নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

এই সুন্দরীদের কিছু কষ্টের কথা!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২

শুরুতেই সবকিছুকে কি স্পষ্ট করে বোঝা যায়? আমার মতে – বোঝা যায় না! বোঝা বড়ই দায়!! এই যেমন আমার এই শিরোনাম। এর যদিও একটা ভাষাগত স্পষ্টতা রয়েছে তথাপি একটা ভিন্ন অর্থও আমি সৃজনশীলভাবে বানিয়েছি। কেননা এখন সৃজনশীল না হলে প্রতিযোগিতায় টেকা বড়ই কঠিন! আজকালের পোলাপাইন পড়ালেখাই তো করছে সৃজনশীলভাবে, পরীক্ষা দিচ্ছে সৃজনশীল প্রশ্ন দিয়ে! তাই বলা যায় এযুগের পোলাপাইন বড়ই সৃজনশীল। বলা যায় এ দুনিয়াটাই একটা সৃজনশীলের কারখানা! যা হোক আমার শিরোনামের সৃজনশীল দিকটা একটু বলি। ‘সুন্দরীদের’ শব্দটি একটি সন্ধি সাধিত শব্দ( আমার মতে)। সুন্দর+ঈদের=সুন্দরীদের । এখন কষ্টের কথা গুলো বলিঃ
 সিলেটের SUST এর ভিসির অপসারণকে কেন্দ্র করে আন্দোলন কারী শিক্ষক ও ছাত্রলীগের ছেলেদের মান-অপমান জনিত হইহুল্লোড়, তোলপাড়!
 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন!তার সাথে শিক্ষা ক্যাডারের শিক্ষক।
 ঈদের কিছু দিন আগেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার উপর ভ্যাট, পোস্টার, ফেস্টুন, আঁকাআঁকি, পোস্টারের ভাষা নিয়ে বিশাল তোলপাড়!
 ঈদের আগেই সৃজনশীল উপায়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! তারপরেও অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। ফলশ্রুতিতে হাজার হাজার মেধাবী ছেলেমেয়ের কান্নাকাটি, আন্দোলন। যার রেশ এখনও কাটেনি। (আমি অবশ্য এক পরীক্ষার্থীর মেডিক্যালে চান্স পাওয়া উপলক্ষ্যে এক চায়নিজ রেস্তোরাঁয় ভূড়িভোজ সেরেই ফেলেছি; তবে ছেলেটা ফাঁস হওয়া প্রশ্নপত্র পায়নি নিজের মেধায় টিকেছে)
 এই ঈদের শুরুর আগেই হল সৌদিতে ক্রেন দূর্ঘটনা যার আলোচনা-সমালোচনায় সারা বিশ্ব তোলপাড়!
 তারপর পরই বড় শয়তানকে পাথর নিক্ষেপ করতে গিয়ে পদদলিত হয়ে গেল শত শত মানুষের প্রাণ ও শত শত আহত!
 ঈদের আগে ও পরে ঘরমুখো মানুষের রাস্তা-ঘাটে ও ট্রেনে বাসে ঠেলাঠেলি করে যাতায়াত; আহত-নিহত হয়েছেন অনেকেই বিশেষ করে ফিরতি যাত্রায় বেশ কিছু দূর্ঘটনায় অনেক নিহত কিংবা আহত!
 অভিবাসী সমস্যা নিয়ে তো ইউরোপ তোলপাড়! মধ্যপ্রাচ্যের কথা কি আর বলবো!
 ঈদের রেশ কাটতে না কাটতেই আবারো আফগানিস্থানে তালেবানের ব্যাপক চতুর্মুখী আক্রমণ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.