নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গরীব ও ভিক্ষুকের সংখ্যা কম দেখতে চাইলে গরীব মানুষ কিংবা ভিক্ষুককে টাকাপয়সা খাদ্য, বস্ত্র দেওয়ার আগে জন্মনিরোধক সরঞ্জাম তথা লাইগেশন ও ভ্যাসেক্টমি করার ব্যবস্থা করতে হবে!

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:২১

আমাদের চারপাশের গরীব মানুষ কিংবা ভিক্ষুককে আমরা যদি প্রতিদিনই টাকাপয়সা খাদ্য, বস্ত্র দিয়ে সাহায্য করি তবুও এদেশ থেকে গরীব মানুষ কিংবা ভিক্ষুক বিলুপ্ত হবে না। গরীব মানুষ কিংবা ভিক্ষুক এর প্রজন্ম থেকে প্রজন্মে অথবা জ্ঞানের অভাবে নতুবা অলসতা দোষে দুষ্ট হয়ে কিছু মানুষ দারিদ্র্যের দুষ্টচক্রের তলানিতে ঠিকই এসে জমা হবে!!! জ্ঞান দানই একমাত্র শ্রেষ্ট দান, গরীব মানুষ কিংবা ভিক্ষুক যার দ্বারা নিজের অবস্থানের ইতিবাচক পরিবর্তন এনে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু সেই জ্ঞান গ্রহণের ইচ্ছে ও সামর্থ কোনটাই অধিকাংশ গরীব মানুষ কিংবা ভিক্ষুক রাখে না। তাই নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গরীব ও ভিক্ষুকের সংখ্যা কম দেখতে চাইলে গরীব মানুষ কিংবা ভিক্ষুককে টাকাপয়সা খাদ্য, বস্ত্র দেওয়ার আগে জন্মনিরোধক সরঞ্জাম তথা লাইগেশন ও ভ্যাসেক্টমি করার ব্যবস্থা করতে হবে! কিন্তু আদৌ কি তা সম্ভব? সেটা করতে গেলে তো আবার নামে-বেনামে ভূরি ভুরি মানবাধিকার কর্মী আর এনজিও –“মানবাধিকার লঙ্ঘন হচ্ছে” বলতে বলতে মুখে ফেনা তুলবে!! ধার্মিকরাও হয়তো চাপাতি নিয়ে তেড়ে আসবে!!! তার মানে কি দাঁড়ালো – এ দেশ থেকে গরীব মানুষ কিংবা ভিক্ষুক বিলুপ্ত হোক এটা সবাই চায় না, বিশেষ করে এনজিও আর ধর্মের ধ্বজাধারী মানুষগুলো!! তাহলে আমিই বা কেন শুধু শুধু গলা বাজিয়ে চিৎকার করবো- “এ দেশ থেকে দারিদ্র্য দূর হোক!!” থাক না মানুষগুলো নর্দমার কিটের মতো!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: হা হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.