![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্য নতুন পুরাতন আছে নাকি ?
সব কিছুই আগের মতো আছে ।
শুধু আমরা বোকারা মনে করি যে স্বপ্ন, আশা, ভরসা নতুন করে শুরু হয়েছে ।
আমি তো দেখি কোনো কিছুই নতুন না ।
কালকের বাজার আজকে রান্না করে
খেলাম ।
লুঙ্গী ঘুমানোর আগে যেটা পরেছিলাম সকাল বেলা সেইটা পরেই ঘুম থেকে উঠলাম ।
শুধুই আমরা বলি নতুন দিন, নতুন আশা এই সেই নানান ধরনের টাল বাহানা ।
কোনো কিছুই কি আসলে নতুন করে শুরু হয়েছে আজকে ??
আমাদের জীবন কি গত বছরের সকল ঘটনার ফলাফল মুক্ত হতে পেরেছে ?
যদি তাই না হয়,
তবে পুরাতন পৃথিবীটার এক অংশে লাল নীল বাতি জালাইয়া কেনো বলে বেড়াই এইটা নতুন দিন !
পহেলা বৈশাখে বাংলা বর্ষকে সাজাই কুমারি নারী হিসেবে, আর সারা বছর ধর্ষন করাই ইংরেজী বর্ষ দিয়ে ।
আবার পহেলা বৈশাখে বাংলা বর্ষ হয়ে ওঠে কুমারি নব বধু ।
এই দিনে পাপের পরিমানটা অনেক বেশীই হয় । সৃষ্টির শ্রেষ্ঠ জীব কি এতটাই বোকা যে তারা ভেবে থাকে এতো পাপের বিনিময়ে তারা মঙ্গল প্রাপ্ত হবে ?
বৈশাখের নক্ষত্র বিশাখা, হিন্দুদের মঙ্গল দেবতার প্রতি কি আমরা এতোটাই ভরসা করি ?
যে তার উদয় হলে মঙ্গল কামনাকারীদের মঙ্গল হবে ?
মঙ্গল শোভা যাত্রা তো প্রতি বছরই করি, বিশেষ কোনো পরিবর্তন তো দেখি না ।
শুধু শুধুই এই দিনে কুফরি শিরকের মত বড় পাপ করি ।
সন্ধার পরে মঙ্গলকামীদের যদি জিজ্ঞাস করা হয়, তোমরা কি প্রাপ্ত হইয়াছো ?
তারা কি উত্তর দিতে পারবে ?
না....
কিন্তু আমি উত্তর দিতে পারবো যে, তোমরা অমঙ্গল প্রাপ্ত হইয়াছো ॥
©somewhere in net ltd.