নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

একুশ: শির উঁচু করে বাঁচবার অঙ্গিকার

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

একুশ শুধুএকটি দিন নয়
একুশ মধ্যরাতের প্রথম প্রহর নয়
একুশ আয়নায় নিজেকে দেখা-
একুশ জীবন যাপনের অংকিত চেতন রেখা।

একুশ আত্মমর্যাদার,
একুশ আত্মপরিচয় জাগৃতির;
একুশ অবগাহনের শুদ্ধতা স্নান
একুশের চেতনায়, স্বকীয়তা আঁকা।

একুশ সার্বভৌমত্বের
একুশ জাত্যাভিমানের
একুশ সার্বজনীনতার বর্ণমালা
একুশ অধিকার, স্বাধীকারের মেলা ।

একুশ দূরন্ত কালবোশেখি
একুশ তছনছ করে দেয়া মুখ ও মুখোশ
একুশ হৃদয়ে ৫২’র শুদ্ধ আবেশ-
একুশ রক্তস্নাত পবিত্র চেতনাংকুশ ।

একুশে এসো, রাজপথে নগ্ন পায়ে
হৃদয়ে শুভ্রতা মেখে-
একুশের জাগ্রত প্রহরে; লয়ে,
একুশে হৃদয়কে জাগিয়ে তোলার দৃপ্ত আশ্বাস।

একুশে নত মস্তকে স্মরণ করো শহীদদের-
শির উঁচু করে বাঁচবার অঙ্গিকারে
চোখের জল মুছে- চোখে আগুন জ্বালো
একুশের চেতনা বাস্তবায়নের দৃঢ় শপথে।

করকমলে: প্রিয় সিনিয়র খায়রুল আহসান ভায়া
যার নিত্য খোঁজ খবরে সব পাশে রেখেও সামুতে ছুটে আসা।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:



একুশের প্রথম প্রহরে ফুল দিবেন শেখ হাসিনা; তারপর অন্যেরা; একুশ হলো গরীবের ছেলেদের গুলি খেয়ে প্রাণ হারানোর দিন; কিন্তু গরীবের ছেলেরা স্কুলে যাবার সুযোগ পায়নি, আপনি সুযোগ পেয়েছেন পড়ার, কবিতা লেখার; ওরা এখনো "টোকাই"। পারলে টোকাইদের নিয়েও একটা কবিতা লিখিয়েন, ওরা পড়তে পারবে না, আমরা ব্লগারেরা পড়বো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ পরামর্শের জন্যও - - -

ভাল থাকুন

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাজী সাহেবের সাথে আমিও বলি, একুশ জিন্নাহর গোয়ার্তমির ফসল।
অথচ এই জিন্নাহর কবরের নাম ফলক বাংলায় লেখা।

কবিতা বিষয়ে কি আর বলব। ভৃগু'দার কাছে অনেক কবির শেখার আছে।
একটি প্রথম শ্রেণীর কাব্যের জন্য অভিনন্দন নিন কবি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেহেন দি কল্লেন কি?

আমিতো এখনো তালিবে ইলম ;) শেখায় চেষ্টায় রত!
আপনার উদার মন্তব্যে অনুপ্রাণীত হলাম


৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৪

ঢুকিচেপা বলেছেন: খুব ভালো লাগলো একুশের চেতনা নিয়ে লেখা কবিতা।
শুভকামনা রইল যাঁর করকমলে আশ্রয় পেল কবিতাখানি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
সত্যিই প্রিয় সিনিয়র ভায়া অনেক অনেক খোঁজ খবর নেয়াতেই মনের তাগিদটা চারা দিয়ে উঠলো!

তাই এই নৈবদ্য নিবেদন :)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ২১০২২০২১
এবারের তারিখটাও কবিতার মতো

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো :)

দারুন তো! উল্টে পাল্টে একই রকম :)

ধন্যবাদ অনেক অনেক

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৭

মিরোরডডল বলেছেন:




রেপিড ফায়ার
কয়বার একুশ বলা হয়েছে কবিতায় ?
কি পারলো নাহতো ভৃগু, ১৫ বার :)



প্রশ্ন
এতদিন ভৃগু কোন গুহায় তপস্যারত ছিলো ?
আবার কি ডুব মারবে ?
২৬ শে মার্চে আসবে ?
:)

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: রেপিড ফায়ারে হত ;)
হা হা হা

কঠিন প্রশ্ন বটে!!!
জীবনের টানাপোড়েন যদি ফাঁসিয়ে না দেয়
আছি .....

