![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন চাষী বা নদীর মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও মন্ত্রীপরিষদও ততোটা মূল্যবান নয়। [email protected]
১৫ এপ্রিল ২০১৩ ,মধ্যরাত থেকে আমি ধুমপান করা ছেড়ে দিয়েছি ।
আমাকে এখন থেকে কেউ ধুমপান করতে দেখলে আমি তাকে ১০০০ টাকা জরিমানা দিতে বাধ্য থাকব ।
উপরের নিয়মটি নিম্ন-লিখিত ক্ষেত্রে প্রযোজ্য নয় .---
১। অফিসিয়াল / আন-অফিসিয়াল পার্টি ।
২। বিয়ে
৩।জন্মদিন
৪।নি্উইয়ার,নববর্য,ঈদ,পিকনিক
৫।১৬ই ডিসেম্বর,২৬শে মার্চ
৬।মুসাফির অবস্হায় ( কোথাও বেড়াতে গেলে )
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮
েরজা , বলেছেন:
ধন্যবাদ
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
নানাভাই বলেছেন: চরম ধান্দাবাজ।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
েরজা , বলেছেন:
ভাই মন-প্রান থেকে ছেড়ে দিতে চাই ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭
মমবাতি বলেছেন: নানাভাই বলেছেন: চরম ধান্দাবাজ।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
েরজা , বলেছেন:
ভাই মন-প্রান থেকে ছেড়ে দিতে চাই ।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯
জিএম শুভ বলেছেন: ৬ টার সাথে আরো একটা এড করে দেন।
৭। তিন বেলা ভাত খাওয়ার পরে
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০
েরজা , বলেছেন:
না , কখন-ই না ।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯
জিএম শুভ বলেছেন: ৬ টার সাথে আরো একটা এড করে দেন।
৭। তিন বেলা ভাত খাওয়ার পরে
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
েরজা , বলেছেন:
মজা লন ভাই ।
আমি আসলেই ছাইরা দিমু ।
এখনও একবারও টানি নাই ।
আর যে সময় খাওয়া যাবে বলেছি সেটা বছরে খুব বেশী হলে ২০ দিন
৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪
বাংলাদেশী দালাল বলেছেন: অবসর সময়টা বাদ দিলেন কেন?
বিড়ি টানা ছারা তখন আর কি করবেন?
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
েরজা , বলেছেন:
সত্যি সত্যি ছাইরা দিমু
৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: মমবাতি বলেছেন: নানাভাই বলেছেন: চরম ধান্দাবাজ
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
েরজা , বলেছেন:
বলেছি-তো আমি ভাল ছেলে ।
৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: ১ এপ্রিল থেকে বন্ধ রাখছি।
মাস শেষ হবার পর ঘোষণা দিমু ছাইড়া দিছি।
নিজের উপর ভরসা নাই একেবারেই।
আপনারে কই। ছাড়তে অইলে কোনো কনডিশন রাখা চলব না।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
েরজা , বলেছেন:
ভাল কইছেন কিন্তু কন্ডিশন বাদ দিতে গেলে দম বন্ধ ,দম বন্ধ লাগে
৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
নানাভাই বলেছেন: চরম ধান্দাবাজ।
ভাই পোস্ট খান দেওয়ার সময় কি ঠোঁটে কোন বিড়ি ছিল ?
ছাড়তে পারলে মন্দ না।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
েরজা , বলেছেন:
নারে ভাই ....ছিল না , আমি আসলেই ছেড়ে দিতে চাই ।
১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
বিডি আমিনুর বলেছেন: আপনি তো দেখছি বড় রসিক লোক
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭
েরজা , বলেছেন:
হ ভাই রসের হাড়ি , তয় বিড়ি কিন্তুক আমি আর খামু না কাইলাম ।
১১| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
বাউলমন বলেছেন: ভাইজান আমিও ১লা বৈশাখ থেইক্কা বিড়ি খাওয়া বাদ দিছি। কামডা বেজায় কঠিন। মাঝে-মইধ্যেই চেগাল দিয়া উডে... তহন চুইংগাম চিবাই... ভাইরে টিপস, ট্রিক্স থাকলে জানাইয়েন...।
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪২
েরজা , বলেছেন:
আমার মত অপরাধ-বোধ নিয়ে কেউ বোধহয় বিড়ি খায় না ।
--- নিজেরে কই- বিড়ি খাইলেই তর ক্যান্সার হইব আর ক্যান্সার হইল ফুটুস ....
১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
চারশবিশ বলেছেন: সিগারেট ছাড়া কোন ব্যাপার না
খুব সহজেই ছাড়া যায়
আমি এ পর্যন্ত অনেক কয়বার ছাড়ছি
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৩
েরজা , বলেছেন:
আমিও
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২
চেনা মুখ বলেছেন: রের নিয়মটি নিম্ন-লিখিত ক্ষেত্রে প্রযোজ্য নয় .---
১। অফিসিয়াল / আন-অফিসিয়াল পার্টি ।
২। বিয়ে
৩।জন্মদিন
৪।নি্উইয়ার,নববর্য,ঈদ,পিকনিক
৫।১৬ই ডিসেম্বর,২৬শে মার্চ
৬।মুসাফির অবস্হায় ( কোথাও বেড়াতে গেলে )
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৩
েরজা , বলেছেন:
হাইসেন না ভাই , আমি খুবই সিরিয়াস
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২
এম এম কামাল ৭৭ বলেছেন: ৭. যে দিন বৃষ্টি হবে সেদিন।
৮. যে দিন বৃষ্টি হবে না সে দিন।
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪
bakta বলেছেন: উপরের নিয়মটি নিম্ন-লিখিত ক্ষেত্রে প্রযোজ্য নয় .---
১। অফিসিয়াল / আন-অফিসিয়াল পার্টি ।
২। বিয়ে
৩।জন্মদিন
৪।নি্উইয়ার,নববর্য,ঈদ,পিকনিক
৫।১৬ই ডিসেম্বর,২৬শে মার্চ
৬।মুসাফির অবস্হায় ( কোথাও বেড়াতে গেলে )
-----------------------------------------------------------------------------------
এখন এই ৬ টি ক্ষেত্রে আপনি আয়েস করে বিড়ি/সিগারেট/চুরুট/হু্কা খাবেন । বেশ তাই খান ।
কিন্তু ধুমপান ছাড়া সম্পুর্ণ ভাবে হলো কি ?
একে ধুমপান ছাড়া বলে না ভাই । =====```
আমি এ পর্যন্ত ১০/১২ বার ছেড়েছি । কিন্তু ওরা আমাকে ছাড়তে চায় না ।
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৫
েরজা , বলেছেন:
ভাই বছরে ৩৬৫ দিন ... আর এই ৬ কারনের দিন হইব খুব বেশী হইলে হইব ২০/২৫ , থাকল ৩৪০/৩৪৫ ।
আমার কাছে খারাপ মনে হয় নাই
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
শ্রাবণ জল বলেছেন: ভাল সিদ্ধান্ত।
শুভ কামনা থাকল।