![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকেই আমি খুব বোকাসোকা কিছিমের। রাজনীতি নামক মহানীতি কখনই বুঝতাম না। জানতাম ও না এই মহানীতির কারনে অনেকে দুর্নীতির পথে পরিচালিত হয়।
যেদিন থেকে বুঝতে শুরু করলাম আমাদের দেশে রাজনীতি দুর্নীতি ভাই ভাই, সেদিন থেকেই এই দেশের রাজনীতির প্রতি বৃতিষ্ণা আশা শুরু হল।
যতই বড় হচ্ছিলাম, রাজনীতির নোংরামী আমাকে ততই দূরে ঠেলে দিচ্ছিলো এই দেশের তৎকালীন খবর থেকে। ধিরে ধিরে আমি রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যাপার এ হয়ে উঠলাম সম্পুর্ন রুপে অজ্ঞ।
সত্য কথা বলতে, এখনকার সরকারের আলোচিত কিছু ব্যক্তিত্ব বাদে আমি আসলেও জানি না কে কোন মন্ত্রী, কোন অধিদপ্তরের মন্ত্রী। কখনই জানার কোন আগ্রহ জাগে নাই। আমার দৃষ্টিতে যে চোর সে চোরই, তার কোন দলমত আমার কাছে গ্রহনযোগ্য নয়। এমনকি পত্রিকাতেও এই সব খবর এড়িয়ে চলি। টিভি ও দেখি না।
এতক্ষনে হয়তো অনেকে ভাবা শুরু করেছেন কি পোস্ট এর হেডলাইন আর Content কি...
তো যাইহোক এইবার আসি আসল প্রসঙ্গে, আসল রায় ঘোষনার দিন। অন্যান্য দিনের মত অফিসেও গেলাম, সেদিন খুব সম্ভবত হরতাল ও ছিল। খুব স্বাভাবিক ভাবেই প্রথমে রায় শুনলাম। রায় মনপুঃত হয়নি বলে একটু খারাপ ও লাগছিল। but who cares..
কিন্তু জানিনা সন্ধ্যা আসতে আসতে আমার মাঝে কি হল, রাতে বেশ দেরিতে শাহবাগের Event দেখি কিন্তু তখন যাওয়ার মত মানসিক প্রস্তূতি ছিল না। রাতের ঘুম হল যন্ত্রনা নিয়ে, পরদিন সকাল থেকেই মেজাজ খিটখিটে হয়ে আছে। অফিসেও যথাসম্ভব চুপচাপ থাকলাম। একটা সময় আসলেই Feel করলাম আমার চোখের কোনে রাগে, দুঃখে পানি জমছে, বুঝতে পারলাম আমার শরীরেও বইছে আমার বাবার রক্ত, যিনি ছিলেন ১৯৭১ এর একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বুঝতে পারছিলাম আমার এই যন্ত্রনা মোচন এর জায়গা সেই শাহবাগ।
সেদিনও আমি শাহবাগ যাইনি অথবা যাওয়ার কথা চিন্তাও করিনি, কিন্তু বিবেকের টান আমায় মুক্তি দেয়নি। তাই অবশেষে ৭ তারিখ আমি প্রথম শাহবাগ গেলাম। Formal Dress পরে প্রথমে রাস্তায় বসতেও ভেতর ভেতর কেমন জানি লাগছিল। পরের দিন শুক্রবার, তাই আর কোন চিন্তা না করে বসে পড়ি জনগনের কাতারে। যোগদেই স্লোগানে, "তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা", "একটাই দাবি, রাজাকারের ফাসি"
সেই থেকেই শুরু, এরপরও বেশ কয়েকদিন গিয়েছি। অফিস এর কাজের জন্য হয়তো প্রতিদিন যেতে পারছিনা, কিন্তু আমরা আছি, আমরা থাকবো তোমাদেরই পাশে। বেশ কয়েকদিন পর, আজকে গিয়েছিলাম, আগামীকালও যাবো।
[এই পোস্টটি তাদের জন্য]
১। যাদের ধারনা এই আন্দোলন সরকারের সাজানো নাটক or ব্লা ব্লা... সময় আছে, চোখ খুলুন জেগে উঠুন। যতই দেরি করবেন, হয়তো পরে পস্তাবেন।
২। যাদের যুক্তি কেনো অন্যকোন সমস্যা নিয়ে কথা হয় না। আমার উত্তর, আপনি নিজে কখনো সেইসব সমস্যা নিয়ে পথে নেমেছেন কি? নাকি নিজের ঘরেই আপনি বন্দি? তাহলে আপনার কাছে এই আন্দোলন মুল্যহীন হবেই। কেননা যে, মুক্ত অবস্থাতেও বন্দিত্ব গ্রহন করে, তাকে স্বাধীন করার ক্ষমতা কোন মানুষের নেই।
ধন্যবাদ...।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
এম আর ইকবাল বলেছেন: আমাদের রাজনীতিতে নোংরা মানুষের সংখ্যা বেশী ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
সমকালের গান বলেছেন: ধন্যবাদ। জয় বাংলা।