অনেক অনেক ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৩

মিরোরডডল বলেছেন:



ওই একই হোলো


উত্তর ঠিক আছে কিনা সেটাই আসল :)


২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
না উত্তর হয়নি ;)
আগে ছিল ১৯ বার। আর আপনার বলাতে দারুন আইডিয়া ঝিলিক দিল
কেন একুশ একুশ বার নয়!
হালকা এডিট করে -েএখন ২১ বার :)

অনেক ধন্যবাদ দারুন এক মাত্রায় নেয়ার জন্য ।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২০

রামিসা রোজা বলেছেন:

একুশের চেতনা বাস্তবায়নের দৃঢ় শপথে ---
সহমত । চমৎকার আহ্বান জানিয়েছেন এবং অনেক ভালো
লাগলো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

অনুপ্রাণীত হলাম।
শুভেচ্ছা রইল

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি ভায়া

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৭

নয়ন বড়ুয়া বলেছেন: খুব সুন্দর...

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নয়ন বড়ুয়া
শুভেচ্ছা

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২১

মা.হাসান বলেছেন: এমন দিনে এমন কবিতা আপনার কাছেই আশা করা যায়।
শপথ দৃঢ়তর হোক।

কবিতা এবং উৎসর্গ খুব ভালো লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন কৃতজ্ঞতা ভায়া

আস্থা এবং ভরসায় প্রীত হলাম।
শুভেচ্ছা অফুরান

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩০

নেওয়াজ আলি বলেছেন: ২১ শে ফেব্রুয়ারি আসলে মজা পাই ভাষার গুণকীর্তন করার জন্য মঞ্চ করে হিন্দ গান বাজে বক্তা আসা পর্যন্ত

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ যে কত বড় যাতনা! একুশের চেতনাই তারা বুঝলো না! অথচ তারাই উদ্যাক্ত সেজে থাকে সমাজে!!!!

অবশ্য এখন আরেক যুক্তি পেয়েছে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ;)
বিশ্বের সব ভাষারই প্রবেশাধিকার আছে এখন একুশে :)

ভাল থাকবেন ভায়া, শুভেচ্ছা রইল

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একুশ বাংগালির প্রথম পদক্ষেপ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আত্মমর্যাদা আর আত্মজাগৃতির। যে পথ বেয়ে আজ আমরা - - -

অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অন্তহীন

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: এই কবিতার মূল্যায়নের যথাযথ ভাষা আমি নিজের ভোকাবুলারিতে খুঁজে পাচ্ছি না।++ আপনাকে জানাই অন্তরের শ্রদ্ধা। কবিতা পাঠে সার্থকতা।
বীর শহীদদের প্রতি রইল অন্তরের শ্রদ্ধাঞ্জলি।

তবে একদিন আগে কবিতাটি পেলে ব্যক্তিগতভাবে আমার যে কি উপকারে আসতো তার ঠিক বলে বোঝাতে পারবো না।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত আন্তরিক অনুভবের প্রতিমন্তব্যে আমিও বাকহারা!

আপনার আন্তরিক উপলদ্ধি, অনুভব ও প্রকাশে প্রীত, আপ্লুত।
টুপি খোলা অভিবাদন নিন প্রিয় দাদা

আপনার উপকারে আসতে পারিনাই ভেবে যারপারনােই বেদনা অণুভব করছি।

অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: জানাচ্ছি মাতৃভাষা দিবস শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভেচ্ছা আপনাকেও

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ইদানিং ব্লগে পাই না আপনাকে!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
অফিসিয়াল, ব্যাক্তিক, পারিবারিক সব মিলিয়েই একটু ব্যাকফুটে ছিলাম!
প্রিয় সিনিয়র ভায়া আর থাকতে দিলেন কই ;)
টেনে ময়দানে নিয়ে এলেন।

অনেক কৃতজ্ঞতা উনার প্রতি! নইলে যে অমন সৃষ্টি অধুরাই থাকতো!

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:২৮

মিরোরডডল বলেছেন:




আমি জানতাম ভৃগু গুলিয়ে ফেলবে আর ঠিক একারনেই প্রশ্ন করেছিলাম :)

আমার উত্তর ১০০% ঠিক ।
প্রশ্নটা আবার পড়বে ভৃগু

কয়বার একুশ বলা হয়েছে কবিতায় ?

