![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্ণিমার চাঁদ তুমি
জোছনার আলো
তাই তো তোমায় জীবন দিয়ে
বাসি আমি ভালো
সমুদ্রের ঢেউ তুমি
কালবৈশাখীর ঝড়
হঠাৎ করে জীবনে এলে
হঠাৎ হলে পর
পাহাড়ের ঝর্ণা তুমি
বরফ গলা নদী
তোমার বিরহে বসে আমি
একা একা কাঁদি
আকাশের নীল তুমি
মেঘ ভাঙ্গা বৃষ্টি
শুধু তোমাকেই খুঁজে
আমার দুটি চোখের দৃষ্টি
©somewhere in net ltd.