![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
বাঙ্গালী মগজ ও মেধা হতে বের হওয়া বুদ্ধি থেকে এর থেকেও বোকামীপূর্ণ খারাপ কিছু ঘটনা ঘটতে পারতো কিন্তু তা ঘটেনি! এটাই আমাদের সান্ত্বনা ও নিজেকে বোঝানোর বা প্রবোধ দেওয়ার একমাত্র সম্বল ! দিন দিন বোধহয় দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ গুলো শান্তপ্রিয় মেধাবীদের বসবাসের অযোগ্যই হয়ে পড়ছে । তাই শান্তপ্রিয় মেধাবীরা এখন গ্রাজুয়েশন করে স্কলারশীপ নিয়ে বিদেশে যাওয়াই নিরাপদ ও অনেক বেশী ভালো মনে করছেন। মেধাবীরা এই আবর্জনার দেশে , এই আগাছার দেশে থাকার পক্ষে নয় । সুযোগ পেলেই আমাদের মেধাবীরা এখন দেশ ত্যাগ করছে কারণে – অকারণে । যে দেশে মেধার মূল্য ও মর্যাদা প্রতিনিয়ত ভূলুন্ঠিত সে দেশ থেকে কারণে অকারণে মেধা পাচার হওয়াটাই স্বাভাবিক। প্রতিনিয়ত অতুর্কিত হামলার শিকার ও তার আইনি প্রতিকার না পেয়ে সংখ্যালঘুদের মনে যেমন দেশের প্রতি বিতশ্রদ্ধভাব, দেশ ত্যাগের প্রবল বাসনা মনের অজান্তেই নাড়া দেয়; বিশ্ব বিদ্যালয়গুলোতে মেধাবীদের অবস্থা আজ সেই সংখ্যালঘুদের মতোই । বলা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপ্রিয় মেধাবীরা আজ সংখ্যালঘু । কাজেই মেধাবীদের ভাবা দরকার কেবল মেধা দিয়েই এই দেশে টেকা যাবে না, রাজনীতিবিদরা যতোই আশ্বাস দিক তাদের মন ভূলানো কথায় রাষ্ট্র আপনাকে সেই নিশ্চয়তা দেবে না ; দিতে পাড়ছে না! মেধার সাথে মেরুদ্বন্ডও সোজা করতে হবে শান্তিপ্রিয় মেধাবীদের! আর তা না হলে কেবল শান্তিতেই বাঁচতে হলে এ দেশ থেকে সরে পড়াই শ্রেয়! অধ্যাপক জাফর ইকবাল সাহেব- আপনি বাঙ্গালীর গর্ভে জন্ম নিয়েছেন ঠিকই কিন্তু মাঝেই মাঝেই হয়তো ভূলে যান বাঙ্গালী একটি সংকর জাতি; এ জাতির ডিএনএ সত্ত্বায় মিশিয়ে দেয়া হয়েছে পিতাকে হত্যা করার মতো লিথাল জিন!
২| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪
আলী আকবার লিটন বলেছেন: হ্যালো ,জাফর ইকবাল !!!,
ওরা আমার গায়ে হাত দিয়েছে,"
____"জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক
"ওরা আমাকে ঘুষি মেরেছে"
___ অধ্যাপক সৈয়দ সামছুল ইসলাম
"ওরা উপাচার্যের কথামত এই হামলা করেছে , ব্যানার কেড়ে নিয়েছে, আমি চিন্তা করতেও পারি নাই এমন ভাবে শিক্ষকদের লাঞ্ছিত হতে হবে""
___ মোহাম্মদ জাফর ইকবাল!
এর পরেও আমি আশা করি না জাফর ইকবালদের হুঁশ হবে,
এর পরেও আমি আশা করি না জাফর ইকবালদের মিথ্যা লিখা বন্ধ হবে
এর পরেও আমি আশা করি না জাফর ইকবালদের চেতনায় অল্প কিছু আঘাত লাগবে
কারন!ছাত্রলীগ আজ এক রাক্ষসের নাম, আর এই রাক্ষসের রচয়িতা হচ্ছেন এই জাফর ইকবাল রা।রাক্ষসের ভুবনে স্বাগতম জনাব জাফর ইকবাল।
৩| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
"তাই শান্তপ্রিয় মেধাবীরা এখন গ্রাজুয়েশন করে স্কলারশীপ নিয়ে বিদেশে যাওয়াই নিরাপদ ও অনেক বেশী ভালো মনে করছেন। "
আপনি কি মেধাবী?
৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৪
বীরেশ রায় বলেছেন: না রে ভাই!! মেধাবী হলে তো দেশের এই অবস্থায় বিদেশেই যাইতাম!!!!!
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮
আমি আবুলের বাপ বলেছেন: এতদিনে বুঝলেন?যাক ছাত্রলীগের মাইরে ্তাইলে শিক্ষা হইছে।