![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য ছাড়তে পারি
স্বর্গসুখের মায়া
তোমার জন্য হব আমি
বটবৃক্ষের ছায়া
তোমার জন্য হব আমি
ভোরের বেলার পাখি
মধুর সুরে গান গেয়ে
খুলবো তোমার আঁখি
তোমার জন্য হতে পারি
দুরের ঐ নীল আকাশ
মেঘ দেব বৃষ্টি দেব
যখন থাকবে হতাশ
তোমার জন্য হব আমি
নীলনদের ঢেউ
প্রশান্তি দেবো, ভালোবাসা দেব
যখন পাশে থাকবে না কেউ
তোমার জন্য হতে পারি
সবুজে ঘেরা পাহাড়
জুড়িয়ে দেব তোমার প্রান
থাকবে না যখন আহার
তোমার জন্য হব আমি
স্নিগ্ধ রাতের জোছনা
এত ভালবাসি কেন তুমি তা বুঝ না
তোমায় আমি বাসব ভাল
সারাজীবন ভর
কমবে না এ ভালোবাসা
করবো না কোনদিনও পর
©somewhere in net ltd.