নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস কখনো কখনো হতে পারে এক প্রাণঘাতী ভাইরাস, সমাজ ধ্বংসকারী লিথাল জিন!

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

বিশ্বাস কখনো কখনো হতে পারে এক প্রাণঘাতী ভাইরাস, সমাজ ধ্বংসকারী লিথাল জিন! এই ভাইরাস, এই জিন থেকে সাবধান!!! এই ভাইরাস ও লিথাল জিন যেন নিজের শ রীরে না ঢোকে। অধিকাংশ ক্ষেত্রে মানুষ জন্মের পর তার পূর্ব প্রজন্ম থেকে বিশ্বাস ও আদর্শ পেয়ে থাকে বা পূর্ব পুরুষের তৈরি একটি বিশ্বাস ও আদর্শের ছাঁচে ঢুকে পড়ে! কেউ কেউ আবার পূর্ব প্রজন্মের বিশ্বাস ও আদর্শকে ছাপিয়ে তার নিজস্ব মেধা, প্রজ্ঞা ও চতুরতাকে কাজে লাগিয়ে জন্ম দেন এক নতুন বিশ্বাস ও আদর্শের এবং সেই বিশ্বাস ও আদর্শকে প্রচার ও প্রসারের জন্য তৈরি করেন যোগ্য উত্তরসূরি! সেটা ছলে-বলে-কলে-কৌশলে যে কোন প্রকারে হতে পারে! তবে কথা হল- পুরাতন কিংবা নতুন জন্ম নেয়া বিশ্বাস ও আদর্শের প্রচার ও প্রসারে আপত্তি করা উচিত নয় যদি সেটা সমাজের কোন ক্ষতি না করে থাকে, যদি সেটা সমাজের ভিন্ন মতাদর্শের সহাবস্থানে বাঁধা ও সংঘাত সৃষ্টি না করে। আপত্তিটা তখনই যখন সেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে সংঘাতের মতো দূরারোগ্য ক্যান্সারের বীজ ঢুকিয়ে দেয়!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

জিএমফাহিম বলেছেন: বিশ্বাস না বলে আস্থা বললে শব্দটা সঠিক হত। বিশ্বাস (Belief) হতে পারে প্রমাণসাপেক্ষ অথবা প্রমাননিরপেক্ষ। আস্থা (faith) সর্বদা প্রমাননিরপেক্ষ

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: হ্যা, আমরা বিশ্বাসের ভাইরাসের ব্যাপারটা ভারতে ব্যপকভাবে দেখেছি এবং দেখতে পাচ্ছি.. ভারতে এমন ভাইরাসে আক্রান্ত হিন্দুত্ববাদী শক্তি ব্যাপক দাঙ্গা, জাত পাত প্রথার কারনে হত্যা, ধর্ষণ, নিপীড়ণ, সতীদাহ, কুমারী বিবাহ, কুলীন প্রথা, চিরবৈধব্য ইত্যাকার নিকৃষ্ট ব্যাপারগুলো ধর্মীয় বিশ্বাসের অংশ ছিলো... বর্তমানেও দেখছি এই বিশ্বাসের বশে কবরস্থ নারী ধর্ষণ, গো মূত্র পাণ, গো মাংস খেয়েছে সন্দেহে হত্যা, গো রাজনীতি, সীমান্ত হত্যা করে যাচ্ছে.. পৃথিবীর সবচে বৃহৎ মিলিশিয়া বাহিনী বিশ্বাসের ভাইরাসে আক্রান্ত এই সম্প্রদায়ের..তারা যেসব উক্তি, হুমকি, আচরণ করে তা অন্য সব মিলিশিয়ার গোষ্ঠীর মধ্যে বিরল

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

বীরেশ রায় বলেছেন: বাংলাদেশ, পাকিস্থান, আফগান, সৌদি, ইরাক, ইরান অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্র গুলোতে দেখেন নি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.