নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

জ্ঞাত কিংবা অজ্ঞাতসারে আমরা প্রত্যেকেই যেন এক একজন ব্যবসায়ী!

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫

কেউ ব্যবসা করে মানবতাকে পূঁজি করে, কেই মানুষকে নিয়ে, কেউ পশুকে নিয়ে, কেউবা মানুষ কিংবা পশুর হাড়-গোড়, রক্ত-মাংস-চামড়া, কিডনি, হৃদপিন্ড কিংবা ফুসফুস নিয়ে! এতে অবাক হওয়ার কিছু নেই! কেই ব্যবসা করে মানুষের শ্রমকে পুঁজি করে, কেউবা মানুষের দেহ কিংবা রূপ-সৌন্দর্যকে ব্যবহার করে! কেউ ব্যবসা করে মানুষকে ভালো রাখা কিংবা ভালো করা নিয়ে কেউবা মানুষকে মারা নিয়ে! তা না হলে ডাক্তার কিংবা ভাড়াটে কিলারের জন্ম হল কি করে! কেউ ব্যবসা করে ধর্মকে নিয়ে কেউবা ধর্মের অনুসঙ্গকে নিয়ে। কেউ ব্যবসা করে নিজের বিশ্বাসকে দিয়ে কেউবা অন্যের বিশ্বাসকে পুঁজি করে! কেউ ব্যবসা করে পয়সা কামিয়ে আনন্দ-ফূর্তি করতে, কেউবা নিজে কষ্ট করে অন্যকে আনন্দ দিয়ে জীবন ও জীবিকার তাগিদে! কেউ ব্যবসা করে যুদ্ধকে পুঁজি করে কেউবা শান্তিকে ব্যবহার করে! কেউ ব্যবসা করে প্রেম-ভালোবাসা কিংবা যৌনতাকে বেঁচে, কেউবা এসবের অনুষঙ্গকে অবলম্বন করে। কেউ ব্যবসা করে নিজের বুদ্ধিবৃত্তিকে বেঁচে কেউবা অপরের বুদ্ধিবৃত্তিকে ব্যবহার করে! আমরা প্রত্যেকেই একে অপরের জীবনের কোন না কোন অনুষঙ্গকে বেঁচে নেই নিজের ব্যবসার পণ্য হিসেবে কেবল জীবন ও জীবিকার তাগিদে! জ্ঞাত কিংবা অজ্ঞাতসারে আমরা প্রত্যেকেই যেন এক একজন ব্যবসায়ী! কেবল ব্যবসাকে র‍্যাপিং করে তার উপরে এটে দেই এক এক ধরনের পেশার নাম!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.