নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

একপেশে স্ব-দেশে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০

একপেশে স্ব-দেশে

সবকিছু ওয়ান আইড

এক চোখা দৈত্যের

মতো সব এক সাইড!!



একপেশে চেতনায়

যেন- সব ইয়াবায়

ভুলে গিয়ে সব দায়

শুধু এক গীত গায়!



অতীতের বাকশাল

এবারেতে ডিজিটাল

মিডিয়ার গলাটিপে

সব আজ একতাল!









--



--



--



জনতার জান যায়

ভোট ছাড়া ক্ষমতায়

গুম খুন পীড়নে

বিরোধীরা নাই হয়!



একপেশে স্ব-দেশে

মিথ্যার বন্যায়-

সত্য লজ্বায়

শান্তি গুম হয়!



বালু মাটি ট্রাকে

গণতন্ত্র ফাঁকে,

সব লাইন কাটা হয়?

খাবারেও? বাধা-হায়!!!!!



ইয়াহিয়া পিশাচেও

করে নাই এমন,

স্বাধীন বাংলাদেশে

আজ একি প্রহসন!!!!



দলান্ধ স্বার্থপর

চামুচ আর চাটার;

দেশটারে লুটেপুটে

করে ছারখার!



সুবিধাবাদীরা যত

সুশীলেরা অবিরত-

শেয়ালের হুক্কা

অসময়ে ফক্কা!



জানতার মুক্তি

দেবে কোন শক্তি?



পথ চেয়ে সকলেই

অমানিষা কাটবেই।













মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

আলোকিত আধারে বলেছেন: সুন্দর লাগলো।

"অতীতের বাকশাল
এবারেতে ডিজিটাল
মিডিয়ার গলাটিপে
সব আজ একতাল!"
:
সময়োপযোগী কবিতা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

কবিতায় আর কি লিখব? যখন অবরুদ্ধ দেশ ৪৫ দিন ধরে?
গল্প গান আর শিল্প সব আজ অবরুদ্ধ একপেশে দৈত্যের মহলে!!!!

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি বাকশালের তত্ব বুঝি, বাকশাল চাই; বাকশাল হলে সব বাংগালী সমান সুযোগ পেতো, খালেদা জিয়া, ফালু, সালমান রহমান, কর্ণেল ফারুক বিলিওনিয়ার হতো না; কোন মানুষকে সৌদীতে উটের রাখাল, মালয়েশিয়ায় রাবার বাগানের মালি ও করাচীতে পতিতা হতে হতো না।

আপনারা সঠিকভাবে কিছু বুঝেন না; তাই গদ্যে পদ্যে সামন্তবাদের দিনের গল্প/কথা লিখতেই থাকেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু নিজেই ভাল বোঝে আর কেউ কিছূ বোঝে না টাইপ অবস্থা কারও কারো হয়!

আপনার স্বীকারোক্তিতে আপনার এই অবস্থার জন্য আহা উহু করা ছাড়া কিছূ খুজে পাচ্ছি না ;)

ভাল ডাক্তার দেখান। সুস্থ হলে বুঝবেন- শুধু আমিই সব বুঝি আপনারা কেউ কিছূ বোঝেননা বিষয়টা ভুল.. সকলেই কিছুনা কুছি বোঝে বুঝতে সক্ষম হবেন।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

পদ্মা_েমঘনা বলেছেন: অসাধারণ হয়েছে!!!
২ নম্বর কমেন্টকারী ছাগলটা আর কতবার নিষিদ্ধ হয়ে নাম পাল্টাবার পর শোধরাবে কে জানে! X(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আর বইলেন না। বেহায়া বেশরম শব্দগুলো লজ্বা পেলেও তাদের বোধে সেসব নাই। ইগনোর করেন্ ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫

বিদগ্ধ বলেছেন: ছড়ার ভাব, কাঠামো, পটভূমি সবই ঠিক। কিন্তু একপেশে হয়ে গেছে... ;)

ফলে একে ছড়া/কবিতা না বলে একটি ব্লগপোস্ট বলা উচিত B-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নামইতো একপেশে!

