নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

স্বার্থের কারণে নয়তো অতীতের না পাওয়ার বেদনা থেকে একতা, ঐক্য ও দলের পাঁছায় লাথি মারেন!

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫০

সংকট মূহুর্তগুলোতে কেউ কারো উপর ঠিক যেন ভরসা করতে পারে না এমনটাই সাধারণত হয়। সংকট কাটিয়ে উঠার জন্য যে একতা ও মনোবল দরকার তা অনেকেই ভূলে যায়। হয় স্বার্থের কারণে নয়তো অতীতের না পাওয়ার বেদনা থেকে একতা, ঐক্য ও দলের পাঁছায় লাথি মারেন, ফন্দি ফিকির আটতে থাকে নতুন কোন স্বপ্ন নিয়ে। কারো সামান্য ভূল ত্রুটি পেলেই হল! বিশেষ করে ক্ষমতায়/পদে থাকা ব্যক্তির, যার কারণে হয়তো অতীতে তার কাঙ্খিত পদ বা স্বার্থ লাভ হয়নি! নবাব সিরাজ উদ্দৌলা নাটকে পড়েছিলাম- ‘নবাবের পতনের পর ঠিক কেউ যেন কারো উপর ভরসা করতে পারছিলা না, তাই তো ব্যবসা করতে আসা উর্মিচাঁদ, রায়দূর্লভ তার প্রাপ্তি তারাতাড়ি মিটিয়ে দেয়ার জন্য পিড়াপীড়ি করতে থাকে মির্জাফর/ ক্লাইভ চক্রের কাছে!! ( পুনশ্চ মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল কামনা করি যাতে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন! আর ভালমতো চিনতে পারেন চারপাশের ভাল-মন্দ মানুষ গুলোকে! আমরা জানি মায়ের ভূমিকায় থাকলে অনেক ক্ষেত্রেই সন্তানের ভূল গুলো চোখে পড়ে না বাৎসল্যতাজণিত মায়ায়!!!)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৪

আমিই মিসির আলী বলেছেন: এমটাই হওয়ার কথা।
বিপদে পড়লে চারদিকেইই শত্রু নজর বন্দি হইবে।

২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১১

দায়ী বলেছেন: গভীর সংকটে আছি আমরা

৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৭

বিজন রয় বলেছেন: কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.