নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

মসজিদে মসজিদে ইমাম সাহেবরা যে দিন থেকে নিজেদের পরিশোধনের বয়ান দিতে শুরু করবেন সেদিন থেকে হয়তো মুসলিম বিশ্বে সন্ত্রাস কমতে শুরু করবে, অন্যথায় ………………………!!

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৩

মাঝে মাঝেই কিছু কিছু মুসলিম রাষ্ট্রনেতার কথায় আমি বড়ই কনফিউসড!! মুসলিম বিশ্বকে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান এই রাষ্ট্রনেতারা। কিন্তু মুসলিম বিশ্বের ৮০% ই তো আজ ভয়ংকর অস্ত্র আর বোমার আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত!!! কাজেই কেবল সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার কথা বললেই হবে না মুসলিমদেরকে নিজেদের পরিশোধনের কথাও ভাবতে হবে এবং সেই পরিশোধনের আহবান জানাতে হবে!! মসজিদে মসজিদে ইমাম সাহেবরা যে দিন থেকে নিজেদের পরিশোধনের এই বয়ান দিতে শুরু করবেন সেদিন থেকে হয়তো মুসলিম বিশ্বে সন্ত্রাস কমতে শুরু করবে, অন্যথায় ………………………!!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৪

বিষক্ষয় বলেছেন: another h**du expert on Islam

২| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: বিষক্ষয় বলেছেন: another h**du expert on Islam

৩| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৪

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: তুমি মিয়া ত মুসলমানদের সম্পর্কে বহুত জানো!!! ভারতের হিন্ধুদের সম্পর্কে একটু বয়ান কর ত ঐ যে আরএসএস,বিজিপি আরও কিকি যেন আছে?? থাইল্যান্ডে হামলা করলা কে?? কিছুদিন আগে কোন দিপে যেন গুলিচালিয়ে ৭৭ জনকে হত্যা করলো কে?? আফগানিস্তানে,ফিলিস্তিন,ইরাকে সিরিয়ায়,লেবানন বা আপনার কথায় সেই সব মুসলিম দেশে হামলার শুরুটা করছে কারা???

ব্লগিং করতে আসছেন নিজের মাথাটা একটু খাটাইয়া লিখেন,মুসলিমদের আঘাত করে এমেরিকার ভিসা পাওয়ার চিন্তায় থাইকেন না।

কয়বার মসজিদেগেছেন? কয়টা ওয়াজ মহফিলে গেছেন,কি জানেন ইসলাম সম্পর্কে,সন্ত্রাস সম্পর্কে ইসলাম কি বলে জানেন?? জেনে তার পর এই সব ফালতু লিখা পোষ্ট দিয়েন।

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৮

বীরেশ রায় বলেছেন: হিন্দু দের উৎপীড়নে হিন্দু রা নিজেরা ধ্বংসও অনেক হয়েছে!! আর সংস্কারের জন্য কু প্রথা, অপসংস্কৃতি , ধর্মের নামে ভন্ডামিকে আঘাতও করা হয়েছে অনেক এবং হচ্ছে!!

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩

চলন বিল বলেছেন: মসজিদগুলোতে আত্মসংশোধনের ওপরেই জোর দেয়া হয়। পাবলিক শুনে না।
তো ভাইসাব , এবার গুজরাট দাঙ্গায় আড়াই হাজার মুসলিম নিধনের ব্যাপারে ১-২ লাইন লেখেন। কারা ঘটিয়েছিল এ হত্যাকাণ্ড? হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধে আপনাদের কলম চলে না কেন?

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯

বীরেশ রায় বলেছেন: হিন্দু দের উৎপীড়নে হিন্দু রা নিজেরা ধ্বংসও অনেক হয়েছে!! আর সংস্কারের জন্য কু প্রথা, অপসংস্কৃতি , ধর্মের নামে ভন্ডামিকে আঘাতও করা হয়েছে অনেক এবং হচ্ছে!!!

৫| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৩

রানার ব্লগ বলেছেন: এরে ওরে গালা গাল না কোরে আগে নিজেদের দিকে তাকাই, মুসলিম হিসাবে আমরা নিজেরা কত টুকু সচেতন ?? আর ততো কথিত ওয়াজ মাহফিল শুনে যদি ইসলাম সম্পর্কে ধারনা নিতে যাই , মোনে হয় না ভালো কাজ হবে, বিশেষ করে আমাদের দেশের কিছু মওলানা নামধারি দের ওয়াজ, যাদের বেশিরভাগই সম্পূর্ণ রুপে অশিক্ষিত।

৬| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ami bujteci na , kicu user keno galagal korcen ekane ? Tini onno dhormer bole ? Lekhok illogical kkicu bolecen?
E dhoroner manoshikota porihar korte pari ni bolei aaj amader muslim der majhe unity , honesty , courtesy sob lop peyece..jara kharap vasha bebohar korecen taader musolmanitto niye jothestho sondeher obokash ace..tara islam , muslim sombondhe jothestho knowledge raken na..haa , lekhok hoyto evabe bolte parten , bissho muslim leader ra ekshathe eshe taader vul gulo rectify kore nijeder self evaluation e monojog dite pare..edik diye lekhoker lekhay unnoti korar kotha bola jetei pare...

৭| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৮

বিদেশ পাগলা বলেছেন: বীরেশ রায় ---আপনারা নিজেকে অনেক জ্ঞানী ও চতুর মনে করেন আর জ্ঞান দান করতে থাকেন সকল ছাত্র কে । আপনাদের মত বোকা বকরী রাম ছাগলদের জন্য দুঃখ ও হয় আবার ঘৃনা ও হয় । দুটো দান খয়রাত খাওয়ার জন্য দালালি পতিতাগিরি আর কত কাল করবেন ? ভাল কিছু লিখেন । একটা জিনিস মনে রাখবেন এই ডিজিটাল যুগে কেউ আপনাদের মত রামছাগল না । অনেক ভাল বুঝে দুনিয়া সম্পর্কে ....... ! মুক্তমনা নাম দিয়ে মানুষ কে মল-মুত্র খাওয়ানোর অধিকার কেউ আপনাদের দেয় নাই বুঝলেন যে যা ইচ্ছা তাই করবেন । আর প্রগতি, আধুনিকতা ও স্বাধীনতার নামে (লেবাসে)আপনাদের শ্রেষ্ট দর্শন আবিষ্কার ---“ সমকামী ” বানাতে কাউকে উৎসাহ দিবেন না দয়া করে । আপনারা লেজ কাটা কুকুর কিন্তু আমাদের কেন লেজ কাটতে পরামর্শ দেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.