নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

আমরা কি ধরে নেব এদের উল্লেখ যোগ্য একটা অংশ টাকা ওয়ালা বাপ-মায়ের বখে যাওয়া দুলাল-দুলালী!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

টাকা ওয়ালা (হতে পারে এই তরুণদের অনেকেই সাধারণ পরিবারের সন্তান) বাপ-মায়ের দুলাল-দুলালীদের ভ্যাট প্রত্যাহারের জন্য আন্দোলনের যৌক্তিকতা থাকলেও এই আন্দোলনে সামিল তরুণ প্রজন্মের হাতে থাকা বিভিন্ন প্লেকার্ডে লেখা বিভিন্ন শিষ্টাচার বর্জিত ভাষা ও আঁকা-আঁকি কতটুকু যৌক্তিক?আমরা অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গ্রাজুয়েট করা ছেলে মেয়েদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি, সেটা কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর এই তরুণদের হাতে লেখা ও আঁকা প্লেকার্ডগুলোর ভাষায় আরও স্পষ্ট হল না? সমাজের অশিক্ষিত বখে যাওয়া ছেলে-মেয়েদের ভাষার সাথে আন্দোলনের অনেক প্লেকার্ডে লেখা বিভিন্ন শিষ্টাচার বর্জিত ভাষা ও আঁকা-আঁকির তেমন কোন পার্থক্য নেই। তাহলে আমরা কি ধরে নেব এদের উল্লেখ যোগ্য একটা অংশ টাকা ওয়ালা বাপ-মায়ের বখে যাওয়া দুলাল-দুলালী! এদের অধিকাংশই বাপের পকেট থেকে টাকা এনে ঠিকই একটার পর একটা বেন্সন কিংবা গোল্ডলিফ সিগারেট জ্বালায় নয়তো গার্ল /বয় ফ্রেন্ডদের নিয়ে হটডগ, বার্গার কিংবা কোমল পানীয় সাবার করে(যদিও এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার)। তাদের এই ন্যার্য আন্দোলনে প্লেকার্ডে এভাবে লেখা বিভিন্ন শিষ্টাচার বর্জিত ভাষা ও আঁকা-আঁকি সত্যি হাস্যকর ও বাঙ্গালী জাতির জন্য এটা লজ্জাজনক! যদিও আমি ব্যক্তিগত ভাবে শিক্ষায় আরোপিত ভ্যাটের পক্ষে নই এবং তাদের দাবির সাথে একমত কিন্তু আন্দোলনের নামে প্লেকার্ডে এভাবে অশোভন ভাষার প্রয়োগ ও আঁকা আঁকিতে খুবই লজ্জিত!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

নীল আকাশ বলেছেন: ধরে নেয়ার কিছু নেই । এটাই সত্য । প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ির বহর দেখে কি তা বোঝা যায় না? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চলাফেরা আচার আচরন কি চোখে পরে না আপনার ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.