![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
জাতি হিসেবে আমরা বোধহয় এক অকৃতজ্ঞ, আত্মকেন্দ্রিক হীন মানসিকতা সম্পন্ন জাতি! তা না হলে জাতির বিবেক ও মননশীলতা যাদের মাথায় ভর করে আছে তারা এতটা স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হীন মানসিকতা সম্পন্ন হন কি করে! চাওয়া-পাওয়ার হিসেবটা কষতে আমরা নিজের অংশটুকুর দিকে এত বেশি বেশি তাকাই যেন- সেখানে আমাদের জ্ঞানগরিমা, নীতি নৈতিকতা্র পুরোটাই বিসর্জন দিয়ে ফেলি! যে মা জন্মের পর থেকে সন্তানের প্রসাব-পায়খানা-মুখের লালা, নাকের সর্দি পরিষ্কার করে করে সন্তান বড় করে তোলেন; সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মা’ই থেকে যান নেপথ্যের অন্ধকারে! আর লোকমুখে প্রতিষ্ঠিত সন্তানের বাবা বনে যান জদু-মধু-কদু কিংবা রহিম-করিম–কুদ্দুস!বর্তমানে বাংলাদেশের বড় বড় সরকারি আমলা কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষকদের অবস্থা মনে হয় একই! প্রাথমিক, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক ধাপ পেরোনো ছেলে-মেয়েদের ভিত্তি ও প্রাথমিক গঠন তৈরি করে দেয়া গু-মুত-সর্দি পরিষ্কারকারী এই প্রাথমিক স্তরের শিক্ষক কিংবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের কথা তারা দিব্যি ভূলে যান! চাওয়া-পাওয়া কিংবা মর্যাদার বন্টন হয়তো একটা জটিল বিষয়, তাই বলে কি এতটাই জটিল! যেখানে জ্ঞান-বুদ্ধি-বিবেক, দেশপ্রেম কিংবা আলোচনা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য ও নিবেদিত মনোভাব সবগুলোই মূল্যহীন!!!
©somewhere in net ltd.