নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

মুসলিমদের জন্য হালাল পতিতালয়! আর কি চাই জীবনে!!!!!

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪

মুসলিম খদ্দেরদের জন্য ধর্মীয় অনুশাসনের সীমার মধ্যে থেকে পতিতালয় চালু হয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামে, মালিকপক্ষ যাকে ‘হালাল’ যৌনালয় বলে দাবি করছেন।দেশটির রেড লাইট এলাকায় ‘হট ক্রিসেন্ট’ নামের বারটি সম্প্রতি চালু হয়েছে। হালালভাবে যৌনবৃত্তি চরিতার্থ করার উপায় খুঁজে বের করতে তিনজন আধুনিক মনস্ক ইমামের (ধর্মীয় নেতা) পরামর্শ নিয়েছেন বারের মালিক জনাথন সুইক।পরামর্শ অনুযায়ী, সেখানকার পতিতাদেরকে মাদক সেবনে বাধ্য করা হবে না। ইসলামের নিয়মানুযায়ী দিনে পাঁচবার নামাজও পড়বে তারা। আর খদ্দেরদেরকেও তাদের সঙ্গে ইসলামসম্মত ভাবেই যৌনসম্পর্ক স্থাপন করতে হবে।
কিন্তু বিয়ে ছাড়া নারী-পুরুষের যৌন সংসর্গ ইসলাম সম্মত হবে কিভাবে? ইমামের সঙ্গে পরামর্শ করে এরও একটা সমাধান বের করেছেন হোটেল ব্যবসায়ী জনাথন।ইসলামের শিয়া সম্প্রদায়ের মাঝে প্রাপ্তবয়স্ক যুগলের প্রণোদনার জন্য ‘মুতা বিয়ে’ নামের একধরনের অস্থায়ী বিয়ে প্রচলিত আছে। শিয়া সমাজে ওই ধরনের চুক্তি ভিত্তিক বিয়ে স্বীকৃত এবং ধর্মীয় আইনসিদ্ধ। হোটেলে যৌনসঙ্গী সরবরাহের ক্ষেত্রে মুতা বিয়ের (বিনোদনের জন্য বিয়ে) ওই নিয়মই অনুসরণ করা হচ্ছে।
‘মুতা বিয়ে’র ক্ষেত্রে যুগলজীবনের সময়সীমা বিয়ের আগেই ঠিক করা হয় এবং সময় পার হওয়ার পর আপনা থেকেই বিয়ের সমাপ্তি ঘটে। তবে ইচ্ছানুযায়ী পুনরায় বিয়ে করা যায় এবং অর্থ প্রদানের বিষয়টিও ঘটতে পারে, যেমনটি একজন স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকেন।হট ক্রিসেন্ট বারের হালাল পতিতাদেরকে প্রতি দুই মাস পর পর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, যাতে করে গ্রাহকরা যৌনসংসর্গের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না এবং কেউ অপরাধবোধেও ভুগবে না বলেই প্রত্যাশা হোটেল মালিকের।
News :
http://www.eurobdnews.com/international-news-/2015/10/11/141772
See more at:
http://www.eurobdnews.com/international-news-/2015/10/11/141772#sthash.eUowI7pg.aNjqzZ0q.dpu

বিশেষ দ্রষ্টব্যঃ এখন দলে টানার জন্য ভবিষ্যতে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ও অন্যান্য ধর্মের কর্তা ব্যক্তিরাও হয়তো কোন পতিতালয়কে পবিত্র আখ্যা দেবেন ! যাতে অন্যান্য ধর্মের ধার্মিকরাও একই সাথে স্ত্রী ও অনেক নারীর সাথে যৌনতাকে উপভোগ করার একটি ধর্মীয় বিধিবদ্ধ সুযোগ পান ! কিন্তু আসলেই কি পতিতালয়গুলো হারাম বা অপবিত্র? এই পতিতালয়গুলোর অসহায় মেয়েগুলো কি মানব দেহের বিষক্রিয়া ধ্বংসকারী লিভার সদৃশ কাজ করছে না এই সমাজ গুলোতে? তারা কি শুধুই নষ্টা মেয়ে!!!??

