![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
‘রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় স্থানীয় থানা পুলিশের যাতায়াত ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এসব মাদ্রাসায় সন্দেহজনক কিছু পাওয়া গেলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন কমিশনার।’ তার মানে কি দাঁড়ালো? এই সব মাদ্রাসা থেকেই কি অপরাধী বা জঙ্গীদের একটা অংশ বের হয়ে আসে! তবে আমি বলছি না যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে অপরাধী বের হয়ে আসে না! তবে এটা নির্দ্বিধায় বলা যায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোর ব্যাপারে পুলিশ প্রশাসন ও গোয়েন্দাবাহিনীকে এতটা মাথা ঘামাতে হয় না। যে সব মাদ্রাসা ও মসজিদে ধর্মীয় বয়ানের নামে ধর্মীয় গোঁড়ামী ও জঙ্গীয়ানা মনোভাব তৈরির বীজ ছড়ানো হয় তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ না নিয়ে মাঝে মাঝে লোক দেখানো নজরদারি ও তল্লাশি কোন কাজেই আসবে না। যারা অপরাধ করে তারা পুলিশ প্রশাসন ও গোয়েন্দাবাহিনীর চলাচল ও কর্মকান্ড দেখে ফাঁক-ফোঁকর বের করেই নিজেদের কর্মকান্ড চালায় । এই সব মাদ্রাসা, মসজিদের অপরাধ প্ররোচনাকারী ব্যক্তিদের ধর্মীয় দৃষ্টিতে দেখা একটা মস্ত বড় ভূল! সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তি বর্গের উচিত সমস্যা ও সমস্যা সৃষ্টির জায়গাকে রাষ্ট্রীয় আইন ও প্রফেশনের জায়গা থেকেই দেখা , ধর্মীয় আবেগ দিয়ে নয়। তাই সব সময়ের জন্যই এমন নজরদারি রাখা উচিত।
২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭
ইমদাদুল্লাহ বলেছেন: অপরাধী ও জঙ্গিদের একটা অংশ না হয় মাদ্রাসা হতে আসে, আর বাকি 99% কি বীরেশ মহাশয়ের বাড়ীতে তৈরী করা ???? তাহলে শুধু শুধু কেন ডি এম পি এর কথা নিয়ে নাচানাচি? পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়,
৩| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৪
বিপরীত বাক বলেছেন: সবাই হিন্দুত্ব আর ভারতীয় ত্ব গুলিয়ে ফেলেছে।। ভারত মানে হিন্দুত্ব না ভারত মানে ভারতীয় রা।।।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭
বিদেশ পাগলা বলেছেন: এত ঢং দালালী না করে পরিস্কার বলে দিলেই তো হয় মাদ্রাসা ও মসজিদ বন্ধ করে দাও । আপনি এত লিখতে পারেন তবে কাশ্মিরের ব্যাপারে লিখেন না কেন ? যেখানে ৯৭ % মুসলমানের বাস এবং তারা ভারতের এমন কোন অত্যাচার নেই যা তারা সহ্য করে না । সত্যিকারে গনভোট নিলে ভারত ২৪ ঘন্টার বেশী জন্মু-কাশ্মীর কে পরাধীন রাখতে পারবে না চ্যালেজ্ঞ ! বাবরী মসজিদ, গুজরাট গনহত্যা , মালেগাঁও দূর্ঘটনা, সম্প্রতি আখলাক হত্যাকান্ড সহ সেভেন সিস্টার বলেখ্যাত প্রদেশ ----নাগাল্যান্ড, অরুনাচল, মনিপুরি,ঝাড়খন্ড,ত্রিপুরা,মিজোরাম,আসাম.. এর প্রতি ভারতের অন্যায় শাসন-শোষন...এ গুলি আপনার মগজে ঢুকে না ও দেখতে পান না ? ভাল ডাক্তার দেখাবেন ও চশমা নিবেন । এক মাত্র হিন্দু রাষ্ট্র নেপাল ও ভারতের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না .........কোন প্রতিবেশী ই শান্তিতে নেই ওদের দাদাগিরীর কারণে ... ! প্রকৃত পক্ষে আপনি একজন কঠিন হিন্দু (সনাতন) মৌলবাদী ও উস্কানীদাতা । দয়া করে ভাল কিছু লিখুন.............দালালী ছাড়ুন......... ..! জেনে রাখুন আপনার গডফাদার যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও ফ্রান্স বাবাসহ যদি একশ গুন অতিরিক্ত শক্তি ও আরও এমন একশ গুন রাষ্ট্র ও যদি একত্রিত হয় তাহলেও মুসলমানদের সমূলে ধ্বংস করতে পারবে না কখনও...........!...............সৃষ্টিকর্তা সহায় ....।............বিশ্বাস না হলে পরীক্ষা বা চেষ্টা করে..........দেখতে পারেন......................ওপেন চ্যালেজ্ঞ...........রইলো.................. !