![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেবেছি তোমাকে
নীরবে আড়ালে
দিশেহারা এই আমি
সামনে তুমি এলে
রেখেছি তোমাকে
হৃদয়ের অন্তরালে
তুমি আমার সুরেলা পাখি
শুকনো গাছের ডালে
দেখেছি তোমাকে
স্বপ্নের সেই রাজপ্রাসাদে
তাঁরা হয়ে আছ তুমি
রাতের নীল আকাশে
ভালবেসেছি তোমাকে
কেন তা জানি না
তুমি যে আমার
ভালবাসার শেষ ঠিকানা
©somewhere in net ltd.