![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে দেখা না হলে ভেবো না
ভূলে গেছি আমি
যেমন আমি তোমার ছিলাম
ঠিক তেমনই আছি
তোমার সাথে কথা না হলে ভেবো না
ছিঁড়ে গেছে বাধন
জেনো আমি আর আমি নেই
হারিয়েছি আমার চেতন
তোমার উপর রাগলেও ভেবো না
হারিয়ে গেছে ভালবাসা
জেনে রেখো তুমিই আমার
বেঁচে থাকার একমাত্র আশা
যেখানেই যাই, যতদূরেই থাকি
তুমি শুধু আমারই
হৃদয় রাজ্যে তুমি আমার
স্বপ্নলোকের রাজকুমারী
©somewhere in net ltd.