকল নারীকে, যারা নিচে আবর্জনা স্তুপ দেখে ছাদ থেকে ঝাপদেয় ঐই স্তূপে পড়ার জন্য !

আর আপনারা তো সমান অধিকার চান তাই না ? আগে রুচি এবং মানসিকতা সমান করেন ।

আল্লাহ আপনাদের কি পরিমান অধিকার দিয়েছেন তা আল-কুরআন খুলে দেখে নিন ।

আর যদি অবিশ্বাস করেন তাহলে আপনি....?





আপনি চার দেয়ালের মধ্যে বসে সিরিয়াল দেখেন ।

আর আপনার হাজব্যান্ড ??



সেটা আর নাই বললাম ।



আর দেশীয় টিভি চ্যানেল গুলোকে অনুরোধ, আপনারা বিজ্ঞাপন একটু কম করে দেন ।

আপনারা যে পরিমান বিজ্ঞাপনদেনm, তাতে মনে হয়, শুধু বিজ্ঞাপন দেখার জন্যই মানুষ টিভি দেখতে বসে !! টিভি চ্যানেল যে একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেইটাই আপনারা ভুলে গেছেন অলরেডি ।

টিভি চ্যানেল কিছুটা হলেও দর্শকদের কাছে দায়বদ্ধ বলে আমি মনে, যদিও এই বিষয়ে বেশি কিছু জানি না, তার পরেও বললাম ।

আর আপনারা সেই দায়বদ্ধতা দর্শক এর

ঘাড়ে চাপিয়ে, দর্শকের প্রাপ্য সেবা কেড়ে নিলেন ।

তাহলে কি দাড়ালো ?

আমরা আপনাদেরকে সেবা দেয়ার জন্য দায় বদ্ধ !

ঘটনাটা উল্টা লাগতাছে নাহ্??



ঘটনা ঠিক আছে ॥

অনেকের কাছেই সিরিয়াল দেখার কারন জানতে চেয়ে জানতে পারলাম যে, বেশি বিজ্ঞাপন দেয়া এবং নারীদের উপযোগী সময়ে অনুষ্ঠান না দেয়ার কারনে তারা সিরিয়াল দেখে ॥



আর কি ভাবছেন?

পাখি ড্রেস কিনবেন ?

আপনার হাজব্যান্ড আছে ??

সে কিনে দিতে চাচ্ছে না ॥

তার মানে সে দেখতে চাচ্ছে না ॥

তাহলে আপনি তার চেয়েও প্রিয় কাকে দেখাবেন পাখি ড্রেসের মোড়কে মোড়ানো মানুষটাকে ?

পুরুষকে বিপথে নেওয়ার জন্য সেই সৃষ্টির শুরু থেকেই শয়তান ব্যবহার করে আসছে নারী ॥

আমাদের দেশে অনে---ক বড় বড় মাথাওয়ালা মানুষ আছে ।

সুতরাং এই গন্ড মুর্খের কথা আমলে নিবেন না দয়া করে ॥॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.