![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
আপনার অপকর্ম আপনাকে জীবনব্যাপী তাড়া করে ফিরবে আপনার পিছু পিছু, তাই আপনার নৈতিক অবস্থান ধরে রাখুন আর অপকর্ম থেকে নিজেকে দূরে রাখুন ।এতে আপনি যেমন ভাল থাকবেন, শান্তিতে থাকবেন তেমনি ভালো থাকবেন, শান্তিতে থাকবেন আপনার চারপাশের আপনজনেরাও। শৈশব কাল থেকেই সৎ ও ভাল কর্ম করে যাবেন তাহলে যৌবন পেরিয়ে বৃদ্ধ বয়সে শান্তি লাভের জন্য আপনাকে মন্দির-মসজিদ-গির্জা-প্যাগোডায় গিয়ে অশ্রু বিসর্জন দিয়ে আক্ষেপ করতে হবে না। ধর্মের ধ্বজা ও লেবাসধারীর কাছে নিজেকে বিকিয়ে দেবেন না, আপনার ব্যক্তিত্ববোধ ধরে রাখুন। শৈশব থেকেই আপনার সন্তানদের শুভ ও ভাল কর্মের প্রতি উৎসাহিত করুন। আধুনিক বিজ্ঞান নির্ভর জ্ঞানের প্রতি অনুরাগী করে তুলুন। ধর্মের আড়ালে আপনার সন্তানকে মৌলবাদী করে তুলবেন না। জীবনব্যাপী মানসিক শান্তিতে জীবনযাপনের অন্যতম উপায় সততা ও পরিশ্রমের দ্বারা আয় করে জীবন নির্বাহ করা। অপরের উপকার করার সামর্থ আপনার নাও থাকতে পারে তবে ক্ষতি করার চেষ্টা করবেন না। ভাল সম্পর্ক রাখুন আপনার চারপাশের মানুষগুলোর সাথে। তারাও আপনার সাথে অনুরুপ আচরণ করবে। সম্পর্কের গভীরতম আলিঙ্গনে ভালোবাসুন প্রকৃ্তিকে, প্রকৃ্তিও আপনাকে শান্তির স্নিগ্ধতা দিয়ে সেবা দেবে পরম মমতায়। অপরকে মূল্যায়ন করার মানসিকতা ত্যাগ করবেন না, নিজেও অপরের কাছ থেকে মূল্যায়ন পাওয়া থেকে বঞ্চিত হবেন না। নিজে ভাল থাকুন, অপরকে ভাল রাখার চেষ্টা করুন!
©somewhere in net ltd.