নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া নিয়ন্ত্রনে শতভাগ সফল সরকার! শংকায় দেশ জাতি আমজনতার ভবিষ্যত!

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮

দেশের প্রধানতম নিয়ন্তা এখন মিডিয়া! প্রিন্ট বা ইলেকট্রনিক- আমাদের মিডিয়া নির্ভরতা অনেক বেশি আগের চেয়ে। আবার মিডিয়া চাইলে অনেক পরিবর্তন সম্ভব আগে পরে আমরা দেখেছি। ইতিহাসে দেখেছি মিডিয়ার প্রতি সরকারের ভীতি থেকে দাসানুদাস চার মিডিয়া বাদে সবগুলোকে বন্ধ করে দিতে।



তবে এবার চমক নি:সন্দেহে ভিন্ন। ৭২-৭৫ এর ভুল গুলো ডিজিটালি মডিফাইড করে ঐ একই কাজ বা তারচে বেশি হচ্ছে কিন্তু সফট ভাবে! ফলে মানুষ শুধুই বিস্মিত হচ্ছে! প্রতিক্রিয়াও যেন স্তব্দ হয়ে গেছে।



বিগত আওয়ামী আন্দোলনে মিডিয়া ট্রিটমেন্ট, গত বিএনপির আন্দোলনে সময়ের মিডিয়া ট্রিটমেন্ট তুলনা করলেই অনেক কিছু পানির মতো স্পষ্ট হয়ে যায়। আর তাইতো সরকারে অগ্রিম প্রতিরক্ষা নীতিতে যেমন আসছে সম্প্রচার নীতিমালার নামে মিডিয়া নিয়ন্ত্রনের কালা-কানুন, তারচে চমকপ্রদ নিউজ হচ্ছে অনুদান পাচ্ছেন ১৫৩ সাংবাদিক http://www.pressbarta.com/archives/7428

নগদ এক লাখ করে বিশেষ শ্রেণী এবং নগদ পঞ্চাশ হাজার করে বাকীরা এই টাকা পাচ্ছেন। কথা হচ্ছে এই নিউজটা নিয়েই।



না। তাদের অনুদানে কারো কোন আপত্তি নেই। মানুষের দুরবস্থায় মানুষ অনুদান গ্রহন করতেই পারে। সাহায্য সহযোগীতা মানবতার উত্তততম কাজ সমূহের অন্যতম। কিন্তু তা যখন ব্যাপক এবং গণহারে একটা বিশেষ শ্রেণির বিশেষ অংশকে বিশেষ উদ্দ্যেশ্যে প্রদান করা হয় তখন আমজনতা ভ্র-কুচকাতেই পারে। তবে কি সরকার মিডিয়ার ব্যাপক অংশে নিয়ন্ত্র প্রতিষ্ঠা করতেই অনুদানের নামে অর্থ উৎকোচ দিয়ে মিডিয়া নিয়ন্ত্রন করতে আগ্রহী???!!! কারণ শাস্ত্র বলে কারো কিছূ খাওয়ায়- সে মূখের উপর তোমাকে চক্ষু লজ্জ্বায় হলেও কিছূ বলবে না।



দুর্জনের প্রশ্নেরতো শেষ নেই। সরকারের অনুদানকে সাদা চোখে দেখলেও কিন্তু অনেক প্রশ্ন থেকেই যায়। সাগর-রুনি ছাড়াও বহু জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে যারা তালিকা ভুক্ত হলেন- তাদের কি আত্মমর্যাদায় কোন ঘা লাগেনা?

