![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ নিউমার্কেট এলাকায় মাইকে কইরা গলা ফাটাইতাছে, "বঙ্গবন্ধুর কারনেই দেশ স্বাধীন হইছে"।
আমি এই কথার বিরোধী না।
ছোট বেলা থেকেই সবার পরিচিত একটি প্রবাদ,
'আপনকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়'।
এই প্রবাদের ফ্ল তে বললে বলতেই হয়, তারা নিজের ঢোল নিজেই পেটাচ্ছে।
আজ জাতির জনক থাকলে হয়তবা তিনিই এরকম প্রচারের বিরুদ্ধে অবস্থান করতেন।
এই প্রচার গুল করে জাতির জনকের বিশাল অবদানকেই শুধু অবমাননা করা হচ্ছে না, তা ধুল ধুসরিত করা হচ্ছে।
২| ২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৫২
কলাবাগান১ বলেছেন: ওদের ভুল হয়েছে বংগবন্ধুর কথা না বলে গোলাম আযম দেশ স্বাধীন করেছে বলা উচিত ছিল
৩| ২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২২
যোগী বলেছেন:
সত্যি কথা বললে লাগে কেন?
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৮
অলুক তৎপুরুষ বলেছেন: কেন তা বলা দোষের হব? সতয বলার অধিকার কি মানুষের থাকবে না?