![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
“নিয়তি ও ভাগ্যের উপর কারো হাত নেই”
-সৌদি আরবের গ্রান্ড মুফতি
মানে ওনার মতে সৌদি আরবের এত এত লাশ আল্লাহর ইচ্ছায় হয়েছে।
আবার ফেসবুকে এক মুমিন বান্দার এক কমেন্টের লেখাটা এরকম-‘ আপনারা জানেন হজ করতে যাওয়া হাজিদের হজের পাশাপাশি আর একটা নিয়ত থাকে তা হল তারা যেন সৌদি আরবে হজ করতে গিয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন!’
আবার কেউ কেউ বলেন হজ করতে গিয়ে কেউ মারা গেলে নাকি তার বেহেস্ত কনফার্ম! জানি না এই সব পাবলিক ডায়লগের সত্যতা কতটুকু আছে। আপাততঃ তা জানারও তেমন ইচ্ছে নেই।
তবে ভাগ্যিস উপরোক্ত সৌদি আরবের গ্রান্ড মুফতির কথাগুলো বাংলাদেশের কোন নাস্তিক ব্লগার কিংবা কোন বিধর্মী কয় নাই! তাহলে এতক্ষণে ৫৭ ধারায় ...............।
মূল আলোচনা ---
ধর্মীয় দর্শন মতে কথাটা তো মিথ্যা না। আমরা এত এত লোক হুদা কামে সৌদি সরকারকে, সৌদি রাজ পরিবারকে দোষারোপ করছি। রাস্তা-ঘাটে, কলকারখানায় এত এত দূর্ঘটনা; ভূমিকম্প, জলচ্ছাস, ঘূর্ণিঝড়, রোগ শোক, মহামারি, চুরি ডাকাতি, খুন খারাবি, মারামারি, বোমাবাজি সবই তো নিয়তি ও ভাগ্যের পরিণতি!
সব ধর্মেই এমন অনেক কথা কমবেশি পাবলিকলি ঘুরে বেড়ায় যার কোন কোনটি কখনো কখনো ধর্মীয় দর্শনের সাথে অনেক সাদৃশ্যপূর্ণ কিন্তু বাস্তবে আমরা কি ধার্মিক কি নাস্তিক সবাই সেই কথা গুলোকে পাশ কাটিয়ে চলি বাস্তবতার নিরিখেই। তবে এসব ঘটনাকে ধর্মীয় দর্শনের ছাঁচে ঢুকিয়ে দিয়ে বোকামিটা করেন ধর্মান্ধ মুর্খরাই।
©somewhere in net ltd.