![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বুকে জমানো আছে গভীর ভালবাসা
চোখের মাঝে আছে রঙিন কিছু স্বপ্ন
সে তো আমার জন্য নয়
এই ভেবে ভেবেই পাই আমি ভয়
তোমার মুখে আছে স্বর্গীয় হাসি
চেহারায় আছে নজরকাড়া মায়া
সে তো আমার জন্য নয়
শত চেষ্টা করেও পারলাম না
তোমার মন করতে জয়
জোর করে তোমায় পেতে পারি
তাতে কি লাভ
মাঝে মাঝে বিধিকে প্রশ্ন করি
কি এমন করেছি আমি
এই জীবনে পাপ
ভালো থাক সুখে থাক
গিয়ে তুমি দূরে
তোমার জন্য গাইবো গান
বেদনার সুরে
©somewhere in net ltd.