![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা
সে তো তোমায় না বলা কথা
জীবন
সে তো তুমি ছাড়া শূন্য মরুভূমি
প্রেম
সে তো দুর দিগন্তের বিস্তৃত পথ
আশা
সে তো তোমার ভাবনায় বসে থাকা
কবিতা
সে তো তোমায় নিয়ে কল্পনার ছবি
বৃষ্টি
সে তো তোমার বিরহের অঝড় শ্রাবণ
ঝর্না
সে তো তোমার চঞ্চল হৃদয়ের ছোটাছুটি
বিরহ
সে তো তোমায় না পাওয়ার ব্যাথা
সুখ
সে তো তুমি ছাড়া আকাশ কুসুম
আকাশ
সে তো তোমার বিরহের সাক্ষী
মরণ
সে তো তোমায় না পাওয়ার একমাত্র কারণ
তাই তো ভালবাসতে
করো না বারণ
©somewhere in net ltd.