|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমরা সবাই জানি রাষ্ট্রের মৌলিক ৩টি অবকাঠামোর অন্যতম এবং গুরুত্বটি হলো বিচার বিভাগ। যার স্বাধীনতা নিয়ে উচ্চকন্ঠ সবাই। আমরাও জানি মানি এবং বিশ্বাস করতে চাই এটি প্রকতৃই একিট স্বাধীন প্রতিষ্ঠান।
এবার খবরটি দয়া করে পড়ুন।
র্যাবের বিরুদ্ধে মামলা নিতে বলার পরদিন বিচারক ‘প্রত্যাহার’
র্যাবের বিরুদ্ধে হত্যামামলা গ্রহণের আদেশ দেয়ার পরদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহারকে আমলি আদালত থেকে প্রত্যাহার করা হয়েছে। বিস্তারিত  
আমরা কি এখনো আমাদের বিশ্বাসে দৃঢ় থাকতে পারি?
সবসময় বলে আসা বিচার বিভাগের উপর সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপের বিষয়টি কি এইরকম সংবাদে আরো উচ্চকন্ঠ হয় না?
এইরকম ঘটনা কি বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে না????
আমরা আস্থার জায়গাটুকু ফেরত পেতে চাই। প্রশ্নহীন। দ্বিধাহীন। শংকাহীন। খুব বেশী কি চাওয়া আমজনতার?????
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ০৭ ই জুন, ২০১৪  বিকাল ৪:৪০
০৭ ই জুন, ২০১৪  বিকাল ৪:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ২৪ ঘন্টা পেরিয়ে পরে পেলাম সাহসী একজন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হ্যাঁ.... তিনিই বলেছিলেন!!
২|  ০৮ ই জুন, ২০১৪  রাত ১২:১৫
০৮ ই জুন, ২০১৪  রাত ১২:১৫
মাহাদি হাসান বলেছেন: ক্ষমতা মানুষকে বিকারগ্রস্থ করে দেয়, প্রতিহিংসা ক্ষনস্থায়ী কিন্তু তারপরও "ক্ষমতা" তাকে ক্ষনস্থায়ী দানবীয় উন্মত্তাকে সম্পাদনে উৎসাহিত করে যায় প্রতিক্ষন। ঠিক তখন শুনবেন ক্ষমতাবানের কাছে থেকে " আই ডোন্ট কেয়ার"।
  ০৮ ই জুন, ২০১৪  বিকাল ৫:০৬
০৮ ই জুন, ২০১৪  বিকাল ৫:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এ নয়তো আর কি? ধন্যবাদ আপনার বিশ্লেষনের জন্য।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৪  রাত ১২:২০
০৭ ই জুন, ২০১৪  রাত ১২:২০
ঢাকাবাসী বলেছেন: কে যেন বলছিল 'আদালত... আই ডোন্ট কেয়ার!'