![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়স হল কুঁড়ি
তবুও মেলে না কোন জুড়ি
পেটে বেড়ে যাচ্ছে ভুঁড়ি
বুক ভরা ভালবাসা
মনের আকাশে মেঘ
হৃদয় সাগরে প্রবল ঢেউ
দেখলো না তো কেউ
লেখাপড়া আর কাজকর্মের ফাঁকে
মন যেন খুঁজে কাকে
বসন্তেরই ক্ষণ
উতলা এ মন
আজও কেউ বললো না ভালবাসি
আজও কেউ বললো না
শুধু তোমারই পাশেই আছি
আজও হল না প্রেম
শেষ হল না
মনের মানুষ খোঁজার গেম
আজও আমি একা
পেলাম না মনের মানুষের দেখা
©somewhere in net ltd.