আর সেই প্রশ্নের উত্তর পজিটিভ হলে শংকায় পড়ে দেশ। জাতি। আমজনতা।

আইন, বিচার, প্রশাসন- সবকিছূকেই ব্যাপক দলীয় বৃত্তাবদ্ধ করার পর শেষ ভরসা মিডিয়াও যদি একপেশে হয়ে যায়- তখন মানুষের পায়ের নীচে মাটি থাকে না। হয় তেলাপোকা তত্ত্বে মাথা গুজে বেঁচে থাকো.. অথবা ডু অর ডাইয়ের দিকে ডাইভার্ট হয় শোষিত, বঞ্চিত, নির্যাতিত, অসহায় আমজনতার অবস্থান গ্রহন করো। মানুষ যাবে কোথায়? একদিকে সময়ের পরিবর্তনে বদলে যাচ্ছে জীবন বোধ, তার টানাপোড়েনে হাসফাস মানুষ! মড়ার উপর খাড়ার ঘা রাজনীতির নামে পূজিবাদী, ভোগবাদী, সুবিধাবাদীদের শোষন,,,, তার উপর যদি বলার জায়গাটুকুও বিক্রি হয়ে যায়- তখন অসহায় হা-হুতাশ ছাড়া কিইবা করার থাকে।



শাস্ত্রে বলে অভাবে নাকি স্বভাব নষ্ট। আবার নীতিবোধ এবং বিবেকের কাছে দাড়িয়ে নোবেল থেকে ধরে বড় বড় পদক, পুরস্কার ফেরত দেবার ইতাহাসও আছে।

আমরাতো ভালটা আশা করতেই পারি।

মিডিয়া জেগে উঠুক স্বকীয় স্বাতন্ত্রে। দেশ জাতি এবং বিবেকের বোধে জাগ্রত হোক তাদের চেতনা। গর্জে উঠুক কলম স্বাধীনভাবে। সকল ভয়ভীতি, লোভকে পাশ কাটিয়ে।।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

ঢাকাবাসী বলেছেন: এখন দেশে সব টিভি পত্রিকা আম্লী হয়ে গেছে বললে কি ভুল বলা হবে! পৈতৃক প্রানটা তো বাঁচাতে হবে, নাকি?

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেতো কোটি টাকার প্রশ্ন!

আপনে বাঁচলে বাপের নাম বলে কথা!;)

তার আড়ালে ঢাকা পরে ন্বৈরাচারের ইতিবৃত্ত! সত্যি ঢাকা পরে কি?

২| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৮

খাটাস বলেছেন: যদি বলি টিভি পত্রিকা দেখে আশঙ্কা করছি দেশ শান্তি তে আছে-

তবে লীগ পন্থি নিন্দুকেরা বলতে পারে, সুখে থাকতে ভুতে কিলায়।
আর বি এন পি পন্থি নিন্দুকেরা বলতে পারে, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই নি।
মহা বিপদ।
আমার নিজের বিপদের চেয়ে বড় বিপদ মনে হয় দেশের।

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার নিজের বিপদের চেয়ে বড় বিপদ মনে হয় দেশের। - কথা মিথ্যা নয়; যদি দেশপ্রেমিকের চোখে দেখেন।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

পদ্মা_েমঘনা বলেছেন: +++kisher bibek, kader bibek! Oi dalalder? Kokhonoi jagbe na. Koekta dalal dekhlam Oi nitimalar safai geye bibriti dichse talkshow r potrikai. Edesher jonno palor moti rai fit! Bar bar sobi karsaji Kore mittha news prokash er poreo erai sushil. R sudhu Matro koekta column e kisu sotto kotha bolar oporadhe Mahmudur rahman bina bichare diner pot din jel khatse! Media r shadhinota seta abar ki! Media shadhin thakbe sudhumatro Islam, er nabi ke nie kutsit opoprochar chalanor jonno dhormokery, muktomona type blog der jonno! Apnake bujte hobe desh cholse modina sonod die ;) offtopic: blog e apnake ager moto pai na cano?

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত।

সাংবাদিকতায় হলুদ পেরিয়ে লাল হয়ে আছে বহু বছর!

সততা এখানে বোকামি। সাগর-রুনির মতো জীবন দেয়ার বাস্তবতা!
ধোকাবাজ, প্রতারক তারা চালাক তারা গাড়ী, ফ্লাট বিদেশ ট্যুর চলছে হরদম!

না হয় হলো দেশের সাথে একটু বেঈমানী
হলোনা হয় বিবেকর একটু কেনা-বেচা.. কেউতো স্বাক্ষী নাই!!
তারা মজায় ঘুরছে প্রভাব-প্রতিপত্তি সহ!!!!!!

