নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

গরু ছাগল VS মানুষ চড়ানো!!

১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

কৃষকের ঘরে জন্ম। তাই ছোট বেলা থেকেই অন্যান্য কৃষি কাজের ভিরেই মাঝে মাঝে হতে হয়েছে গরুর রাখাল! স্কুল থেকে ফিরে দুপুরের খাওয়ার পর কিংবা ছুটির দিনে পাড়ার সম বয়সী ছেলেরা হালের বলদ, মহিষ, গাভী ও ছাগলগুলোকে মাঠে, নদীর ধারে নিয়ে যেতাম ঘাস খাওয়ানোর জন্য। সে সময় কি যে বিরক্তি লাগতো এই কাজগুলো! মাঝে মাঝে খুব কান্না পেতো। সে সময় সবচেয়ে কঠিন মনে হতো এই গরু ছাগল সামলানোর কাজটি! মাঝে মাঝে ভাবতাম কবে মুক্তি পাবো এই গরু ছাগল চড়ানোর কাজগুলো থেকে! আর এখন বড় হয়েছি, এখন আর গরু ছাগল সামলাতে হয় না, এখন সামলাতে হয় মানুষ! এখন করতে হয় মানুষ চড়ানোর কাজ! মাঝে মাঝে কি যে কঠিন ও বিরক্তি লাগে এই মানুষগুলোকে চড়াতে! বিশেষ করে ক্লাশ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছেলে-মেয়েদেরকে!! তাই এখন কখনো কখনো মনে হয় সেই ছোটবেলা-ই তো অনেক ভালো ছিল! ভালো ছিল সেই গরু –ছাগল চড়ানোর কাজই! অন্ততঃ গরু ছাগল গুলোকে বাগে আনা যেতো সহজেই!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



গরু চরানোর আনন্দ পাননি, সে সমায়; এখন কিশোর নিয়ে কাজ করে আনন্দ পাচ্ছে না; আপনার সমস্যা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.