![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
যে দেশের গোয়েন্দা বাহিনী ও প্রতিরক্ষা সেক্টরের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি বর্গ প্রতিপক্ষকে ঘায়েল বা ধ্বংস করতে গোপনে গোপনে বিভিন্ন জঙ্গীগোষ্ঠীর সাথে আঁতাত করে , যে দেশে বিরোধী মত এবং মুক্তচিন্তার দর্শনকে উচ্ছেদ করতে জনগনকে উস্কে দেয়া হয় কিংবা গোয়েন্দা বাহিনী , পুলিশ প্রশাসন ও প্রতিরক্ষা সেক্টরের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি গোপনে জঙ্গীগোষ্ঠীর সাথে মিশনে নামেন সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী , প্রধানমন্ত্রী নিরাপদ থাকে কি করে!! গোয়েন্দা বাহিনী , পুলিশ প্রশাসন ও প্রতিরক্ষা সেক্টরের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির ভাবা উচিত নয় কি যে বিষদাঁত ওয়ালা গোঁখড়ো সাপ নিয়ে খেলা করলে তার ছোঁবলেই একদিন ……………… !!!! “আত্মঘাতী জঙ্গী হামলায় পাকিস্থানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রীসহ অনেকেই নিহত!! পাকিস্থানের এমন ঘটনায় অবাক হওয়ার তেমন কিছু দেখি না, কেবল আফসোস করি! কামনা করি তাদের শুভবুদ্ধির উদয় হোক!!
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩১
রায়হান চৌঃ বলেছেন: দেখেতে পান নি ? সেই গোঁখড়ো সাপ গুলো কি ভাবে ৫৭ জন দক্ষ বীর কে নিমিষেই মাটিতে মিষিয়ে দিয়ে দাঁত কেলিয়ে হাঁসছে........ আর মনে মনে বলছে রৌমারির প্রতিষোধ টা এত দিনে নেয়া হয়েছে, আর বীর দর্পে বন্ধুর রুপ ধরে বাংলা কে চুষে খাচ্ছে !!
অবাক হওয়ার মতো তেমন কিছু দেখিনা......... বাংলাদেশী নেতা রা তার পর ও গোঁখড়ো সাপ পুষে গোঁখড়ো সাপ নিয়ে খেলা করে