ধিক্

কালের বিচারে মীরজাফরের পরিণতি দেখেও মানুষের হুশ হয় না।

আজকে না হয় তোমার ভয়ে, লোভে গানগান গাইছে- কাল যখন সত্য প্রকাশ পাবে???? ঘৃণা আর লাঞ্চনা ছাড়া নামের আর কিছূ থাকবে না।

এইতো ভাই.. ব্যাস্ততা, হতাশা (কি হবে লিখে টাইপ ) আবার কত কত নীতি মালা হচ্চে!! ভুই পাবো না?
ঢাকাবাসীর মতো- পৈতৃক জানটা বাচানো তাগিদ আছে না ;)

ভাল থাকুন।

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩২

বৃশ্চিক রাজ বলেছেন: দেশে আর ফিরে এসে কি হবে বাইরেই দেখছি ভাল আছি খুব।

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশ্যই ভাল আছেন। যদিনা বিপ্লবী হয়ে থাকেন ;)

বিশ্বের বসবাসের অযোগ্য শহরে ২য়বারের মতো স্থান পেল দেশ!
তাতে কারো লজ্জ্বা বোধ হচ্ছে বলে মনে হয় না।

তিনারাতো মিডিয়া শো কন্টিনিউ করেই যাচ্ছেন - গালভরা মিথ্যা দিয়ে!

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

শান্তির দেবদূত বলেছেন: দিন দিন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট লাগে, অনেক সম্ভবনার এই দেশ আরও আগেই অনেক এগিয়ে যেত যদি রাজনীতি সত্যি সত্যিই জনকল্যানের জন্য হত। আফসোস,

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: একমত।

কিন্তু পরিত্রানের কি কোনই পথ নাই? ভাল মানুষেরা কি দূরে বসে আফসোস করেই পরাজিতের জীবন যাপন করে যাবে?

নষ্টদের চক্রেই চলবে জীবন, দেশ!!!!????

৬| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: রাজনীতিতে সৎ মানুষ নাই যেমন, খাওয়ার বেলায়ও বাছ-বিচার করবার মানুষ কম। আর খাইতে যারা বাছ-বিছার করে বেশির ভাগই তারা থাকে "উপাস"। তো উপাস শ্রেণীর নীতি-নৈতিকতা এক সময় ঠিকই ভাইঙ্গা পড়ে।

তো আমরা কারে ভালু বলবো। ভালো তো কেবল আমিই আর বাকি সব খারাপের দেশে কিছু বলার নাইক্যা।

২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ------------------------ ভালো তো কেবল আমিই আর বাকি সব খারাপের দেশে কিছু বলার নাইক্যা ..

যাক একজনতো ভাল মানুষ পেলাম।

তবে আর আশার কমতি কেন।

এক থেকে একশ হাজার লাখ কোটি.. নিশ্চয়ই বদলে যাবে একদিন এ দেশ

মুক্তি পাবে অপ-রাজণীতি থেকে। মানুষের অধিকার হবে বিশ্ব সবচে সুরক্ষিত, সম্মানীত এবং সর্বোচ্চ।
সারা বিশ্ব থেকে ছুটে আসবে মানুষ- অল রোড লিড টু ঢাকা। :)

৭| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩২

টাবলীগহেপী বলেছেন: মিডিয়া নিয়ন্ত্রনে শতভাগ সফল সরকার!

১ ভাগও সত্যি না- মিডিয়া সরকারের হাতে নেই- ছিলও না!!!

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কি মঙ্গল গ্রহ থেকে সদ্য এয়েচেন!!!!!!!!!!!!!!!!!!!!!

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

টাবলীগহেপী বলেছেন: যে দেশের কোন সরকারই নেই- তার আবার কিসের মিডিয়া!??

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরকার রেই আপনি ভাবচেন! কিন্তু দেশটা চলছে কিভাবে????

সরকারের ধরন আলোচ হতে পারে। মিডিয়ার পারপাস সার্ভ নিয়ে কথা হতে পারে। সরকার নেই বলে কিসের মিডিয়া প্রশ্ন তোলা অবন্তরই বটে! নয় কি?

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: সহমত!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.