![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
আমাদের চোখের অন্তরারালে , আমাদের জ্ঞান ও বোধের নেপথ্যে এই পৃথিবীতে আপনার, আমার কিংবা আমাদেরই কোন না কোন সংশ্লিষ্টতায় অনেক নির্মম, নিষ্ঠুর ঘটনাই ঘটছে যা আমাদের হৃদয়কে বিদীর্ণ করতে পারতো, কষ্টের তীব্রতায় বুকের ভীতরে একটা থৈ থৈ করা সমুদ্র তৈরি হতে পারতো! আসলে প্রকৃতির এই রুঢ় বাস্তবতায় জীবন সংরামে বেঁচে থাকার তাগিদে কিংবা এই জীবনকে রূপ-রস-গন্ধ-স্পর্শ এর দ্বারা উপভোগ করতেই আমাদের এই নিরন্তর সংগ্রাম কিংবা পাশবিক নিষ্ঠুরতা!! তারপরও কথা থাকে আমরা মানুষ – চেতনায় আমাদের মানবিক সত্ত্বা ধারণ করতেই হবে। কেবল পাঁচ ওয়াক্ত নামাজ কিংবা পূজা-পার্বন পালন করে কোন লাভ হবে এটা গ্যারান্টি! যদি আপনার গড/আল্লাহ/ঈশ্বর বলে কেউ থেকে থাকে!! কসাই তার নিষ্ঠুর পেশা দ্বারা আমাদের ভোগ্য বস্তু সরবরাহ করে! কিন্তু আমরা কেউ সহজে কসাই হতে চাই না, কিন্তু কসাইয়ের কাজের ফল ভোগ করি! পতিতাকে আমরা ঘৃণা করি! কিন্তু রাতের আঁধারে আমরা অনেকেই সেই পতিতার দেহেই আনন্দের উৎস খুঁজি! কৃষক হতে চাই না, কিন্তু কৃষকের উৎপাদন খেয়ে বেঁচে থাকি, বরং কখনো কখনো কাউকে ছোট বানাতে গালি দেই- চাষা কোথাকার!! সুইপার, ঝাড়ুদার , কাজের বুয়া, শ্রমিক এদের সেবা নিয়ে ভাল জীবনযাপন করি অথচ আমরা কখনো কখনো ন্যায্য পারিশ্রমিক তো দেই-ই না বরং ছোট-খাট ভূলে উল্টো তাদের সাথে অমার্জিত অশোভনীয় আচরণ করি!! আপনি একবার ভাবুন আপনার শিক্ষা ও জ্ঞানের স্তর কি তার সাথে যায়? সে তো অশিক্ষিত কিংবা শৈশব থেকেই দারিদ্রের কষাঘাতে কষঘাতে বড় হয়েছে সে ভাল ব্যবহার শিখবে কোথা থেকে!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬
অগ্নি কল্লোল বলেছেন: অসতী মাতার সন্তান সে যদি জারজ সন্তান হয়
অসতী পিতার সন্তার জারজ সুনিশ্চয়।।
***
ধন্যবাদ।।
নতুন লেখার অপেক্ষায় রইলাম।।