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০০

মানবী বলেছেন: পুরো ব্যাপারটাই ইসলামের একটি সাইনবোর্ড সম্বলিত ফাজলামী ছাড়া কিছু নয়। মার্কেটিং এর আরেকটি নোংরা ও অসৎ উদাহরন।

দীর্ঘদিন আগে শুনেছিলাম কিছু অমুসলিম ইসলাম বিদ্বেষী মুসলিম এর মুখোশ পরে মসজিদে প্রবেশ করে, কোন কোন ক্ষেত্রে ভন্ড ইমাম সেজে মুসল্লীদের বিপথে নেবার চেষ্টা শুরু করেছে, সেসময় তা নিতান্তই কোন প্যারানয়েড মনের গুজব ভেবে উড়িয়ে দিয়েছিলাম। ইদানীং বেশ কিছু এমন খবর জেনে মনে হচ্ছে কথাটা সত্য ছিলো।

পোস্টটির জন্য ধন্যবাদ বীরেশ রায়।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪১

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

২| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০১

ক্যান্সারযোদ্ধা বলেছেন: " মুসলিম খদ্দেরদের জন্য ধর্মীয় অনুশাসনের সীমার মধ্যে থেকে পতিতালয় চালু হয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামে, মালিকপক্ষ যাকে ‘হালাল’ যৌনালয় বলে দাবি করছেন।"
তাতে করে ইসলামেও এটা হালাল হয়ে গেল।

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৭

ডাঃ মারজান বলেছেন: মানবীর সাথে সহমত। তবে শিয়া দের রীতিনীতি ইসলামের বা মুসলমানের উদাহরণ হতে পারেনা। ইসলামে 'মুতা" বিবাহের কোন স্থান নেই। পোস্টে + :)

৪| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এটা একটা হোক্স। বিতর্ক জন্ম দিতে পারে এমন পোস্ট দেয়ার আগে একটু নেটে ঢু মেরে দেখার অনুরোধ রইলো।

http://www.aquila-style.com/focus-points/halal-prostitute-hoax/66855/

দ্বিতীয় লিংকে বহু ধরণের কথা পাবেন। পুরোটা পড়তে হবে।

http://says.com/my/news/fact-or-fake-56-is-there-such-a-thing-as-halal-prostitutes

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪১

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

৫| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: মুতা বিবাহ কেবল শিয়াদের সমাজে মানা হয়ে থাকে। সুন্নী দের সমাজে এটা মানা হয়না।

৬| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪২

নিজাম বলেছেন: এটা কেমন হলো?

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪১

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

৭| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৯

শাহাদাত হোসেন বলেছেন: ফাইজলামিরও একটা সীমা আছে ।
বিধর্মীরা যা ইচ্ছা তাই করে আর আমরাও সেটাকে ধর্মের ভিতরে ঢুকানোর জন্য লাফালাফি শুরু করেদেয় ।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪২

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

গোধুলী রঙ বলেছেন: ইসলাম নিয়েই পোস্ট যখন হাদিসের একটা কথা বলি, মিথ্যাবাদী হবার জন্য এটাই যথেষ্ট যে, সে যা শোনে যাচাই বাছাই ছাড়াই প্রচার করে বেড়ায়। যদিও এটা হাদিসের কথা তারপর এটা যে কোন সম্প্রদায়, যে কোন সমাজের জন্য প্রযোজ্য। আশা করি বুঝবেন এবং একটু যাচাই বাছাই করে সিদ্ধান্তে আসবেন, যদি বুঝতে পারেন পোস্টটির কন্টেন্ট ভুল মানে সালাহউদ্দীন আহমেদ ভাইয়ের কথা যদি সত্য হয় তবে ভুল স্বীকার করবেন, সেটাই হবে ভদ্রতার সীমা।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪২

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

৯| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: মুতা বিয়ার নামে পতীতাগিরী

১০| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

মো: আবু তাহের বলেছেন: এটা কোন অবস্থাতেই ইসলাম সম্মত নয়। আর ইসলামে মুতা বিয়ে অনেক আগেই হারাম ঘোষনা করা হয়েছে। এখন যদি কেউ আলেম বা অন্য কারো নামে সেটা চালু করে হালাল করার চেষ্টা করে সেটা অজ্ঞতারই শামিল। ইসলামের মৌলিক বিষয় না জানার কারনেই এই নিকৃষ্ট কাজ হচ্ছে। এ ব্যাপারে মুসলমানদেরকে সচেতন হতে হবে।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪২

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

১১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০২

হাসান মাহবুব বলেছেন: বেশ কিছুদিন আগে এমন একটা খবর দেখেছিলাম। কিন্তু পুরো ব্যাপারটাই ছিলো Hoax। আম্নে এদ্দিন পরে পুরান কাসুন্দি ঘাটতে গিয়া একটা আবালের মত কাম কর্সেন। ভবিষ্যতে কোন কিছু পোস্ট করার আগে যাচাই করে নিবেন।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৩

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

১২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০

বিদেশ পাগলা বলেছেন: যে বিয়েই হোক সেটা নিয়ে কথা বলতে চায় না । কিন্তু পতিতালয় আবার কি ভাবে হালাল হয় ? এটা আমার মাথায় ঢুকছে না বা ধরছে না .............কি সব অাবোল ..........তাবল কথা................. ! ইসলাম নতুন করে শিখতে হবে মনে হয়..............

