নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

মিথ্যার চাকচিক্য অনেক, মিথ্যার বেশভূষা লোভনীয় তাই মিথ্যার প্রতি মানুষের আকর্ষণও অনেক বেশি!

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

মানব সভ্যতায় মানুষের জ্ঞানের বিবর্তনে কিছু কিছু মতবাদ, কিছু কিছু দর্শন, কিছু কিছু প্রথা সংস্কৃতি কিংবা ধর্মের সাথে যুক্ত হয়েছে বিশেষ বিশেষত্ব নিয়ে বা জায়গা করে নিয়েছে উন্নত চিন্তা-চেতনায় যা মানুষকে জীবজগতের প্রতি চেতনায় করেছে অনেক হৃদয়বান, বিবেকের দ্বারা করেছে অনেক মানবিক ও ভালমন্দ বোধ সমৃদ্ধ উন্নত প্রাণী। তবে মাঝে মাঝে এর ব্যত্যয়ও ঘটেছে অনেক। কিছু কিছু ব্যক্তির যৌক্তিক জ্ঞান বা দর্শন কখনো কখনো মানুষকে চেতনায় সমৃদ্ধ করলেও মানুষ মূলতঃ অজ্ঞানতার তিমির থেকে আলোর পথে, সত্যের পথে আসতে পেরেছে খুব কম সংখ্যকই। এর অন্যতম কারণ হল সত্যের প্রচার, জ্ঞানের প্রচার যা হয়েছে তার কয়েক’শ গুণ বেশি প্রচার করা হয়েছে মিথ্যাকে, অনেক কল্প কাহিনী সমৃদ্ধ মিথকে যা মানুষকে অন্ধকারের তিমিরেই হাতরে চলতে শিখিয়েছে, অন্ধকারের হাতরে চলতেই প্রেষণা যুগিয়েছে ! পৃথিবীতে অনেক মিথ্যাই সর্দপে টিকে আছে এখনও হয়তো থাকবে অনেক দিন! তবে আঁকড়ে ধরলেও মিথ্যা মিথ্যাই! সেটা বিলুপ্ত হবেই শত কিংবা লক্ষ কোটি বছর পরে হলেও। আর মিথ্যার চাকচিক্য অনেক, মিথ্যার বেশভূষা লোভনীয় তাই মিথ্যার প্রতি মানুষের আকর্ষণও অনেক বেশি! মিথ্যাকে মিথ্যা দিয়ে সাজিয়ে অনেক আবেগঘন করে প্রচার করা যায় সহজেই তাই মিথ্যাকে প্রচার করে সাফল্যও আসে স্রোতের বেগে। আর সত্যকে প্রচার করার লোকের সংখ্যা যেমন অনেক কম তেমনি সতের প্রচার অনেক সাধারণ। কিংবা যারা ধীর স্থির সত্য জ্ঞানের সাধক তারা বাক সর্বস্ব প্রচারে বিশ্বাসী নয় বরং সত্যানুসন্ধিৎসু যারা তারা আপনা থেকে সত্য জ্ঞানে পিপাসাকাতর হয়ে ছুটে আসবে জ্ঞানের ধারায়। তাছাড়া যারা সত্যের জ্ঞানদাতা তারা জানে সত্য নিজেই শাশ্বত চির ভাস্বর! একে জৌলুস দেয়া কপটতার নামান্তর। প্রচার সর্বস্ব মিথ্যাকে আঁকড়ে ধরে যারা জীবন কাটায় তাদের সামষ্টিক বিপদ অনেক বেশি! দুঃখ্য দূর্দশা ও মানসিক নিপীড়নও অনেক। তারপরও প্রচার জনিত আবেগ দ্বারা এরা মোহাবিষ্ট ও অন্ধ হয়ে মরীচিকার মতো মিথ্যার পানেই ছুটে চলে নিরন্তর হায় হুতাশ করতে করতে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

তাল পাখা বলেছেন: মিথ্যায় রঙ মাখিয়ে যেমন ইচ্ছে তেমন করে জৌলুষ বাড়িয়ে প্রচার করা যায়।যেহেতু তার কোন বাধ্যবাধকতার সীমারেখা নেই। যা সত্যের আছে।তবে মিত্যা তাসের ঘরের মত। যার বিনাস অনিবার্য। মিথ্যার জয় ক্ষণস্থায়ী। সত্যের জয় চিরস্থায়ী।


সত্য যখন মিথ্যার সামনে এসে দাঁড়ায়, মিথ্যা তখন বিলুপ্ত হয়। আর মিথ্যা প্রকৃতিগতভাবেই বিলুপ্ত হবে।(আল কুরআন)

সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: সুন্দর লেখা।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

অগ্নিবীণা! বলেছেন: এটাতো ফেসবুকের মোঃ মাকছুদুর রহমানের লেখা?

কপি সুত্র উল্লেখ করলেন না যে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.