![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
দামি গরু কিনতে যাব ঢাকার বড় হাটে
নিজের হাতে করব জবাই বাড়ির ধারে মাঠে
রক্তবর্জ্য করব দাফন মাটির নিচে চেপে
নইলে আবার প্রশাসন যেতে পারেন ক্ষেপে
গোস্ত কেটে বিলি করব গরীব-দুখীর মাঝে
ঈদের আগেই খুশির বীণা তাই তো প্রাণে বাজে
খোদার তরেই করব কোরবানি রক্তমাংস সব
তবেই খুশি হবেন মালিক রাজি হবেন রব
চামড়া দেব মাদরাসাতে এতে দ্বিগুণ লাভ
এক চামড়াতে দুই রকমের দানের পাব সোয়াব
করতে আদায় ঈদের নামায ঈদগাহেতে যাব
ঈদের দিনে সর্বপ্রথম কোরবানির গোস্ত খাব
সময়ঃ
তারিখঃ ০৬/০৯/১৬ ঈসাব্দ
স্থানঃ ফরিদাবাদ
©somewhere in net ltd.