একুশে, একুশের এগুলো হবেনা
ইট মাস্ট বি একুশ

তিন প্যারায় ১২ বার
এক প্যারায় ৩ বার
টোটাল ১৫ বার

ভৃগুটা বোকা
বোকা
বোকা
:)


২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ঠিক ঠিক, হদ্দ বোকা ;)

আসলে মাথায় এই ভাবনাটা ছিল না, থাকলে হয়তো সাজানো যেত!
আপনি বলার পর এ কার ওকার ধরেই একুশে ২১ মিলিয়েছি মাত্র :)

মিরোরডডল চালাক
চালাক
চালাক
:)

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৫৩

সোহানী বলেছেন: চমৎকার। এবার কি কোন বই বের হচ্ছে?

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোহানী :)

নাহ! হলো আর কই? যাও ইচ্ছে ছিল করোনার হানায় সব প্লান এলোমেলো!


১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,





একুশের এই বর্ণাঢ্য পংক্তি মিছিলে একদম পিছনে পড়ে গেছি , স্মৃতি সৌধে ফুল দিতে আমজনতা যেমন পিছে পড়ে থাকে, তেমন । চাঁদগাজীর বলা টোকাইদের মতোই পেছনের কাতারে পড়ে গেছি।

তবুও বলি - একুশ একটি বিদ্রোহের নাম।


২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: উলটোদিকে গোনা শুরু করলাম!

আরেহ আপনিইতো সবার আগে ;) হা হা হা
আগে পিছে আর কি ভায়া... ছুটির ঘন্টার সেই গান কানে বাজে

কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে?
আসল কথা সামনে যাব রইবো না কেউ পিছে!(২)

জীবনটাতো অনেক বড়, মনটা কেন ছোট কর?(২)
--
জয় পরাজয় সে কিছু নয় মানুষ যদি হই সবে
মানুষ হবার ক্লাশ ছাড়া বাকী সবকিছুই চলছে ভায়া হাউজফুল মুডে!!!

বিজ্ঞাপনের সেই মহিলার মতো বলতে হয়
একুশের সবই রয়ে গেছে - শুধু দ্রোহটা ছাড়া

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: একুশ না বলে একুশে বললে সুন্দর হয়।
একুশ তো একটা সংখ্যা মাত্র।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কখনো কখনো সংখ্যাও অনেক ভিন্নতর উচ্চতায় পৌঁছে যায় ।
আইকন হয়ে উঠে আবেগ, দ্রোহ, চেতনা আর বিশ্বাসের

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই শির উঁচু করে বাঁচার অঙ্গীকার হল একুশের চেতনা। +++++

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

কিন্তু আজ!

নত হতে হতে
হতে হতে, হতে হতে প্রভু
স্ব-দেশী, ভিনদেশি
উন্নয়নের স্বৈরীনি মিথিজমে
গুম, খুন, ছত্রিশ সাতান্নেতেও
জাগেনা চেতনা ....
সূখ স্বপ্নে বিপ্লবের অর্গাজম
অত:পর - উন্নয়নের উৎসবে বিপন্ন
আমজনতার স্বপ্ন সাধ

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হা হা হা

কখনো কখনো সংখ্যাও অনেক ভিন্নতর উচ্চতায় পৌঁছে যায় ।
আইকন হয়ে উঠে আবেগ, দ্রোহ, চেতনা আর বিশ্বাসের


ধন্যবাদ। ভালো থাকুন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি ধন্যবাদ আপনাকেও

ভাল থাকুন

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪১

সোহানাজোহা বলেছেন: একুশ একটি ছিনিয়ে আনা রক্তিম সম্মানের নাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
অধিকার আর স্বাধীকার আদায়ের মাইলফলক মাইলষ্টোন।

ধন্যবাদও শুভেচ্ছা

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে কবিতা। শুভেচ্ছা।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হামা ভায়া

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৫

ওমেরা বলেছেন: যাক একুশ উপলক্ষে আপনার ফিরে আসা ভালো লাগলো , কবিতাও ভালো লাগলো।
শুভ কামনা রইলো আপনার জন্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ওমেরা

ফিরে আসা নজরে পড়া মানে অনুপস্থিতিটুকু অনুভব করা :)
এই অধমের জন্য এ বিরাট পাওনা
কবিতা ভাল লেগেছে জেনে অনুপ্রাণ বোধ করছি।

