নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

আমি এক যাযাবর - ভূপেন হাজারিকার অনুকরণে ছোট্ট এক প্যারোডি !!

০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৪

প্যারোডি!!!!

“আমি এক গাঁজা-খোর! আমি এক নেশাখোর!
গাঁজা আমাকে আপন করেছে ভূলেছি আপন-প......র!
আমি এক গাঁজা-খোর! আমি এক নেশাখোর। (২বার)
আমি আকিজ বিড়ির পাহাড় ডিঙিয়ে গাঞ্জার দেশে এসেছি,
তাই প্রেমিকার প্রেম ইগনর করে ‘গাঞ্জা’- তোমায় ভালোবেসেছি!(২বার)
আমি গাঞ্জার টানে মাতাল হয়ে হুর-পরিদের সাথে নেচে..ছি,
আমি গাঞ্জার টানে বিভোর হয়ে আকাশ-পাতাল ঘুরে মরেছি!(২বার)
শেষে গাঁঞ্জা আমাকে আপন করেছে মানুষ করেছে প......র!!!
মৃত্যু আমাকে আপন ভেবেছে মানুষ ভেবেছে প......র!!!
তাই আমি গাঁজা-খোর! তাই আমি নেশাখোর!!(২বার)
বহু গাঁজাখোর লক্ষ্যবিহীন আমার রয়েছে পণ,
গাঁজার আড্ডা যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন! (২বার)
আমি দেখেছি অনেক আনাচে কানাচে প্রেম নিয়ে শত প্রেমিকার আনাগোনা,
তবুও আমি সেথায় দেখেছি ছ্যাঁকা খাওয়া শত প্রেমিকের গাঞ্জা টানা!(২বার)
আমি দেখেছি অনেক শুকনো গোলাপ ধরে আছে হাতে হাতে,
বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে সুগন্ধ নেই যে তাতে! (২বার)
প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর,
তাই গাঁঞ্জা আমাকে আপন করেছে মানুষ করেছে প......র!!!
তাই আমি গাঁজা-খোর! তাই আমি নেশাখোর!!(২বার)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৬

ভাচুয়াল ফন্ট বলেছেন: আপনি ভালো প্যারোডি লেখেছেন ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:


আবর্জনা

৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২২

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ২০০১ সালে বিআইটি, খুলনার একটা প্রোগ্রামে পলাশ ভাই একই গানের প্যারোডি গেয়েছিল। সেই গান মনে পড়ে গেল। গানের লিংকটা দিয়ে দিলাম।আমি এক গাঁজাখোর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.