![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলিগ কথন ::: করপোরেট রাজাকার
যা বলবো তার সব ই বাস্তব ঘটনা। অত্যন্ত লজ্জার সাথে জানাচ্ছি এদের সবাই আমার কলিগ।
ঘটনাঃ ১
আজকে অফিস আওয়ার এ বের হয়েছিলাম শাহবাগ এর উদ্দেশ্যে। আসার পথে কলিগ এর ফোন আমার সিনিয়র ভাইয়ের কাছে, তো বিদ্রুপাত্বক ভাবেই তিনি আমার সিনিয়র কে জিজ্ঞেস করলেন, "কি ভাই ফাসি দিয়া আসছেন?"
সিনিয়র এর তৎক্ষনাৎ উত্তর "না ভাই, শাহবাগ এ তো ফাসি দিতে যাই নাই, গেসিলাম রাজাকার চিনতে।" সাথে সাথে আমিও চিনে গেলাম কারা এই আমল এর রাজাকার।
ঘটনাঃ ২
অফিস এ ঢোকার পরই কিছুটা খোলা জায়গা, সেখানে সিগারেট খাচ্ছিলেন আরেকজন সিনিয়র, উনি অন্য ডিপঃ এ আছেন। তো তাকে জিজ্ঞেস করলাম, "ভাইয়া গেছিলেন নাকি শাহবাগ?" সেই ভাইয়ার উত্তর "এটাতো আওয়ামী লীগ এর সাজানো নাটক। এখানে গিয়ে কি করবো? যদি এটা কোন জাতিয় পর্যায়ের আন্দোলন হত তাহলে অবশ্যই যেতাম।"
মনে মনে আমি ভাবলাম, "আর কত মানুষ শাহবাগ এ জমা হলে, এটাকে একটি জাতীয় ইস্যু বলা হবে......"
ঘটনাঃ ৩
এই কাহিনি সরাসরি আমাদের ডিপঃ এর বস এর। আমরা অফিস এ ঢোকার পর উনি শুরু করলেন বাক্যবান। "আপনারা তো খুব মজায় আছেন, অফিস আর কাজ ফালায়া শাহবাগ যান। আমার XX প্রজেক্ট আপনাদের জন্য আটকায় আছে।"
অথচ সেই প্রজেক্ট এর কাজ প্রায় শেষ।
আলগা ফাপর আর কি...
এবং যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করলো তা হল, উনি নিজেও আজকে শাহবাগ গিয়েছিলেন আমাদের এক Client এর কাছে। উনাকে যখন জিজ্ঞেস করলাম ভাইয়া কেমন দেখলেন শাহবাগ, উনার উত্তর "আমার কি এতো কিছু দেখার সময় আছে, ওই খান থেকে বের হয়ে একটু মানুষজন দেখলাম। এর পর আজিজ মার্কেট এর সামনে থেকে রিক্সা নিয়ে এসে পড়লাম।"
আর আমি মনে মনে কহিলাম, "তুই রাজাকার ! তুই রাজাকার !"
আজকের শেষ কাহিনি, ঘটনাঃ ৪
অফিস শেষ করে মাত্র বের হব, এই সময় আরেক ভাইয়ের সাথে কথা হল। [এই ভাইয়া বয়সে আমার থেকে বড়, কিন্তু জয়েন করেছেন আমার ৪ - ৫ মাস পরে] তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম "কি খবর ভাইয়া, শাহবাগ এ গেছিলেন নাকি?" উনার উত্তর পাইয়া আমি নিজেই কিঞ্চিত টাশকি খাইলাম।
উনি প্রথমেই বললেন, "I HATE SHAHBAG." আমি বললাম, "কেনো ভাইয়া কোন ছ্যাকা খাওয়ার কাহিনি আছে নাকি ওই খানে?" উনি বললেন, "না সেই সব কিছু না, কিন্তু আপনাদের মত মানুষ এর জন্য মানুষ এর যাতায়াত এ কি পরিমান কষ্ট হইতেছে তা বুঝেন?" আমি আর কোন কথা বাড়াই নাই
শুধু মনে মনে বললাম, "আল্লাহ এর করুনায় তোর মা, বোন ১৯৭১ এ ধর্ষিত হয় নাই। হইলে দেখতাম কেমনে এই কথাটা বলতি।"
পরিশেষে, যেই ২ ভাইয়ার সাথে গিয়েছিলাম, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা না থাকলে হয়তো আজকে আমার শাহবাগ যাওয়ার সাহস হত না। কেননা আমাদের ডিপঃ এ আমি ই সর্ব কনিষ্ঠ...
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
বিমুর্ত প্রতিচ্ছবি বলেছেন: ছোট বাচ্চা শিখায়া পড়ায়া মানুষ করা যায়, কিন্তু বুড়ো বেহায়াদের ক্ষেত্রে সম্ভব না
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
হারানো ওয়াছিম বলেছেন: আপনার জন্য সমবেদনা। অন্যায়কে সবাই ঘৃনা করতে পারে না। শুধু লাভ আর ক্ষতি খোজে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
বিমুর্ত প্রতিচ্ছবি বলেছেন: সমবেদনার থেকেও বিপদের কথা হল মেজাজ ঠিক রাখা... এই সব Situation এ মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পরে অনেক সময়...
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
বিপদেআছি বলেছেন: আপনার অফিসের প্রায় সবাইতো দেখি রাজাকার
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
বিমুর্ত প্রতিচ্ছবি বলেছেন: না ভাই সবাই না, একজন কে পাইছি যিনি মনে হয় আমাদের পক্ষে আছেন। যদিও আমি Personally উনারে পছন্দ করি না :p
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
খান মেহেদী ইমাম বলেছেন: আপনি এত দিনে আসল কথা বুঝলেন। বুড়া বেহায়াদের জন্যি তো আজ আমাদেশ দেশ এর এই অবস্থা জত টপ লেভেল জব আর রাজনৈতিক পজিশন আছে সব বুড়াদের হাতে। তাই আমরা ভাল কথা কইলে কয় পাকনা হইয়া গেছ বেয়াদপ। ভাই আমার দেশ এর বুড়ারা স্বাক্ষর কিন্তু শিক্ষিত না।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
বিমুর্ত প্রতিচ্ছবি বলেছেন: চাকরি জীবনেও আমি অনেকটা নতুন, তাই দেখতেছি, ধীরে ধীরে বুঝতেছি আর শিখতেছি :-&
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: +++++++++++++++
আল্লাহ হেদায়েত দিন এদের। অন্তত চোখ খুলবার তাওফিক দিন !!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
বিমুর্ত প্রতিচ্ছবি বলেছেন: তারা চোখ থাকিতেও অন্ধ। আল্লাহ তাদের এই অন্ধত্ব থেকে মুক্তিদান করুন। আমিন......
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
বোকামন বলেছেন:
++++
জেগে থেকে চোখ বন্ধ করাকে ঘুম বলে না
আল্লাহ তাদের এই অন্ধত্ব থেকে মুক্তিদান করুন
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
আখিলিস বলেছেন: আল্লাহ এদের হেদায়েত দান করুন ।