দেশে চলছে যা একপেশে

বুদ্ধিজীবি, মিডিয়া, সুশীল গং সব একপেশে

নাম যা খুশি বলুন। সত্যে আর ভাবেতো তাতে কমতি নেই;) নাকি বলেন

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

ঢাকাবাসী বলেছেন: অমানিষা কাটবেই। ভাল ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

অমানিষা কাটা খুবই জরুরী!!!!

মানুষ দমবন্ধ হয়ে পড়ে আছে।

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: একপেশে স্ব-দেশে
সবকিছু হারিয়েছে,
দলান্ধতায় ডুবে গেছে
সত্য! পালিয়েছে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮

উপপাদ্য বলেছেন: একপেশে স্বদেশে
একগুঁয়ে রানী যার
যুদ্ধটা হবে শেষে
মুক্তি যে আনিবার


ভালো লেগেছে.। ধন্যবাদ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বাহ ...
বেশ বেশ বেশ
রয়ে গেল মনে
আপনার স্বপ্নের রেশ। :)

ধন্যবাদ

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেশ্যারা যেমন ভদ্র জীবনে ফিরে গিয়েও অভ্যাস বশে অতীতের জীবনকেই ভাল মনে করে ,---------- সে মানসিকতার উন্মাদরাও দেখছি ব্লগিং করে । আফসোস !!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেতাদের যতই লজ্বা দেন- তারা লজ্বাতো পায়ইনা উল্টো হমবড়া ভাব নিয়ে চল!
তাদের ইগনোর করুন।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম বারো লাইন বেশি ভাল লাগলো ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনার কমেন্টসের পর আবার এডিট করলাম।

ছন্দ ঘাটতিটা এবার মনে হয় আর খুঁজে পাবেন না । :)

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৪

আনু মোল্লাহ বলেছেন:
সুবিধাবাদীরা যত
সুশীলেরা অবিরত-
শেয়ালের হুক্কা
অসময়ে ফক্কা!

জানতার মুক্তি
দেবে কোন শক্তি?

পথ চেয়ে সকলেই
অমানিষা কাটবেই।


সুন্দর ফুটেছে সমসাময়িক চিত্র

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ...

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক পেশে স্ব-দেশে
মিডিয়ারা এক পাশে
এক চোখে সব লেখে
ভয়ে না লোভে ফেসে?

এক পেশে স্ব-দেশে
ট্যাগিংয়ের ভয়ে- হেসে
সব চলে দায় ভুলে
সুশীলের ভোল-চালে!!!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক পেশে স্ব-দেশে
মত ভিন্নে অবশেষে
ইলিয়াস আলীর রেশে
মান্নাও বে-হদীসে!!!!

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক পেশে স্ব-দেশে
এক চোখে নুন বেঁচে
এক চোখে তেল বেঁচে
জনতা দুর্ভাগ্যে-ফেসে!!!!!

১১| ২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক পেশে স্ব-দেশে
ইতিহাসও একপেশে
দিবস চলে যায় আর আসে
মুক্তি নাই জনতা গেছে ফেসে!!!

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জনতার জান যায়
ভোট ছাড়া ক্ষমতায়
গুম খুন পীড়নে
বিরোধীরা নাই হয়!

একপেশে স্ব-দেশে
মিথ্যার বন্যায়-
সত্য লজ্বায়
শান্তি গুম হয়!

১২| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: একপেশে স্ব-দেশে
এক পেশে ভোট হয়
ভোররাতে সব ভোট
সীল মারা হয়ে যায়!!

সকালেতে ভোটারেরা
গিয়ে শোনে ব্যালট শ্যষ
হায় হায় একি কথা
এভাবে কি চলে দেশ????

১০ ই মে, ২০১৫ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: একপেশে স্ব-দেশে !!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.