![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যদি চাও তোমায় দিয়ে দেবো
আমার এই প্রাণ
তুমি যদি চাও এই পৃথিবীকে ভেঙ্গে
করবো খানখান
তুমি যদি চাও তোমায় এনে দেবো
আকাশের সব নীল
তুমি যদি চাও খালি করে দেবো
নদী, নালা,খাল বিল
তুমি যদি চাও এনে দেবো
আকাশের চাঁদ, তাঁরা
সুন্দর করে সাজাবো জীবন
ফুলে ফুলে ভরা
শুধু কখনো বলো না তুমি
বলো না তোমায় ভুলে যেতে
তোমায় ছাড়া দেশান্তরে যাবো
ঘুরবো পথে ঘাটে
©somewhere in net ltd.