নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

আপনি কি নিষ্পাপ একজন মানুষ? একটু মিলিয়ে দেখুন তো নিচের কয়টি কাজ আপনার দ্বারা সাধিত হয়েছে?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

বর্তমানে পৃথিবীতে এমন কোন লোক কি খুঁজে পাওয়া যাবে? যে কিনা নিচের সংযুক্ত কাজগুলোর একটারও সাথে সম্পৃক্ত নেই!
 পিতা-মাতার অবাধ্য হওয়া
 প্রতিবেশীকে কষ্ট দেয়া
 অন্যায়ভাবে মানুষ হত্যা করা
 অহংকার করা
 ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা
 চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)
 অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা
 উপকার করে খোটা দান করা
 মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা
 পিতামাতাহীন বা যে কারো সম্পদ আত্মসাৎ করা
 পেশাব থেকে পবিত্র না থাকা
 মিথ্যা কসম খাওয়া
 মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা
 জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া ( জোড় পূর্বক স্ত্রীর সাথে সঙ্গম করাও এক প্রকার ব্যভিচার )
 মিথ্যা কথা বলা
 মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা
 মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা
 কোন অপরাধীকে আশ্রয় দান করা
 ওজনে কম দেয়া
 পরীক্ষায় নকল করা
 ভেজাল পণ্য বিক্রয় করা
 ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা (ঝগড়া-বিবাদ করা কি পাপের মধ্যে পড়ে না?)
 মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা
 খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো
 জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা
 অসাক্ষাতে কারো দোষ চর্চা করা
 দাঁত চিকন করা
 সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা
 অতিরিক্ত চুল সংযোগ করা
 পুরুষের নারী বেশ ধারণ করা
 নারীর পুরুষ বেশ ধারণ করা
 বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো
 পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া
 চুরি ডাকাতি করা
 সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা
 ঘুষ লেন-দেন করা
 জুলুম-অত্যাচার করা
 অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা
 প্রতারণা বা ঠগ বাজী করা
 লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা
 স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা
 পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা
 কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া
 স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা
 বেশী বেশী অভিশাপ দেয়া
 বিশ্বাস ঘাতকতা করা
 অঙ্গীকার পূরণ না করা
 আমানতের খিয়ানত করা
 আত্মহত্যা করা
 আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা
 মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা
 জুয়া খেলা
 অদৃশ্যের খবর জানার দাবী করা
 ঋণ পরিশোধ না করা
বলা যায় নিম্নোক্ত গুলো একান্তই ইসলামী পাপ!
 আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার-ফয়সালা করা
 হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা।( প্রকৃত পক্ষে হিল্লা বিয়ে হল যৌন তাড়িত হয়ে ভালো লাগা কোন নারী যার সামাজিক নিরাপত্তা থাকে না তার সাথে যৌন লালসা চরিতার্থ করার একটা কপট উপায়)
 নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা
 মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে অন্যায়ভাবে লড়ায়ে লিপ্ত হওয়া (যদিও এখানে হওয়া উচিত ছিল মুসলিম এর জায়গায় মানুষ)
 পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা
 মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা
 গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া
 তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো
 বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না
 মিথ্যা স্বপ্ন বর্ণনা করা
 যাদু-টোনা করা ( যাদু –টোনা তো মিথ্যা সেটা আবার করা যায় কিভাবে?)
 জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন
 সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ
 যাদুর বৈধতায় বিশ্বাস করা
 মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন
 বিনা প্রয়োজনে তালাক চাওয়া
 যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট
 স্বামীর অবাধ্য হওয়া
 স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা
 স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা
বিঃ দ্রঃ ধর্মীয় গ্রন্থ থেকে সংগৃহীত পাপকাজ!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

ভিটামিন সি বলেছেন: আমি ৩.৫টা খেলাপ করছি। .৫টা বলি:
আপনি বলেছেন, "বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো"।
আমি আমার স্ত্রীর দিকে কামনার দৃষ্টিতে তাকাই। স্ত্রী তো বিপরীত লিঙ্গ।

ওহ্ একটা ভাবনা মিলে আছে। তবে এখন না। যখন দেখব যে আমার আর কিছু দেয়ার নেই পৃথিবীকে, তখনই এই পথে যাব।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

নতুন বলেছেন: আগের কাজ ধরলে ৫/৬টা হবে আর এখন ২/৩টা হয়...

ভিটিমিন সি ভাই ভাবি কিন্তু ইভ টিজিং এর মামলা করবো :)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

রোষানল বলেছেন: সবই কম বেশি করছি কিন্তু একটা কাজ ১০০% করিনি তা জোর গলায় বলতে পারব।
সেটা হলঃ আত্মহত্যা করা লুল :-B

৪| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

ভিটামিন সি বলেছেন: @ নতুন দাদা, এই কথায় কোন স্ত্রী যে অখুশি হবে এবং মামলা করতে পারে আমার জানা ছিল না। তবে ঘটনা হইল গিয়া, আমার স্ত্রী তো আর এই ব্লগ পড়ে না। হেয় আমারে ব্লগে লেখালেখি ছাইড়া দিতে কয় (কয়েকজন ব্লগার যে লেখালেখির কারনে খুন হয়েছে সেজন্য)। আমার প্রথম কমেন্টের শেস লাইন কিন্তু এই পোষ্টের ৩ নং কমেন্টের বিষয়বস্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.