| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বীরেশ রায়
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
সংকট মূহুর্তগুলোতে কেউ কারো উপর ঠিক যেন ভরসা করতে পারে না এমনটাই সাধারণত হয়। সংকট কাটিয়ে উঠার জন্য যে একতা ও মনোবল দরকার তা অনেকেই ভূলে যায়। হয় স্বার্থের কারণে নয়তো অতীতের না পাওয়ার বেদনা থেকে একতা, ঐক্য ও দলের পাঁছায় লাথি মারেন, ফন্দি ফিকির আটতে থাকে নতুন কোন স্বপ্ন নিয়ে। কারো সামান্য ভূল ত্রুটি পেলেই হল! বিশেষ করে ক্ষমতায়/পদে থাকা ব্যক্তির, যার কারণে হয়তো অতীতে তার কাঙ্খিত পদ বা স্বার্থ লাভ হয়নি! নবাব সিরাজ উদ্দৌলা নাটকে পড়েছিলাম- ‘নবাবের পতনের পর ঠিক কেউ যেন কারো উপর ভরসা করতে পারছিলা না, তাই তো ব্যবসা করতে আসা উর্মিচাঁদ, রায়দূর্লভ তার প্রাপ্তি তারাতাড়ি মিটিয়ে দেয়ার জন্য পিড়াপীড়ি করতে থাকে মির্জাফর/ ক্লাইভ চক্রের কাছে!! ( পুনশ্চ মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল কামনা করি যাতে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন! আর ভালমতো চিনতে পারেন চারপাশের ভাল-মন্দ মানুষ গুলোকে! আমরা জানি মায়ের ভূমিকায় থাকলে অনেক ক্ষেত্রেই সন্তানের ভূল গুলো চোখে পড়ে না বাৎসল্যতাজণিত মায়ায়!!!)
২|
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১১
দায়ী বলেছেন: গভীর সংকটে আছি আমরা
৩|
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: কেন?
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৪
আমিই মিসির আলী বলেছেন: এমটাই হওয়ার কথা।
বিপদে পড়লে চারদিকেইই শত্রু নজর বন্দি হইবে।