![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
কবি, সাহিত্যিক ও লেখকরা যুগে যুগে সমাজের যেমন উপকার করেছেন তেমনি কেউ কেউ ক্ষতি ও করেছেন অনেক! যদিও ক্ষতির চেয়ে উপকারের পাল্লাটাই ভারী বেশি, এটাই আস্থা ও আশ্বাসের কথা। তাঁরা সাধারণ মানুষের আবেগ ও অনুভূতিগুলোকে নিয়ে খেলেছেন ইচ্ছে মতো। বর্তমানে খেলছেন, ভবিষ্যতেও খেলবেন। আবেগ ও অনুভূতি নিয়ে খেলাটাও দোষের কিছু নয়।কারণ আবেগ ও অনুভূতির মনো-জাগতিক রাজ্যটিও আমাদের জীবনযাপনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। তবে কবি, সাহিত্যিক বা লেখকমাত্রই উচিত মানুষের আবেগ ও অনুভূতিগুলোকে নিয়ে খেলার পাশাপাশি গল্প বা লেখার সঞ্চালন ও পরিণতিতে সমাজ, রাষ্ট ও সভ্যতার অসঙ্গতি ও সমস্যাগুলোকে তুলে ধরা কিংবা বিভিন্ন অসঙ্গতি ও সমস্যা থেকে উত্তোরণের পথ সমাজ, সভ্যতা ও রাষ্টকে দেখিয়ে দেয়া । লেখনিসত্ত্বার মাধ্যমে লেখকের নিজের এবং সমাজের মানুষগুলোর সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও কল্পনা তুলে ধরে নির্মল আনন্দ দান করা এবং সমাজব্যবস্থা ও সমাজের মানুষগুলোর মানসিক ও জৈবিক প্রবৃত্তিগুলোকে অপেক্ষাকৃত উন্নততর চিন্তা-চেতনার পথে নিয়ে যাওয়া।
©somewhere in net ltd.