![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ভূঞাপুরের জিগাতলা গ্রামের ফাহিমা খাতুন (১৯) অবশেষে চাচা সেলিম মিঞাকে (২৩) বিয়ে করেই অনশন ভাঙলেন। টানা ৩ দিন অনশনের পর গ্রাম্য সালিশে উভয় পরিবারের সম্মতিতে রোববার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিগাতলা গ্রামের আবুল কাশেমের মেয়ে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী ফাহিমা খাতুন শুক্রবার দুপুর থেকে বিয়ের দাবিতে দূর-সম্পর্কের চাচা একই গ্রামের হুরমুজ আলীর ছেলে সেলিমের বাড়িতে অনশন শুরু করেন। স্থানীয় লোকজন ফাহিমাকে বুঝিয়ে নিজ ফেরত পাঠানোর চেষ্টা চালান। কিন্তু তিনি বিয়ের দাবিতে অনড় থাকেন। রোববার রাতে এ নিয়ে উভয় পরিবারের সম্মতিতে এক গ্রাম্য সালিশ বসে। সালিশে বিয়ের সিদ্ধান্ত হয়। ওই রাতেই সেলিম এবং ফাহিমার বিয়ের পরিণয় ঘটে।
মানবজমিন
২| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ফিরেদেখা বলেছেন: নিশ্চই এই ভাতিজী একজন সুশীল
৩| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মাক্স বলেছেন: ইহা আমি কি শুনিলাম?
৪| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
নায়করাজ বলেছেন: আপন চাচা না হলে তো সমস্যা দেখি না। হযরত আলী (রাঃ) মা বিবি ফাতিমার দূর সম্পর্কের চাচা ছিলেন।
৫| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
Kawsar banggalii007 বলেছেন: কি শুরু হইলো?একটু আগে একটা পোস্ট দেখলাম।পাঁচ ভাই এক মহিলার স্বামী।
৬| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
সাধারণ মুসলমান বলেছেন: ব্রাভো।
৭| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মাম্বা জাম্বা বলেছেন: দুঃসম্পর্কের চাচা, কাজেই বাজে মন্তব্য না করাই ভাল
৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
তানজিদ_রূপক বলেছেন: মেয়ে মানুষের নাকি বুক ফাটে তবু মুখ ফোটে না, দেশ আসলেই ডিজিটাল হয়ে গেছে।মারামারি কাটাকাটি খুনাখুনির পর পত্রিকা আলারা এখন মজার সংবাদ ছাপানো শুরু করছে, পুরাই ডিজিটাল।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
বিক্ষত বলেছেন: মাইয়া মানুষ পুরাই আযিব
৯| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
মেকগাইভার বলেছেন: ভ্রেকিং নিউজ?
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯
বিক্ষত বলেছেন:
১০| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন সমস্যা নাই। আপন চাচা না হলেই তো হল।
তবে অনশন কেন করল এটা বিবেচনার কথা।
নাকি আগেই কাম সারা!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভুদ অনশন
সাফল্যর স্বীকৃতি
সভ্যতার বিরল চিত্র
ভালবাসা চমৎকার অতি