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইলো

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৩৬

মলাসইলমুইনা বলেছেন: একুশ আমাদের জন্য সব সময়ই উদ্দীপনার । হাতে নাতে একটা প্রমানও পাওয়া গেলো । ব্লগে দীর্ঘ অনুপস্থিত বিদ্রোহী ভৃগুও কেমন চলে আসলো ব্লগে সবাইকে উদ্দীপ্ত করে এই একুশেতে ! একুশের মতোই চির সজীব থাকুন ব্লগে সেই কামনা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অসাধারন সমন্বয়ে মুগ্ধ ;) এক্কবারে নগদা উদাহরণ! হা হা হা

কই আর উদ্দীপ্ত করতে পারলো? যুগান্ত পেরিয়ে গেলেও আত্মমর্যাদা আর অধিকারের সোচ্চার উচ্চারন কই?
সুবোধ পালিয়েছে যুগ পেরিয়ে যায়
সুবচন নির্বাসনে
সত্য বলা মহাপাপ
ভিন্নমত অপলাপ!!!

একুশ কেবলই একটি ইভেন্ট হয়ে যাচ্ছে কি!!!!!
কর্পোরেট আনুষ্ঠানিকতায় প্রাণহীন উদযাপন?
শিহরন তোলা সেই প্রভাত ফেরী দেখিনা কত্ত বছর....
একুশের চেতনা আর জাগায় না সালাম বরকতদের
আসাদের রক্তাক্ত শার্ট আর পতাকা হয়ে ওড়ে না বাতাসে
স্বাধীকারের উষ্ণিষ লয়ে!

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫০

জুন বলেছেন: একুশের চেতনা নিয়ে লেখা কবিতায় অনেক ভালোলাগা রেখে গেলাম ভৃগু।
তবে চাদগাজীর প্রথম মন্তব্যটি নিয়ে সত্যি ভাবা উচিত সবার ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপু :)

মৌলিক বিষয়ে ভাবনারা কবেই হারিয়ে গেছে!
কমিশন, শর্টকাট আর তোষামুদির ভীরে
সমাজ কল্যান ভাবনারাও এখন কর্পোরেট!

একদিকে তাই অতি উজ্জ্বলালোক চোখ ধাধানো
বিপরীতে তেমনি তীব্র গাঢ় অন্ধকার!!!

আমরা চলছি গন্তব্যহীন ইা নাফছি ইয়া নাফছি!!!!!

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:


একুশ নিয়ে সুন্দর কাব্যিক অভিব্যক্তি ।
একুশের চেতনা বুকে ধারণ করে দেশ
ও জাতি এগিয়ে চলুক এ কামনাই করি।

শুভেচ্ছা রইল

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ প্রিয় ড. এম এ আলী ভায়া :)
সত্যি যদি একুশের চেতনাকে ধারন করতে পারতো জাতি! কতইনা ভালো হতো!

আশা নিয়েই বেঁচে থাকা

অন্তহীন ধন্যবাদ, শুভেচ্ছা আর শুভকামনা

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: "একুশ আত্মমর্যাদার" - আত্মমর্যাদা থেকে একুশ আজ বিশ্বমর্যাদা অর্জন করেছে। তাই যথার্থেই বলেছেনঃ
"একুশ জাত্যাভিমানের
একুশ সার্বজনীনতার বরণমালা"

কবিতার শেষে আমার নামোল্লেখ করে যে সম্মানটুকু জানালেন, তাতে ধন্য এবং কৃতার্থ বোধ করছি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: উত্তর দিতে দেরী হওয়ায় যারপরনাই দু:খিত এবং লজ্জ্বিত।
সানুগ্রহে ক্ষমা প্রার্থী

গত সপ্তাহ জুড়ে অফিস রিনোভেশন শেষে উদ্বোধনের ঝক্কি গেল! তায় প্রধান অতিথি আমাদের
প্রতিবেশি রাষ্ট্রদূত! গতকাল সব শেষ হলো সফল ভাবে...

আপনার অপেক্ষায় থেকে শেষে আপনাকেই অপেক্ষায় রাখতে হলো!
দেকো দিকি কি কান্ড! :P
আপনি এরচে অনেক বেশি ডিজার্ভ করেন। আমরা অক্ষম বলেই বুঝি এত স্বল্পতেই চেষ্টাটুকু করি :)
আপনার আন্তরিক সন্তোষে প্রীত বোধ করছি।
সব সময় ভাল থাকুন, সুস্থ থাকুন,, সুন্দর থাকুন সকল কালে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.