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৩

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

১৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২০

আল-কোরআনের ছাত্র বলেছেন: যেনে রাখুন সিয়া রা মুসলিম না

১৪| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

মাসুদুর রহমান মাসুদ বলেছেন: মালিক জনাথন সুইক দাবি করলেই সেটা হালাল হয়ে যাবে না । সে তিনজন কেনো তিনশোজন ইমাম নিয়োগ দিলেও না । এটা একটা নোংরা মার্কেটিং পলিসি ছাড়া কিছুই না

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০

পাউডার বলেছেন: যেখানে যা গুমুত দেখেন, সব ব্লগে ঢালতে চান কেনো?

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৭

মিতক্ষরা বলেছেন: মুতা বিবাহেরও কিছু নিয়ম কানুন রয়েছে যা বেশ্যাবৃত্তির চেয়ে উন্নত। মুতা বিয়ের ক্ষেত্রে সন্তানের দায়ভার পিতাকে নিতে হয়। পিতৃত্ব নির্ধারন কঠিন কিছু নয়, কারন এক সময়সীমায় নারীর একজনের বেশী সংগী থাকে না।

মুতা জাতীয় এধরনের সম্পর্ক গর্হিত ও নিন্দনীয়। কিন্তু সমাজে এধরনের কার্যকলাপ বন্ধ করা প্রায় অসম্ভব।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৭

ইমদাদুল্লাহ বলেছেন: আরে বাবা শিয়ারা তো মুসলমান ই নয়, আর মু'তা এতো ইসলামে সম্পূর্ণ কঠিন তাগিদের সহিত নিষিদ্ধ, কেউ মদের বোতলের উপর ইসলামী হালাল মদের লেভেল লাগিয়ে দিলেই ইসলামে তা বৈধ হয়ে যায় না বীরেশ মহাশয়, পতিতাবৃত্তি তো আদিকাল হতে সকলের নিকটে মহা ঘৃণিত কর্ম, বতর্মান আধুনিক সভ্যতার নামধারীরা একে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, আর এতে তারা সফল হয়েছে বুঝলেন মহাশয়

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানবী বলেছেন: পুরো ব্যাপারটাই ইসলামের একটি সাইনবোর্ড সম্বলিত ফাজলামী ছাড়া কিছু নয়। মার্কেটিং এর আরেকটি নোংরা ও অসৎ উদাহরন।

দীর্ঘদিন আগে শুনেছিলাম কিছু অমুসলিম ইসলাম বিদ্বেষী মুসলিম এর মুখোশ পরে মসজিদে প্রবেশ করে, কোন কোন ক্ষেত্রে ভন্ড ইমাম সেজে মুসল্লীদের বিপথে নেবার চেষ্টা শুরু করেছে, সেসময় তা নিতান্তই কোন প্যারানয়েড মনের গুজব ভেবে উড়িয়ে দিয়েছিলাম। ইদানীং বেশ কিছু এমন খবর জেনে মনে হচ্ছে কথাটা সত্য ছিলো।
১০০% সহমত।
ইমদাদুল্লাহ বলেছেন: আরে বাবা শিয়ারা তো মুসলমান ই নয়, আর মু'তা এতো ইসলামে সম্পূর্ণ কঠিন তাগিদের সহিত নিষিদ্ধ, কেউ মদের বোতলের উপর ইসলামী হালাল মদের লেভেল লাগিয়ে দিলেই ইসলামে তা বৈধ হয়ে যায় না বীরেশ মহাশয়, পতিতাবৃত্তি তো আদিকাল হতে সকলের নিকটে মহা ঘৃণিত কর্ম, বতর্মান আধুনিক সভ্যতার নামধারীরা একে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, আর এতে তারা সফল হয়েছে বুঝলেন মহাশয় ..................
ভালো বলেছেন।
পোষ্টের মোটিভটা বুঝলাম না।
যদি ইসলামকে কটাক্ষ করার চেষ্টা হয়ে থাকে তবে প্রচেষ্টা হাস্যকর।
আর যদি নিউজটির বিরুধীতা হয়ে থাকে তবে বলবো উপসংহার স্বচ্ছ নয়।
আর যদি কেবল মাত্র নিউজ শেয়ারই উদ্দেশ্য হয়ে থাকে তবে ''পাউডার'' এর মন্তব্যের সাথে একমত পোষন করি।এসব অখাদ্য অগ্রহনযোগ্য নিউজ শেয়ার করবেন কেনো?
যাই হোক সহ ব্লগার হিসেবে মত বিনিময় করলাম।
ভালো থাকবেন।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৫

