![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল আমার একটা ব্লগ পড়ে বা আমার সাথে ফোনে কথা বলে আমাকে খুব ভালো ছেলে এবং ব্যাক্তিগত জীবনে বন্ধু হিসেবে গ্রহন করার চিন্তা করবেন না প্লিজ।আমি আসলে মানুষ সুবিধার না।আমি কাওকেই পরোয়া করি না।ব্যাক্তিগত ইচ্ছের প্রাধান্য দিয়ে যেকোন অপ্রয়োজনীয় কাজকে গূরুত্বপূর্ন মনে করে করা আমার বাহুল্য দোষ বলতে পারেন।ধর্মের আফিমখোরদের প্রতিও আমার যথেষ্ট এলার্জি বিদ্যমান।
ফুসফুসে জমানো নিকোটিন তুমি থেকো সাক্ষী,
নিতান্ত ঘুমের কারনে
বালিকা আমায় একা রেখে, ঘুমাচ্ছে।
ফেবুর নীল সাদা বর্ডার তুমি সাক্ষী থেকো,
চোখ বুজে থাকার সামান্য সুখের জন্য,
বালিকা আমার,আজ দিয়েছে তুলে ব্যবধানের অদৃশ্য প্রাচীর।
আমার ধমনীর বহমান রক্তকনিকা,আমার নির্ঘুম চোখ,
অব্যাক্ত কথার ভীড়ে একাকিত্ব আমার,
অভিমানের হুংকারে থেমে যাওয়া প্রান,
তোমরা শুনে রাখো,বালিকাকে ছাড়া রাতটা কাটে না আমার।
চেয়ে আছি তাই রাতের আকাশে,
যদি শুকতারায় মিশে বালিকা আসে পাশে,
আর তো দেরি সয় না আমার।
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
ফেরদৌস ফয়সাল বলেছেন: হুম ঘুম আসার চান্স একদমই নেই।
২| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
পুলক বিশ্বাস বলেছেন: ভালো লেগেছে।
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
ফেরদৌস ফয়সাল বলেছেন: ধন্যবাদ।
৩| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।
২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬
ফেরদৌস ফয়সাল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
"তোমরা শুনে রাখো,বালিকাকে ছাড়া রাতটা কাটে না আমার। "
-তা'হলে তো ঘুমের সুযোগ নেই, এভাবে না হয় অন্যভাবে নির্ঘুম!