নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাইক পাপি, বুদ্ধি পাপী যুবার

বিন এনাম

বিন এনাম › বিস্তারিত পোস্টঃ

তরুণ সমাজই বা কি ভাববে!

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৮

আমরা নতুন প্রজন্ম বলে, ৭১ এর মুজিবকে দেখার সৌভাগ্য আমাদের হয় নি।
তবে এখন যেহেতু দেশ চলছে মুজিবের আদর্শে, তাই বর্তমান আওয়ামীলীগের আদর্শকেই আমরা মুজিবের আদর্শ হিসেবে কল্পনা করব, আর এইটাই স্বাভাবিক।
তাহলে আজ আমরা কি দেখছি!!!! একনায়ক তন্ত্রের চরম ঊর্ধ্বগতি।
কি ভাবে সকল বাধা অতিক্ক্রম করে নিজের খেমতা টিকিয়ে রাখা যায় তার স্বরুপ।
তাহলে আমরা অর্থাৎ তরুন প্রজন্ম আস্তে আস্তে বুঝতে শুরু করছি ৭৫ এর চাপা ইতিহাস।
কি কারনে মুজিবকে হত্যা করা হয়েছিল!!!
যা হয়তবা চির দিন চাপায় পরে থাকবে। তবে হ্যাঁ সত্যের নিশান একদিন মুক্ত আবিরে উড়বেই।
আজ বঙ্গবন্ধু সাফারী পার্কে গিয়ে চিলুম।
সেখানেও বঙ্গবন্ধুর নামের সাথে তার আদর্শেরও প্রতিফলন দেখে ভালই লাগল।
আর এইটা ভেবে আর ভাল লাগল যে, তারা তাদের আদর্শকে আঁকড়ে ধরেছে এবং তার প্রতিফলন সবখানে ঘটাচ্ছে। হোক তা ভাল বা অন্ন্য কিছু। র‍্যাবের ডীজি বেনজির, বিজিবির ডিজি আজিজুর রহমান সকলেই তাদের স্ব স্ব অবস্থান থেকে তাদের আদর্শকে সন্মান ও প্রতিফলন করে যাচ্ছে।
যা বলছিলাম, গেটে ঢুকতেই দেখি ছাত্র লিগের সাথে স্টাফদের কথা কাটাকাটি। কিছুক্ষন পরে বুঝলাম, তারা তাদের নিজেস্ব মটরসাইকেল নিয়ে ভেতরে ঢুকতে চাইলে, লোকজন তাদের বাধা দেই।(তার আগে বলে রাখি সাফারি পার্কে কোন যান নিয়ে ঢোকা নাজায়েজ) ফলে জটলা তৈরি হয়।
বিস্ময় আমার ১৪ বসরের নারির যৌন জালার মতই প্রকট হইল, যখন নামাজের জন্য কোন মসজিদ না পেয়ে, বন-জঙ্গলে নামাজ পরতে হইল।
এইটাও হয়তবা তাদেরই আদর্শের বহিঃপ্রকাশ।
তাই, একটি কথা প্রকট হচ্ছে মনে। অন্তত তরুণদের সামনে তাদের ভাবমূর্তি অক্ষুণ্য রাখতে, নীতির পরিবর্তন জরুরি।

আমি, ৫২ দেখিনি, ৭১ দেখিনি,
দেখেছি ১৪,
তাই তো লীগের প্রতি আমার ভক্তি কাকের বিষ্ঠা তুল্য।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০১

কলাবাগান১ বলেছেন: শ্বয়নে স্বপনে বালিকাদের নিয়ে চিন্তা করলে ই নামাজের সাথে এর তুলনা করতে পারেন পেডোফাইলরা.....

আপনার ৭১ না দেখলে ও চলবে...... ১৪ই আগস্ট পালন করুন তাতেই চলবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.