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ইসলাম ধর্ম একটা যুক্তিক এবং শক্তিশালী ধর্ম,এটার ছাউনি বিশাল এবং মুল্যবান।সুতরাং ইহা নিয়ে সকলের ফন্দি কৌতুহল কমতি নেই, এসব থাকবেই। মনে রাখতে হবে গাড়িকে গাড়ি দিয়ে বিচার করতে হবে, ড্রাইভার দিয়ে নয়।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৬

বীরেশ রায় বলেছেন: আজকাল অনেক ব্লগাররাও দেখি সাধারণ মানুষগুলোর মতো ধর্মের ছাঁচে বন্দি হয়ে রিজিড থাকে। ধর্মের গতানুগতিক নিয়ম-কানুন- প্রথার বিরুদ্ধে কোন লেখা গেলেই খোলসের ভিতরেই তেলে-বেগুনে জ্বলে ঊঠে । কখনো কখনো কারো কারো লেখায় বকা-ঝঁকার শ্রী দেখে নিরব থাকা ছাড়া উপায় থাকে না! যা হোক দেখা খবরটি শেয়ার করলাম এতে আমার কোন অসৎ উদ্দেশ্য যে নেই তা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি মূলতঃ আমার কিংবা যে কারো লেখা কিংবা মন্তব্য ( খারাপ , ভাল কিংবা নিরোপেক্ষ ও সৃজনশীল) পড়ে বোঝার চেষ্টা করি সমাজের মানুষ গুলোর মনোজতাত্ত্বিক দিক এটাই উদ্দেশ্য । Hoax বা Fraud আমার ধাঁচে নেই অন্ততঃ এটা জেনে রাখুন। ভাল থাকবেন সবাই ।

২০| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকদিন অাগে এক পুলিশ ভদ্রলোকের কথা শুনেছিলাম । তিনি নিয়মিত ধর্ম-কর্ম করতেন, পতিতালয়েও যেতেন । সাধারণ খদ্দেরের মতো নয়, তিনি হুযুর ডেকে বিয়ে করে পরিনীতার সাথে রাত্রিযাপন করতেন । ভোরবেলা তালাক দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে চলে অাসতেন ।
বেশিরভাগ লোক পতিতালয় বলতে নাক সিটকায়! কেউ কি শখ করে পতিতাবৃত্তি করে?
কেউ কেউ বললেন, শিয়ারা মুসলমান নয়! তাহলে তারা কি? শিয়ারাও যদি বলে সুন্নীরা মুসলমান নয়, তাহলে সত্যিকার মুসলমান কে? শিয়া-সুন্নী দ্বন্ধকে অামি রাজনৈতিক দ্বন্ধই দেখি ।

২১| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩

এ আর ১৫ বলেছেন: কিছু দিন আগে এই ধরনের একটি লেখা লেখেছিলেন মেহেদি পরাগ -- ইসলামি ব্যাংক যে কায়দায় ইসলামি হয়েছে যৌনপল্লীকেও সে কায়দায় ইসলামি করা যায়।----- সেখানে তিনি বলতে চেয়েছেন যে প্রক্রিয়ার মাধ্যমে সুদকে লাভাংশ নাম দিয়ে ইসলামি ব্যাংক করা হয়েছে ঠিক সেই কায়দায় পতিতালয়কে ও ইসলামি করা যায় । এই লিখা নিয়ে লেখকের সাথে অনেকের যুক্তি তর্ক হয়েছে ঐ ব্লগে এবং লেখক ও জবাব দিয়েছেন সবাই কে । সবাইকে ঐ লিখাটা পড়তএ অহবান করছি যার লিংক নিচে দেওয়া হোল ----- ইসলামি ব্যাংক যে কায়দায় ইসলামি হয়েছে যৌনপল্লীকেও সে কায়দায় ইসলামি করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.